আপনার Galaxy S4 (I9500) কে KITKAT এ আপডেট করুন !!

আপনার Galaxy S4 (I9500) কে KITKAT এ আপডেট করুন !!

আসসালামুয়ালাইকুম । ভাইয়েরা কেমন আছেন? অনেক দিন পর এলাম টিউন করতে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যেটা নিয়ে লিখতে চলেছি সেটা অনেকেই হয়তো জানেন তাও যারা জানেন না তাদের জন্য এইটা অনেক কাজে আসবে।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার Galaxy S4 (I9500) কে KITKAT এ আপডেট করবেন। প্রথমে নিচের উনলোড হবার পর Firmware টি Extract করুন।লিঙ্ক থেকে Firmware টি ডাউনলোড করে নিন, Firmware টার Size 1.42 GB.

ডাউনলোড হবার পর Firmware টি Extract করুন।

এবার এখান থেকে ODIN নামক Soft টা ডাউনলোড করে নিন।

ডাউনলোড হলে Soft টা চালু করুন এবং তারপর আপনার Galaxy S4 (I9500) কে ডাউনলোড মোডে নিয়ে যান VOL DOWN KEY + HOME KEY  + POWER KEY চেপে ধরে।

ডাউনলোড মোডে এলে নিচের মত দেখাবে তখন VOL UP KEY চাপুন এবং পিসি এর সাথে যোগ করুন।

এবার দেখুন ODIN এ ID:COM অংশ টা রঙ্গিন হবে ।

এরপর ODIN থেকে PDA অপশন চাপুন এবং তারপর ঐ Extract করা Firmware টিকে সিলেক্ট করুন।

এটা যুক্ত হতে কিছুক্ষন সময় লাগবে তাই একটু অপেক্ষা করুন। এই সময় ODIN is not responding ও দেখাতে পারে এতে ভয়ের কিছু নেই শুধু অপেক্ষা করুন।

তারপর দেখবেন ফাইল টা যুক্ত হয়ে গেছে । এবার START চাপুন।

এবার ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। তার পর নিচের মত দেখতে পাবেন। এবং আপনার ফোন টা অটো-রিস্টার্ট হবে।

এখন আপনার Firmware Update Complete হল ।

এবার ফোন টার সেটিংস ঠিকঠাক করে দেখুন KITKAT এ আপডেট হয়ে গেছে। নিচে দেখুন।

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ ।কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন।

ফেসবুকে আমি --  https://www.facebook.com/waqutiar

বিঃদ্রঃ -- কারোর কোনো ক্ষতি হলে টিউনার দায়ী থাকবে না।

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

Level 0

আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অন্য মোবাইলে কি করব??

    @Sk Miraj :- ভাই আমি এই টিউনে শুধু মাত্র Galaxy S4 (I9500) এর জন্য লিখেছি তাই অন্য মোবাইলে কি করবেন সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু যদি আপনি কোন মোবাইলের জন্য চাইছেন সেটা পরিস্কার ভাবে বলেন তাহলে আপনাকে সাহায্য করতে পারি।
    ———- ধন্যবাদ——————

    @ব্রাদারহুড :- আমি দুঃক্ষিত ভাই কোনো কারনে আমার লিঙ্ক টা যুক্ত হয়নি। আমি এখন লিঙ্ক দিয়েছি। ভুল ধরানোর জন্য আপনাকে ধন্যবাদ।

Vai kitkat firmware er link kothay?

Level 0

vai walton H3 ta ki kono vaba deo jai walton ar kitkat ta valo na

    @KHAN :- ভাই আমি দুঃক্ষিত! আমি walton (walton H3) এর বেপারে কিছুই জানি না কারন আমি কোন দিন walton এর মোবাইলের Firmware Change করিনি আর কোনো দিন walton এর কোনো মোবাইল USE করিনি। আমার মতে আপনি টিটি তে সাহায্য নিতে পারেন তাদের কাছে যারা এই walton এর ব্যাপেরে জানে।
    —————————- ধন্যবাদ—————————————-

@ওয়াক্তিয়ার: Brother ami download mood a jete parci na (Vol down+home+power).
Ami onno vabe try koreci but fail. Ai process ta ki USB lagano obostai krte hobe?
Ami Rooted User

Level 0

vai waltion primo gh2 er jonno ekta bebostha koren!!

vi…maximus max908 a kivabe use korbo ….ar chipset no …mtk6572

Level 0

ভাই আমার এস৪ মিনিতে হবে? তাছাড়া আমার সেট রুট করতে হবে? আর firmware টার ডাইরেক্ট ডাউনলোড লিংক টি দেন আমার বেশি উপকার হবে

Level 0

ভাই এটা করার জন্যে কি রুট করতে হবে?

Level 0

Boss Samsung Galaxy S3 MiNi Kikat 4.4.2 Update korte chai .This is possible

সিম ঢুকালে unlock কোড চায় …কি করি??