বিশ্বের শীর্ষ দশ দ্রুত গতির সুপার কম্পিউটার

সুপার কম্পিউটার কী জিনিস তা নতুন করে পরিচয় করিয়ে দেয়ার জন্য বলার কিছু নেই।তবে পৃথিবীর এই দ্রুত গতির ও দামি কম্পিউটারগুলোর মধ্য শীর্ষ ১০ এর কারা আছে আপনি কি তা জানেন?কোথায় তাদের অবস্থান,কি কাজ এগুলোর বা কারা তৈরী করেছে এগুলো?

এইসব তথ্য গুলো দেয়ার জন্যই আমার আজকের এই টিউন।আজ আমি আপনাদের পৃথিবির শীর্ষ ১০ এ অবস্থান নেয়া সবচেয়ে দ্রুত গতির কম্পিউটারের নাম,তাদের অবস্থান ও কাজ সম্পর্কে জানাব।

Rank#10


sdsc_2.jpg

  • নামঃ Dawning 500A
  • আবস্থান: Shanghai,China.
  • প্রস্তুতকারক: Dawning
  • ব্যবহারঃ শীর্ষ ১০ এর মধ্য চীন তাদের অবস্থান করে নিয়েছে Dawning 500A এর মাধ্যমে।এটি চীনের সাংঘাই সুপার কম্পিঊটার সেন্টারে অবস্থিত।এর দ্বারা চীনের আবহাওয়া পর্যবেক্ষন ও গবেষনা,তেল নিস্কাশন,জৈব চিকিতসা,জীন প্রোকৌশল,বিমান নিয়ন্ত্রন ও বিমান বিঞ্জান এর কাজ করে থাকে।

Ranking#9

redstormjpeg.jpg

  • নামঃ Red Storm
  • আবস্থান: Sandia National Laboratories,Albuquerque,New Mexico
  • প্রস্তুতকারক: Cray
  • ব্যবহারঃ Cray তাদের অবস্থান শুধু  Red Storm না,আরও চারটি সুপার কম্পিউটার এর মাধ্যমে নিয়েছে।Red Storm এদের মধ্য একটি।এটি U.S. Navy কে সাহায্য করে আসছে।সম্প্রতি Red Storm দ্বারা এ বছর একটি স্যাটেলাইট মিসাইল নিক্ষেপ্ন করেছিল যা সফল হয়নি।এটি U.S. Navy-এর নিউক্লিয়ার অস্ত্র তৈরিতে সাহায্য করছে।

Ranking#8

franklin-cray-xt4.jpg

  • নামঃ Jaguar-Cray XT4
  • আবস্থান: Oak Ridge National Labortory,Tennessee
  • প্রস্তুতকারক: Cray
  • ব্যবহারঃ Oak Ridge একটি শক্তি ব্যবস্থা নিয়ন্ত্রন ডিপার্টমেন্ট।তা এর কাজের জন্য এবং সমস্যা সমাধানের জন্য একটি বৃহত শক্তিশালী কম্পিউটার প্রোয়জন হয়।আর তাই এটি ব্যবহার করা হয়।

Ranking#7

franklin-cray-xt42.gif

  • নামঃ Franklin-Cray XT4
  • আবস্থান: Lawrence Berkeley National Laboratory,Calif.
  • প্রস্তুতকারক:Cray
  • ব্যবহারঃ এটি বেনজামিন ফ্রাংকিং এর নাম অনুসারে করা হয়েছে।এর মাধ্যমে সিমুলেশন সহ নানা কাজ করা হয়।

Ranking#6

ranger_sunblade.jpg

  • নামঃRanger SunBlade
  • আবস্থান: Texas Advanced Computing Center
  • প্রস্তুতকারক: Sun
  • ব্যবহারঃ এর মাধ্যমে গবেষনা কাজ করা হয়।সোলার পাওয়ার ও হাইড্রজেন ফুয়েল নিয়ে গবেষনার কাজ করে এটি।

Ranking#5

blue-geneby-p.jpg

  • নামঃ Blue Gene/P
  • আবস্থান: Argonne,National Laboratory,Illinois
  • প্রস্তুতকারক: IBM
  • ব্যবহারঃIBM এর এই সিস্টেম ব্যবহার করছে  DOE's Argonne lab।এই সিস্টেম সম্পর্কে একটি কথা আছে।তা হল-“If all six billion people on Earth were participating in a science computation, each person would need to do 70,000 additions or multiplications per second to keep up with the Blue Gene/P”

Ranking#4

blue-gene-l.jpg

  • নামঃBlue Gene/L
  • আবস্থান: Lawrence Livermore National Laboratory,Livermore,Calif.
  • প্রস্তুতকারক: IBM
  • ব্যবহারঃ এটি Blue Gene/P এর চেয়ে পুরনো কিন্তু এটি Blue Gene/P এর চেয়ে এগিয়ে আছে।যদিও Blue Gene/P ও Blue Gene/L বিপুল পরিমান শক্তি দিয়ে থাকে।

Ranking#3

pleiades.jpg

  • নামঃ Pleiades
  • আবস্থান: NASA Ames Research Center,Mountain View,Calif.
  • প্রস্তুতকারক: SGI
  • ব্যবহারঃ এটি একটি তারার নামে নামকরন করা হয়েছে। Pleiades  এ ব্যবহার করা হয়েছে ১২,৮০০ Intel Xeon quad-core প্রসেসর।আবহাওয়া পরিবর্ত্ন,ভবিষ্যত মহাকাশ যান ডিজাইন,মডেল ডেভেলপমেন্ট সহ মহাকাশের নানা গবেষনা কাজে এটি ব্যবহার হয়।

Ranking#2

jagura-cray-xt5.jpg

  • নামঃJagura-Cray XT5
  • আবস্থান: Oak Ridge National Laboratory
  • প্রস্তুতকারক: Cray
  • ব্যবহারঃএটি Oak Ridge’s Jagura সুপার কম্পিউটার সিস্টেমের গুরুত্বপুর্ন অংশ।এটি প্রতি সেকেন্ডে প্রায় one quadrillion কাজ করতে পারে।

Ranking#1

roadrunner.jpg

  • নামঃRoadrunner
  • আবস্থান: Los alamos,National Labortory,New Mexico.
  • প্রস্তুতকারক: IBM
  • ব্যবহারঃএটা পৃথিবির সবচেয়ে দ্রুত গতির কম্পিউটার।এটি ক্রে সিস্টেম এর Oak Ridge   কে চ্যালেঞ্জ করে প্রস্তুত করা হয়েছে।নিউক্লিয়ার অস্ত্র,গবেষনা,জোর্তিবিদ্যা,শক্তি উতপাদন,আবহাওয়া পর্যবেক্ষন সহ নানা কাজে ব্যবহার হয়।

এই হল পৃথিবির সেরা দশ সুপারকম্পিউটারের কথা।আশা রাখি বাংলাদেশের নামও একদিন থাকবে এভাবে।তৈরি হবে বাংলাদেশে এক সুপার কম্পিউটার। আর বাংলাদেশ এগিয়ে যাবে পৃথিবির বুকে।

আপনি যদি সুপার কম্পিউটার সম্পর্কে আরো জানতে চান তাহলে এখানে ক্লিক করুন

আর সুপার কম্পিউটারের ছবি দেখতে এখানে ক্লিক করুন।

টিউন পরার জন্য ধন্যবাদ।ভালো মনে করলে মন্তব্য করুন।

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভালো কিছু তথ্য শেয়ার করার জন্য।
তবে এই কম্পিউটার গুলো ইউজ্‌ করতে পারলে আরও ভালো হত!!!

সুপারকম্পিউটারের নাতি “ক্লাস্টার কম্পিউটিং”(একাধিক কম্পিউটারের প্রসেসিং পাওয়ার/রিসোর্স কোন কাজ সম্পন্ন করতে ব্যবহার করা) নিয়ে গবেষনার ইচ্ছা পোষন করিতেছি।
এগুলো ডিজনি পিক্সারের এনিমেশনের বিশাল বিশাল রেন্ডারিং কাজ সম্পন্ন করতে ব্যবহার করা হয়

আপনাকে ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ