বাংলাদেশ বনাম পাকিস্তান ক্রিকেট সিরিজ ২০১৫ -এর সময়সূচি চূড়ান্ত। এখনই নিয়ে রাখুন ফিকচারটি পিডিএফ অথবা ইমেজ আকারে। [মাত্র ৭৭০ কেবি]

এইচএসসি পরীক্ষা চলছে। অনলাইনের নেশায় পড়া এই আমি আসতে পারছিনা টিটিতে। আসতে পারছিনা বললে ভুল হবে। পড়ি, শুধু লিখি না। কারণ পরীক্ষার পড়া পড়তে আর লিখতেই কাহিল অবস্থা। তবুও মোবাইল থেকে অ্যাক্টিভ থাকার চেস্টা করি টিটিতে। পরীক্ষার কারণে আপাতত কোন টিউটোরিয়াল কিংবা টিপস ট্রিকস জাতীয় টিউন করতে পারছিনা। হঠাত আজ একটু সময় পেলাম। তাই বসে গেলাম।

প্রাণের প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিম অসাধারন এক বিশ্বকাপ যাত্রা শেষ করে দেশে ফিরেছে। আর ফিরতে না ফিরতেই আবারো এই মাসে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট টিম। ক্রিকেট প্রেমী মানুষদের জন্য জানা খবর। সম্প্রতি এই সিরিজের সময়সূচিও চূড়ান্ত হয়ে গেছে। তাই ভাবলাম সেটিই শেয়ার করে ফেলি। সময় না পেলে যা করার আর কি!

১৭ এপ্রিল থেকে শুরু করে ৬ই মে পর্যন্ত চলবে বাংলাদেশ বনাম পাকিস্তানের এই ক্রিকেট সিরিজটি। ১৭ এপ্রিল একটি ওয়ানডে ম্যাচের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। বাংলাদেশের সাথে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান।

আমার তৈরি বাংলাদেশ বনাম পাকিস্তানের এই ক্রিকেট সিরিজটির পূর্ণাঙ্গ ফিকচারটি ডাউনলোড করে কালেকশনে রেখে দিন এখনই। মাত্র ৭৭০ কেবির পিডিএফ ফাইল! অথবা ডাউনলোড করে নিতে পারেন ইমেজ আকারেও।

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস