সেরা দশটি ফন্ট ম্যানেজমেন্ট টুলস

আপনি যদি রেগুলার বেসিসে ফন্ট নিয়ে নাড়াচাড়া করতে ভালবাসেন, যেমন ধরুন ফন্ট চয়েস, কম্পেয়ারিং, এনালাইজিং -এই ধরণের কাজগুলো করার জন্য নিচের ফন্ট ম্যানেজমেন্ট টুলসগুলো আপনার জন্য বেশ সহায়ক হবে। ফন্ট ম্যানেজমেন্ট যদিও সহজ কাজগুলোর মধ্যে পড়ে না কিন্তু এই টুলসগুলো আপনার কাজটাকে আরও সহজ করে দিবে। ম্যাক, উইন্ডোজ ও লিনাক্স প্ল্যাটফর্মে তাদের নিজস্ব কিছু ফন্ট ম্যানেজমেন্ট ইউটিলিটি আছে, কিন্তু এগুলো পর্যাপ্ত ফিচার বহন করে না। বিশেষ করে প্রফেশনাল এনভায়রনমেন্টের জন্য তো বলাই বাহুল্য। তাহলে আসুন এখন টুলসগুলোর সাথে পরিচিত হই।

লিনোটাইপ ফন্ট এক্সপ্লোরার

linotype.gif

ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস সমৃদ্ধ এই টুলসটিতে একাধিক ফন্টের কম্বিনেশান, ফন্ট সর্টিং -এর মত উল্লেখযোগ্য ফিচারগুলো রয়েছে। লাইব্রেরি ব্যবহারের মাধ্যমে ফন্ট অর্গানাইজ করা যায় এবং সাথে রয়েছে ফোল্ডার, ট্যাগের যাবতীয় বৈশিষ্টাবলী।

ফন্ট এক্সপার্ট

fontexpert1.gif        fntexprt.gif

ক্যারেক্টারের কীওয়ার্ড অ্যাসাইন, ক্যাটাগরি, রেটিং নির্ধারন ছাড়াও ফন্টের ইমেজ লেআউট তৈরির সুবিধা রয়েছে এই টুলসটিতে। ফন্ট এক্সপার্ট ইনস্টল করার পর কনটেক্সট মেনু থেকেই সরাসরি ফন্ট প্রিন্ট করা এবং ইনস্টল করার অপশনটি পেয়ে যাবেন। ট্রু টাইপ, ওপেন টাইপ, পোষ্ট স্ক্রিপ্ট ও রাস্টার ফন্ট খুব সহজেই হ্যান্ডল করা যায়। আরেকটি ফিচারের কথা তো বলাই হয়নি। যেকোন ফন্ট সরাসরি HTML -এ এক্সপোর্ট করা যায় যা ডেভেলপারদের অনেক কাজে আসবে।

টাইপোগ্রাফ

typograf.gif

টাইপোগ্রাফ একটি অন্যতম ফন্ট ম্যানেজিং টুল। ওপেন টাইপ, ট্রু টাইপ, টাইপ ওয়ান, প্রিন্টার ফন্টস, রাস্টার বা বিটম্যাপ জাতীয় ফন্টগুলোর প্রিভিউ এবং প্রোপার্টিজ দেখা যায় এর সাহায্যে। এছাড়াও রয়েছে একাধিক ফন্টের মধ্যে পার্থক্য নিরূপণের জন্য এ্যাডভান্সড টুল, ফন্ট ম্যনেজের জন্য পৃথক ডাটাবেজ এবং ফন্ট গ্রুপস।

অপসিয়ন

opcion.gif

Opcion Font Viewer জাভায় লিখিত একটি ওপেন সোর্স ফন্ট ম্যানেজিং টুল। এর সাহায্যে ইনস্টল এবং আনইনস্টল করা ফন্টগুলো দেখা যাবে। প্রিয় ফন্টকে পছন্দের তালিকায় যুক্ত করা যাবে এবং পরিবর্তনযোগ্য টেক্সট আকারে দেখা যাবে।

ফন্ট ফ্রেঞ্জি

fontfrenzy.PNG

এর Frenzy Snap ফাংশনটি আপনাকে কোন নির্দিষ্ট দিনে আনইনস্টল করা ফন্ট রিস্টোর করতে সাহায্য করবে। ফন্টের স্ন্যাপশট তৈরি করে সেটি রিস্টোর পয়েন্ট হিসেবে ব্যবহার করা যাবে।

ফন্ট এক্সপ্লোরার

fntexplorer.gif

ফন্ট এক্সপ্লোরার আনডু সাপোর্ট সহ যেকোন ফন্টের নামকে পরিবর্তন করতে পারে। এতে একটি রিসাইজেবল ক্যারেক্টার ম্যাপ আছে যার সাহায্যে কোন ফন্টের সবগুলো স্ক্রিপ্ট দেখা যায় এবং যেকোন একটি ক্যারেক্টার জুম করে দেখা যায়।

মেইন টাইপ

maintype.gif

এটি একটি সার্বজনীন ফন্ট ম্যানেজমেন্ট টুলস বিশেষ করে টাইপোগ্রাফার এবং গ্রাফিক্স ডিজাইনারদের জন্য। এতে ড্রাগ এন্ড ড্রপ সুবিধা রয়েছে। আর পাশাপাশি অন্যান্য কমন ফিচারগুলো তো থাকছেই।

এএমপি ফন্ট ভিউয়ার

ampfv.png

এই টুলসটির সাহায্যে সাময়িকভাবে (যতক্ষণ প্রোগ্রাম চালু থাকে) ফন্ট ইনস্টল করে রাখা যায়। ফন্ট অর্গানাইজ করার জন্য আরও কিছু স্ট্যান্ডার্ড ফিচার আছে এতে।

ফন্ট ফিটিং রুম

fntfrd.gif

এতে ক্লিয়ার টাইপ টিউনিং নামে চমৎকার একটি ফিচার আছে। ফন্টকে আরও স্মুথ করার জন্য এই ফিচারটি ব্যবহার করা হয়। সিআরটি বা এলসিডি মনিটরের জন্য পৃথকভাবে স্ট্রিপিং অর্ডার সেট করে নিতে পারবেন।

সি ফন্ট প্রো

cfontpro.jpg

অনেকটা টাইপোগ্রাফের মত। শক্তিশালী ফন্ট ইঞ্জিন সমৃদ্ধ এই টুলসটিতেও HTML -এ এক্সপোর্ট করার ফিচারটি আছে। এছাড়াও আছে রিচ টেক্সট ফরম্যাট (RTF) -এ এক্সপোর্ট করার সুবিধা।

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ……….

Level 0

দারুন টিউন ধন্যবাদ