প্রযুক্তির ব্লগ – টেকটুইটস

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে টেকটুইটস সম্পর্কে একটা রিভিউ লিখতে যাচ্ছি।

টেকটুইটস

আপনাদের অনেকেই জানেন টেকটুইটস এর কথা। এখানের অনেকেই আবার টেকটুইটস এর নিয়মিত পাঠক ও লেখক। আজ অনেক দিন হয়ে গেল টেকটুইটস প্রকাশ হওয়ার পর কোন রিভিউ লেখিনি টেকটুইটস সম্পর্কে। আজ লিখছি। আপনাদের জেনে ভালো লাগবে যে টেকটুইটস একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ। গত ত্রিশে জানুয়ারি টেকটুইটস প্রথম একটি প্রযুক্তির ব্লগ হিসেবে আত্ম প্রকাশ করে। এর মধ্যে টেকটুইটস অনেক দূর এগিয়ে গিয়েছে। যার জন্য টেকটুইটস আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।

টেকটুইটস কেন?

বাংলা ভাষায় অনেক গুলো ব্লগ রয়েছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটি হচ্ছে কমিউনিটি ব্লগ। আর প্রযুক্তি বিষয়ক কমিউনিটি ব্লগ নেই বললেই চলে। নিজের মাতৃ ভাষায় প্রযুক্তি কে জানা ও নিজের জ্ঞান সবাইকে জানানোর জন্যই টেকটুইটস।

টেকটুইটস কার বা কাদের?

ব্যক্তিগত ব্লগের মালিক থাকে। কিন্তু কমিউনি ব্লগের কোন মালিক থাকে না, প্রতিষ্ঠাতা থাকে। টেকটুইটস একটি কম্পিউনিটি ব্লগ, এর মালিক আপনি, আমি, আমরা সবাই। যারা লেখে এবং যারা পড়ে সবারই টেকটুইটস প্রতি অধিকার রয়েছে।

কি আছে টেকটুইটস এ?

একটি খালি পাত্রে কিছুই থাকে না, টেকটুইটস একটি খালি পাত্রে মত। একে পূর্ন করার দায়িত্ত্ব সবার। আজকে আমি একটা বিষয় লেখে গেলে আমার পরবর্তী প্রজন্ম সহজেই সে বিষয়ে জানতে পারবে। সে কথা চিন্তা করে আমাদের সময় হলে কিছু লেখা উচিত। অনেকেই ইতিমধ্যে অনেকেই অনেক সুন্দর বিষয় শেয়ার করছেন টেকটুইটস এ। তার মধ্যে উল্ল্যেখ যোগ্য বিষয় হচ্ছেঃ

  • আমার লিনাক্স
  • ওয়েব প্রোগ্রামিং
  • প্রোগ্রামিং
  • ফ্রীল্যান্সিং
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • টিউটোরিয়াল
  • টিপস এবং ট্রিক্স
  • মহাবিশ্ব
  • সাইন্স ফিকশন সহ আরো অনেক কিছু।

বিভিন্ন বিষয়ের উপর পড়ে যেমন আপনি জানতে ও নিজের জ্ঞান সবাইকে জানাতে পারবেন তেমনি প্রযুক্তি বিষয়ক কোন সমস্যা হলে সমাধান ও চাইতে পারবেন। তার জন্য রয়েছে সাহায্য বিভাগ।

টেকটুইটস এর আউটলুক

টেকটুইটস এ আপনাদের সবার আমন্ত্রন। টেকটুইট আপনাদের ভালো লাগবে আশা করি। টেকটুইটস এর ঠিকানাঃ http://techtweets.com.bd/

আর যারা ইংরেজীতে প্রযুক্তি বিষয়ক ব্লগ লিখেন ও পড়েন তাদের জন্য রয়েছে টেকটুইটস এর ইংরেজী ভার্শন।

রিভিউ কিভাবে লিখতে হয় জানিনা, এটুকু জানি যে রোবটের মত কিছু লিখে দিলেই হয় না। ভুল হলে ক্ষমা করে দিবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

:mrgreen: টেকটুইটস আর টেকটিউনস এগিয়ে যাক দুর্দান্ত গতিতে…

    হ্যাঁ, একটা রকেট লান্সার স্থাপন করে ঐ খান থেকে দুইটাকে আবার লান্স করলেই রকেট গতিতে এগিয়ে যাবে 😛

    হুম, সেইটাই ভাবতেসি… দেখি আমার গিটারে জ্বালানী ভরে রকেট বানানোর ব্যবস্থা করা যায় নাকি? 😉

Level 0

টেকটিউন ছাড়া আর কোন সাইট ভিজিট করতে ভাল লাগেনা । টেকটুইটসে গিয়েছিলাম সাইটটি পছন্দ হয়নি তাই আর ভিজিট করিনা

    পছন্দ না হলে কি বলব আর। এক বার ভিজিট করার জন্য ধন্যবাদ।

    Level 0

    টেকটিউনস এর তুলনায় টেকটুইটস একটা বাবু। 😛 তাই হয়তো ভালো লাগেনি। তবে আশা করি টেকটুইটস বড় হয়ে উঠবে। 😀

    champ ভাই টেকটুইটস কেন পছন্দ হয় নাই সেটা যদি জানাতেন তবে হতো এডমিন রা সেই প্রবলেম দূর করার চেষ্টা করতেন।

    জানেন জাকির ভাই যে যেটা খায় না তারে সেটা খেতে দিলে তার কাছে সেটা গন্ধই লাগে। আর Rubel Oron ভাই আমি আপনার শেষের কথার সাথে একমত তবে প্রথম টা নয়।

    Level 0

    😛 😛

জাকির ভাই আমি আছি আপনার সাথে কয়েকটা টুইটস ও করেছি ইতিমধ্যে …. কিন্তু আপনার ব্লগের একটা সমস্যা হচ্ছে পোস্টের ইমেজ গুলু ছোট হয়ে যাই ।

টেক টিউনের মত এত বড় দেখা যাইনা । আশা করি এই সমস্যার সমাধান হবে । ধন্যবাদ

    প্রথম প্রথম একটু সমস্যা হবে। তবে আমরা ফিক্স করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে।

    টুইটে ইমেজ আপলোড করার সময় ফুল বা large সাইজ সিলেক্ট করলে তো ঠিক মত আসার কথা। যাই হোক জানানোর জন্য ধন্যবাদ।

টেকটুইটস আর টেকটিউনস এগিয়ে যাক দুর্দান্ত গতিতে…

    এহেম… দিহান ভাইকে আমার কমেন্ট মারার অপরাধে আগামীকাল ফাটাফাটি টিউন ফ্রিতে দিতে হবে… 🙂

    জ্বি ভাই, ধন্যবাদ আপনাকে।

    সহমত ডিজে আরিফ ভাইয়ের সাথে 😉

    Level 0

    বেছে থাক টেকটুইটস।

ENGLISH version টার জন্যে ভাল লাগছে

    আরে!!! ভিজিট করার জন্য এক টেরা ধন্যবাদ। সময় ফেলে মাঝে মাঝে আমাদের কিছু উপহার দিবেন। 🙂

জাকির ভাই টেকটুইটস আমার পছন্দের তালিকার একটা সাইট।
আমি নিয়মিত ই টেকটুইটস ভিসিট করি।
আমার সামনে অনার্স ৩য় বর্ষ ফাইনাল পড়ীক্ষা তাই টুইট করতে চেয়েও করতে পারছিনা।
দেখি আজ সাইন আপ করবো। ইনশাআল্লাহ এক্সাম টা শেষ হলেই টুইট করা শুরু করবো (…নিয়ে)।
আশা করি আপনাদের সাপোর্ট পাবো। আপনার রিভিউ টা ভালো হয়েছে। তবে দুষ্ট লোকের অভাব নেই তাই ভয়।
যাক ধন্যবাদ আপনাকে।

    ধন্যবাদ ভাই। তবে একদম শেষের কথাটা ঠিক বলেছেন।

Level 0

Taher ভাই টেকটুইটসকে আমি খারাপ বলছিনা আমার ভাল না লাগার কারন হচ্ছে আমি অনেক টুইট দেখেছি যা টেকটিউনেও আছে ।

    টেকটিউন্সের অনেক ব্লগারই টেকটুইটস এ লিখে। তাই হয়তো কিছু টুইট একই থাকতে পারে।

    জাকির ভাইয়ের সাথে সহমত।

Level 0

সবই ঠিক আছে তবে কামেন্টের জন্য ভাল একটি প্লাগইন সেট করলে আরো ভাল হবে টিটির মত। আর ফন্ট কি বোল্ড করা যায় না…? 😀

Level 0

দুঃখিত জাকির ভাই আমি বিষয়টি জানতাম না । টেকটুইটস সম্পর্ক খারাপ মন্তব্যের জন্য ক্ষমা করে দিবেন ।

    আরে, এখানে ক্ষমা চাওয়ার মত কিছু হয়েছে নাকি যে ক্ষমা চেতে হবে?

    Champ ভাইকে এখন টেকটুইটসে নিয়মিত ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে । মনে হয় ভাল লেগেছে । যা হোক , টেকটুইটসে আপনাকে স্বাগতম

আস্তে আস্তে বাংলার প্রযুক্তির ব্লগগুলো আরো সমৃদ্ধ হয়ে উঠবে তাই আশা করি। আস্তে আস্তে নতুন আরো ব্লগ হোক এটাই কামনা।

    ধন্যবাদ আপনাকে, এখন আর আপনাকে আগের মত দেখা যায় না। কোন সমস্যা হয়েছে?

টেকটুইটস আমার ভালো লাগে সাথে আছি থাকবো ………..ধন্যবাদ জাকির ভাই

    আপনাকে ও ধন্যবাদ রাসেল ভাই।

<code>আস্তে আস্তে বাংলার প্রযুক্তির ব্লগগুলো আরো সমৃদ্ধ হয়ে উঠবে তাই আশা করি। আস্তে আস্তে নতুন আরো ব্লগ হোক এটাই কামনা।</code>
আসলে বেশির ভাগ সময় মোবাইল থেকে টেকটিউন্সে থাকি তো ! তাই কমেন্ট করা হয় না। তাছাড়া এই সেমিস্টারে আমার ২৬ ক্রেডিট। জান কয়লা হওয়ার অবস্থা।

    16 ক্রেডিটের বেশি তো কাউকে দেওয়া হয় না। আর আপনি ২৬ ক্রেডিট!!!!!

হুম! ভাই আমি প্রায় ভিজিট করি। তবে আমার মনে হয় টেকটুইটস এ একটা প্রিমিয়াম থিম ব্যবহার করা উচিত। আর সিঙ্গেল পাতা কে ফুল পাতা করে দেয়ার প্রয়োজন বেশি করে মনে করছি।

অফ টপিকঃ
আমিও একটা বাংলা প্রযুক্তির ব্লগ বানানোর চেষ্টা করছি অনেক এগিয়ে গিয়েছি দেখা যাক কি হয়। Link: http://bdrong.com/

@ মাসপি এখন লিনাক্স-মিন্টে ,আপনাকে জানাচ্ছি যে টেকটিউনসে এবং টেকটুইটসে মোবাইল থেকে কমেন্ট লেখা যায় ।(যেমন আমি লিখছি) এমনকি টেকটুইটসে মোবাইল থেকে পোষ্ট লিখে জমা দিতে এবং প্রকাশ করতে পারবেন । (আমি করেছি)