জানা অজানা কিছু তথ্য – পর্ব : ০১

    1. বিশ্বখ্যাত ফাইল হোস্টিং ওয়েবসাইট রেপিডশেয়ারের ফাইলের সর্বমোট আকার প্রায় ১ কোটি গিগাবাইট, এবং এটি একই সাথে ৩০ লক্ষ গ্রাহককে সেবা দিতে সক্ষম।
    2. প্রায় ৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বাজেটের চলচ্চিত্র!!!
    3. পন্ডিচেরী হাঙ্গর সর্বশেষ দেখা গিয়েছিলো ১৯৭৯ সালে।
    4. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে উদ্দেশ্যে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ও অন্যান্য অনুসঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার।
    5. বেঞ্জামিন রবিন্স কার্টিস ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নিযুক্ত আইন বিষয়ে ডিগ্রিধারী প্রথম বিচারপতি।
    6. বর্তমান বিশ্বে এখনো প্রায় ২ কোটি ৭০ লক্ষ মানুষ দাসত্বের বেড়াজালে বন্দী।
    7. রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্রকাশিত হা-ইয়োম হিব্রু ভাষার প্রথম দৈনিক পত্রিকা।
    8. জার্মান গণিতবিদ কার্ল ফ্রিড‌রিশ গাউস ১৭৯৮ সালে মাত্র ২১ বছর বয়সে তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ ডিসকিশিয়নেস অ্যারিথমেটিকা রচনা করেন।
    9. ২০০৯ সালে সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারপ্রাপ্ত পেনেলোপে ক্রুজ, অস্কারজয়ী প্রথম স্পেনীয় নারী !
    10. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মান আগ্নেয়াস্ত্র নির্মাতা ওয়ালথার নোয়েনগামে বন্দী শিবিরের আটককৃতদের তাদের নিজস্ব কারখানায় দাস শ্রমিক হিসেবে ব্যবহার করেছিলো।
    11. ২০০৯ সালের জুন পর্যন্ত চালিত উইন্ডোজ ও লিনাক্সের মধ্যে এক তুলনামূলক হিসাবে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দ্রুত সুপার কম্পিউটারগুলোর ৮৮.৬% লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।
    12. সুইজারল্যান্ডীয় গণিতবিদ লিওনার্ট অয়লার ১৭৬৬ সালে পুরোপুরি অন্ধ হয়ে যাবার পরও ১৭৭৫ সালে প্রায় প্রতি সপ্তাহে একটি করে গাণিতিক গবেষণা প্রবন্ধ রচনা করতেন।
    13. পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান-এর নায়ক জ্যাক স্প্যারোর জন্ম হয়েছিলো ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় আক্রান্ত এক জলদস্যু জাহাজে?
    14. ব্যক্তিগত ভাবাবেগ প্রকাশের জন্য টি-শার্টের ব্যাপক ব্যবহার শুরু হয় ১৯৮০’র দশক থেকে।
    15. আলবেনিয়া থেকে প্রকাশিত ম্যাগাজিন দ্রিতা আলবেনীয় ভাষায় প্রকাশিত সর্বপ্রথম ম্যাগাজিন।
    16. যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে অবস্থিত মাউন্ট রাশমোর পর্বতের গ্র্যানাইট পাথরের ক্ষয়প্রাপ্তির হার প্রতি ১০,০০০ বছরে মাত্র ১ ইঞ্চি।
    17. ২০০৭ সালের ফোর্বস ম্যাগাজিনের জরিপ অনুসারে ব্রাজিলীয় সুপারমডেল জিযেলি বিন্ডচিন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত মডেল।
    18. মাত্র ৭ বছর বয়সে, সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে ডাকোটা ফ্যানিং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন?
    19. প্রাচীনকালে জাপানে কনডম তৈরি হতো কচ্ছপের খোলস বা জন্তুর শিং দিয়ে !!!
    20. ১৭৫৬ সালে সিরাজদ্দৌলা কলকাতা আক্রমণের সময় কলকাতার বাঙালি-অধ্যুষিত সুতানুটি অঞ্চলের কোনো ক্ষতিসাধন করেননি।
    21. ২০০৯ সালে প্রায় ৫৬০ কোটি ডলার আয়করা ভিক্টোরিয়া’স সিক্রেট উত্তর আমেরিকার সর্ববৃহৎ ল্যানজারি নির্মাতা প্রতিষ্ঠান।
    22. প্রাচীন মহাকাব্য, মূর্তিতত্ত্ব, মন্দির, উৎসব ইত্যাদির তথ্যপ্রমাণ থেকে জানা যায় এক হাজার বছরেরও বেশি সময় ধরে নৃসিংহের পূজা প্রচলিত রয়েছে।
    23. জেনারেল অ্যান ই. ডানউডি মার্কিন সামরিক বাহিনীর চার তারকা পদমর্যাদা বিশিষ্ট প্রথম নারী সামরিক কর্মকর্তা।
    24. প্রায় ৭২,০০০ বছর আগে মানব সমাজে নগ্নতা নিবারণের জন্য পোষাকের ব্যবহার শুরু হয়।
    25. এয়ার ফোর্স ওয়ান বিশ্বের অন্যতম বিখ্যাত এবং সবচেয়ে বেশি ছবিধারণকৃত বিমান।
    26. প্রায় দুই বছর লুকিয়ে থাকার পর ১৯৪৪ সালের ৪ আগস্ট অ্যানা ফ্র্যাংক তাঁর পরিবারসহ জার্মান নিরাপত্তারক্ষীদের কাছে ধরা পড়েন, যদিও কে তাঁদের লুকানো বাসগৃহের কথা ফাঁস করেছিলো তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
    27. বিলুপ্ত আর্জেন্টাভিস ম্যাগনিফিসেন্স এখন পর্যন্ত আবিস্কৃত সর্ববৃহৎ উড়নক্ষম পাখি।
    28. প্রাণীদের সংঘাতময় পরিবেশে ঠেলে দেবার অভিযোগে পেটা স্টিভ আরউইনের মতো প্রখ্যাত বণ্যপ্রাণী সংরক্ষণকারীদেরও সমালোচনা করে আসছে।
    29. বিশ্বখ্যাত কোমল পানীয় কোকা-কোলার প্রথম বিক্রিটি হয় ৮ মে, ১৮৮৬ সালে, জর্জিয়ার জ্যাকব’স ফার্মাসিতে!!!
    30. গড়ে পৃথিবীতে ৩,০০০ প্রজাতির সাপ পাওয়া যায়, যেখানে মাত্র ১৫% সাপের দংশন মানুষের জন্য বিপজ্জনক।
    31. কলকাতার কুমারটুলি অঞ্চলে নির্মিত দুর্গাপ্রতিমা প্রতি বছর বিশ্বের প্রায় ৯৩টি রাষ্ট্রে সরবরাহ করা হয়।
    32. ১৮৬৭ সালে স্বাক্ষরিত আলাস্কা ক্রয় চুক্তির মাধ্যমে তৎকালীন রুশ সাম্রাজ্য মাত্র ৭২ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়।
    33. ১৮৩৫ সালে অভিনীত প্রথম বাংলা নাট্যপ্রযোজনা বিদ্যাসুন্দর, নবীনচন্দ্র বসু কর্তৃক কলকাতার শ্যামবাজার অঞ্চলের একটি ঘরোয়া নাট্যশালায় মঞ্চায়িত হয়েছিল।
    34. আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল ইবন মুবারক আকবরেরই পুত্র শাহজাদা সেলিমের ষড়যন্ত্রে নিহত হয়েছিলেন?
    35. মধ্যযুগের ইউরোপীয় কামান সদৃশ বন্দুক একটি কার্টুওয়েকে টেনে নিয়ে যেতে ২০টি ঘোড়ার প্রয়োজন হতো।
    36. মানুষের লৈঙ্গিক পার্থক্য বিষয়ক গবেষণায় দেখা গেছে যে, প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ যথাক্রমে প্রায় ৫২ ও ৪৬ লক্ষ।
    37. মহাভারতের বনপর্বে ‘রামোপাখ্যান’ নামে যে অধ্যায়টি সংযোজিত হয়েছে, তা আসলে রামায়ণের একটি সারাংশ।
    38. আয়ারল্যান্ডীয় কবি উইলিয়াম বাটলার ইয়েটস সেই গুটিকয়েক সাহিত্যিকদের একজন, যাঁদের সর্বোৎকৃষ্ট কাজগুলো সৃষ্টি হয়েছে নোবেল পুরস্কার জয়ের পর।
    39. ভেসপুলা ফ্লাভিসেপস নামক বোলতার শুককীট জাপানে একটি অন্যতম জনপ্রিয় সুস্বাদু খাবার হিসেবে স্বীকৃত?
    40. জার্মানিতে প্রায় ৯১% নব দম্পতি বিয়ের পর মধুচন্দ্রিমা উপলক্ষে ভ্রমণে বের হন।
    41. প্লেবয় বানির পোষাক হচ্ছে যুক্তরাষ্ট্রে পেটেন্টভুক্ত করা প্রথম সার্ভিস ইউনিফর্ম।
    42. ১৫৫৯ সালে সংঘটিত এক প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মহেশখালী দ্বীপের সৃষ্টি?
    43. গ্রিসের জাকিনথোস মেরিন পার্ক হচ্ছে ভূমধ্যসাগরের সামুদ্রিক কচ্ছপ রক্ষায় নির্মিত প্রথম জাতীয় সংরক্ষণকেন্দ্র।
    44. জার শাসনামলে রাশিয়ার সরকারি রাজস্বের প্রায় ৪০% আসতো শুধু ভদকা সংশ্লিষ্ট বাণিজ্য থেকে?
    45. ১৯৯৮ সালে সমাজবাদী পার্টির এক সাংসদ সংসদে ‘মহিলা সংরক্ষণ বিল’-এর বিরোধিতা করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জামার কলার ধরে লোকসভার ওয়েলের বাইরে বের করে দেন?
    46. গবেষণায় দেখা গেছে ডলফিন ও হাতিরাও তাদের নিজেদের আলাদাভাবে পরিচয় দিতে সাংকেতিক নাম ব্যবহার করে।
    47. ব্রাজিলে কার্নিভাল উদযাপনের সময় বিয়ার ও পর্যটকের সংখ্যা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ৮০% ও ৭০% বৃদ্ধি পায়?
    48. ভারত সরকার প্রথম দিকে মায়ানমারের গণতন্ত্রপন্থীদের সমর্থন করলেও পুবে তাকাও নীতি গ্রহণের পর সেদেশের সামরিক সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে?
    49. বর্তমানে বায়েজিদ বোস্তামীর মাজার প্রাঙ্গন ব্যতীত বিশ্বের আর কোথাও বিলুপ্তপ্রায় বোস্তামীর কাছিমের দেখা মিলে না।
    50. যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর তৈরি বি-২ স্পিরিট-ই একমাত্র যুদ্ধবিমান, যা স্টেল্‌থ অবস্থানে, দূর আকাশ থেকে ভূমিতে নির্দিষ্ট লক্ষমাত্রায় বোমা ছুড়তে সক্ষম।
    51. যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে অবস্থিত লেক সুপিরিয়র বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ।
    52. ডেট্রয়েট-ভিত্তিক মোটরগাড়ি নির্মাণ শিল্প মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এমনকি সমগ্র বিশ্বে সর্ববৃহৎ।
    53. ২০০৯ সালের আউটলুক পত্রিকার একটি সমীক্ষা অনুসারে, জ্যোতি বসুর ‘মস্তিস্কপ্রসূত’ কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয় ভারতের দ্বিতীয় শ্রেষ্ঠ আইন শিক্ষাপ্রতিষ্ঠান?
    54. প্রাচীন রোমান নারীদের মাঝেও বিকিনি পরিহিত অবস্থায় খেলাধূলা করার প্রমাণ পাওয়া যায়, যা ছিলো অনেকটা হ্যান্ডবলের সাথে সাদৃশ্যপূর্ণ।
    55. চেন্নাইয়ের দৈনিক পত্রিকা দ্য হিন্দু ভারতে সর্বপ্রথম সংবাদপত্রের অনলাইন সংস্করণ চালু করে।
    56. ইউরোপের সর্ববৃহৎ পলিয়েস্টার উৎপাদন কারখানা ‘আদভানসা’ তুরস্কের দক্ষিণ-মধ্যাঞ্চলের শহর আদানায় অবস্থিত।
    57. ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করা টেইলর সুইফট -ই এখন পর্যন্ত এ পুরস্কারের সবচেয়ে কমবয়সী বিজেতা।
    58. ইংরেজি শ্যাম্পু শব্দটির উৎপত্তি হয়েছিলো হিন্দি শব্দ চাম্পু থেকে।
    59. ভালোবাসা দিবস উপলক্ষে শুধুমাত্র যুক্তরাজ্যেই প্রতিবছর প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড এবং ১০০ কোটি পাউন্ডের উপহার সামগ্রী বিনিময় হয়।
    60. ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বার্বাডোস দ্বীপে প্রাপ্ত বার্বাডোস থ্রেডসাপ বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম সাপ!!!
    61. সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডিপে পানির চাপ, ভূ-পৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় প্রায় ১,০৯৯ গুণ বেশি।
    62. ইংরেজি শব্দ ওয়াইন ও অন্যান্য ভাষায় এর সমার্থক শব্দগুলোর বাণিজ্যিক ব্যবহার অনেক দেশে আইন দ্বারা সুরক্ষিত।
    63. ১৯৫৯ সালে বেন-হার সর্বপ্রথম চলচ্চিত্র হিসেবে রেকর্ড পরিমাণ ১১টি অস্কার লাভ করে।
    64. আফ্রিকার সোয়াজিল্যান্ডে অবস্থিত নেগোওয়েনিয়া খনিতে এখন থেকে ৪১,০০০ থেকে ৪৩,০০০ বছর পূর্বেও আকরিক উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে।
    65. এসআর-৭১ ব্ল্যাকবার্ড ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত মনুষ্যবাহী ও আকাশে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের প্রয়োজন হয় না এমন বিমানগুলোর মাঝে সবচেয়ে দ্রুতগামী।
    66. আটলান্টিক মহাসাগরের ৮,৩৭০ মিটার গভীরে প্রাপ্ত অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি এখন পর্যন্ত সবচেয়ে গভীর জলের মাছ।
    67. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজনের উৎপত্তি হয়েছে পেরুতে অবস্থিত আন্দিজ পর্বতমালার নেভাদো মিসমি পর্বতশৃঙ্গ থেকে।
    68. বাংলাদেশী নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমদ ১৯৯৩ সালে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানজনক “লিঁজিও দো অনার” পুরস্কার লাভ করেন।
    69. গঙ্গার মতো ভারতের যমুনা নদীও হিন্দুদের কাছে একটি পবিত্র নদী।
    70. ৫২৫ পুত্র ও ৩৪২ কন্যা সন্তানের পিতা মরক্কোর সাবেক সুলতান ইসমাইল ইবনে শরীফ এখন পর্যন্ত বিশ্বের সর্বাধিক সংখ্যক সন্তানের পিতা।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল টিউন, Thanks

very nice…….

ভালো Tune…
~ !

অনেক জ্ঞান অর্জন করলাম 😉

Level 0

wow অনেক কিসু জানলাম (70 নং )টা বিসেস ভাবে
ভালো Tune>>>>

বিশাল লিষ্ট নাবিল ভাই ….. সময় নিয়ে পড়লাম ….. জানলাম ….. অশেষ ধন্যবাদ

Level 0

জানার কোন শেষ নাই।
জানার চেষ্টা বৃথা তাই।।
হা হা হা

৫২৫ পুত্র ও ৩৪২ কন্যা সন্তানের পিতা মরক্কোর সাবেক সুলতান ইসমাইল ইবনে শরীফ এখন পর্যন্ত বিশ্বের সর্বাধিক সংখ্যক সন্তানের পিতা।

!!!!!!!!!!!!!!!!!!!
কেম্নে কি?

    এইটা ভুয়া

    Level 0

    ভুয়া না হয়ে তার বহুত বিবি ভি রে সাকতে

নাবিল ভাইয়ের সব টিউনই অসাধারণ হয় 🙂 আবারো ধন্যবাদ।

অনেক কিছু জানলাম আপনাকে ধন্যবাদ।

দারুন জিনিস নাবিল ভাই, অনেক ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদ

৫২৫ পুত্র ও ৩৪২ কন্যা সন্তানের পিতা মরক্কোর সাবেক সুলতান ইসমাইল ইবনে শরীফ এখন পর্যন্ত বিশ্বের সর্বাধিক সংখ্যক সন্তানের পিতা।

হাহ আমি শেষ……… আমাকে বাচান????? ভাই এটা কত সালের ঘটনা বলতে পারেন

Level 0

তথ্য গুলো মনে হয় উইকিপিডিয়ার বাঙলা ভার্সন থেকে নেয়া।

ভাই হু……… অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ। [email protected]

Level 0

jotilllll tuneeeeeeeeeeeee…………..

" প্রাচীনকালে জাপানে কনডম তৈরি হতো কচ্ছপের খোলস বা জন্তুর শিং দিয়ে !!! "
awesome!!!