ই-কমার্স সাইট এর প্রতারনা এইভাবেই কি শেষ হয়ে যাবে বাংলাদেশের ই-কমার্স সাইটগুলো।

সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি ও ভালো আছি। টিউনটি করার পূর্বেই বলছি যে,  আমি টেকটিউনস এর নতুন টিউনার তাই যদি টিউনস এ কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাপ করবেন। কারণ ভুলের মাধ্যমেই মানুষ শেখে। যাইহোক এইসব কথা বাদ দিয়। এখন কথা হচ্ছে।

 

বিশ্বের সব দেশ প্রযুক্তির গতিতে দৌড়াচ্ছে। বাংলাদেশ  ও পিছনে নেই। বিশ্বের বিভিন্ন দেশে এখন ই-কমার্স সাইট অধিক জনপ্রিয়তা লাভ করেছে। যেমন এখন মানুষ আর দোকানে যেয়ে জমা কাপড় কিনছে না। বসায় বসে ইন্টারনেট ব্রাউজ করে বিভিন্ন পন্য অর্ডার দিচ্ছে।

 

ইদানীং বাংলাদেশে বিভিন্ন আনলাইন প্রতিষ্ঠান যেমন এখনই ডট কম, আজকের ডিল ডট কম সজ বিভিন্ন সাইট আনলাইন এ তাদের পন্য বিক্রি করছে।

 

কিন্তু এটা কথা না বলে পারলাম না আমাদের দেশে কোনো কাজ ফেস ভাবে করতে পারে না। কিছু দিন আগে আমি আনলাইন এ এটা জমা অর্ডার দিলাম। জামা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিলো।

বর্ননা সব ঠিক থাক লিখা ছিলো। যাইহোক আমি পন্যটা আমি অর্ডার দিলাম। তারপর দিন পন্যটা যখন আমি হাতে পেলাম দেখলাম। কাপড় একেবারে বাজে। আর যেমন দেখাচ্ছিলো। তেমন না।

 

আলস কথা হলো পন্যটা বিক্রি করার জন্য এই ধরনের কাজ করে। এভাবে যদি আমরা আমাদের দেশের ই-কমার্স সাইটগুলো আগে বাড়াই তাহলে একদিন আমাদের দেশের মানুষ এর ই-কমার্স থেকে বিশ্বাস উঠে যাবে। যদি আপনাদের ই-কমার্স সাইটগুলো আগে বাড়াতে হয় তাহলে সততার পরিচয় দিন তাহলে একদিন আমাদের দেশের ই-কমার্স সাইটগুলো বিশ্বের মধ্যে এক অনন্য জায়গায় থাকবে।

 

যাইহোক আপনাদের সবাইকে এটুকই জানাচ্ছি যে আমরা এর প্রতিবাদ করি। না হলে একদিন আমাদের ই-কমার্স একদিন বুঝির মধ্যে থাকবে।

Level 0

আমি শাহিদ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নেই, খুব সাধারন একটি ছেলে। লিখাপড়া করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকেই টেকনোলোজির প্রতি ভীষণ আগ্রহ ছিল। তাই শেষপর্যন্ত টেককেই বেছে নিয়েছি পথ চলার সঙ্গী হিসেবে। ভালবাসি কম্পিউটার সংক্রান্ত নতুন কিছু শিখতে। আমার মতে, আমার শেখা তখনই স্বার্থক হবে যখন সেটা আমি আরেকজনের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস