Galaxy s2 SHW-M25OS Korean কে রুপান্তর করুন International version (GT-i9100) এ।।

আসসালামো আলাইকুম! আমার গত টিউনে “রুট করেনিন আপনার Galaxy S4 (I9500) কে খুব সহজেই !”  Enamul haque Babu একটা  Comment  করেন এবং তিনি তার একটা সমস্যা সেখানে জানান তিনি জানান যে –

“ধন্যবাদ, আপনার পোষ্টটি পড়ে একটু হলেও আশ্যস্থ্য হলাম আমার সেটটি সামসাং গেলাক্সি (samsung Galaxy s2 SHW-M25OS Korean inport mobile phone) অনেকবার চেষ্টা করেও রুট করতে পারি নাই, যদি স্বঠিক এবং সহজ কোন পদ্ধতি জানা থাকে তাহলে একটু কষ্টকরে জানালে ভিষন ভাবে উপকৃত হব কারন, সেটটিতে কোরিয়ান ভাষায় কিছু অপশন থাকায় বেশ সমস্যায় পড়ে যাই।”

তো বিশেষত উনার জন্য এবং আপনাদের মধ্যে কেউ এরকম সমস্যায় পড়লে তাদের জন্যই আজ লিখতে বসলাম ।

আজকে আমি যেটা লিখতে চলেছি সেটা হল আপনি কিভাবে আপনার  Galaxy s2 SHW-M25OS Korean  টাকে International version (GT-i9100) এ রুপান্তর করবেন ।

এবার আপনি ভাবছেন যে রুট করার জন্য এতকিছু করবার কি দরকার! আমার মতে দরকার আছে কারন International version হল Common। যেটার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু আপনি খুব সহজেই খুজে পাবেন। আপনার কোনো Problem হলে সেটার সঠিক সমাধান খুজে পাবেন সহজেই, আর এই সব Korean ভারসনের জন্য খুজে পেতে একটু মুস্কিল আছে । এবং এর ফলে আপনি খুব সহজেই আপনার এস ২ কে রুট  করতে পারবেন ।

শুরু করবার আগে আমি কিছু কথা বলিঃ-

  • এই টিউটরিয়ালটা শুধুমাত্র  Galaxy s2 SHW-M25OS Korean এর জন্য । তাই কাজ করবার আগে আপার মডেলটা ভালো করে দেখুন এটা SHW-M250S না M250K ।
  • এই টিউটরিয়ালটা সম্পন্ন হবার পর আপনার মোবাইলে এ যত Korean applications ছিল সব ডিলিট হয়ে যাবে । আপনি  DMB-T TV (Inbuilt Korean application on Galaxy s2 SHW-M25OS) ব্যবহার করতে পারবেন না ।

এই DMB-T TV শুধু মাত্র Korea তেই চলে। আপনি তো আর Korea তে থাকেন না তাই ভুলে জান এটাকে ।

  • এই টিউটরিয়ালটা সম্পন্ন হবার পর আপনার মোবাইল GT-i9100 তে Boot হবে এবং আপনার মোবাইল এর মডেল নাম্বার M250S থেকে GT-i9100 তে রুপান্তরিত হবে।
  • এই টিউটরিয়ালটা সম্পন্ন হবার পর  আপনি যেখানে 80 characters এর SMS লিখতে পারতেন সেটা এখন  International version অনুযায়ী 160 characters এ রুপান্তরিত হবে ।
  • সব থেকে মজার হল এবার মোবাইলটাকে আপনি খুব সহজ উপায়ে  Root করতে পারবেন ।

বিঃদ্রঃ- এই টিউটরিয়ালটা আপনি সম্পূর্ন নিজ দায়িত্বে করছেন, কোনো রকম ভাবে মোবাইল এর ক্ষতি হলে আমি দায়ী থাকবো না ।

আসুন এবার শুরু করিঃ-

টিউটরিয়ালটা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ফাইল গুলো নীচের লিঙ্ক গুলো থেকে নামিয়ে নিন ।

এবার আমি আপনার পিসি তে একটা ফোল্ডার বানান আপনার ইচ্ছা মতো নাম দিয়ে আমার মতে 'Samsung Galaxy S2' দিলে ভালো হয় , এবং ডাউনলোড করা সমস্ত ফাইল ওখানে রাখুন।

এরপর যেটা করবেন......

  • Install the USB drivers যেটা আপনি ডাউনলোড করেছেন এবং আপনার পিসি রিস্টার্ট করুন ।
  • এরপর Odin file টি Extract করুন ।
  • এবার আপনার Korean S2 কে ডাউনলোড মোডে নিয়ে যান । দেখুন কিভাবে নিয়ে যাবেন ।

একসাথে HOME button+ VOL DOWN button  +POWER button চেপে ধরুন । যদি আপনি ঠিকঠাক ভাবে করেন তাহলে আপনি একটা warning screen দেখতে পাবেন নিচের মত ।

এরপর VOL UP button চাপুন এবং ডাউনলোড মোডে যান এবার আপনি নীচের মত দেখতে পাবেন ।

  • এরপর Odin টিকে ওপেন করুন এবং আপনার Korean S2 কে USB দিয়ে যুক্ত করুন পিসি এর সাথে । যুক্ত করবার পর আপনি ID:COM rectangle টিকে  LIGHT BLUE  রঙ্গে রুপান্তরিত হতে দেখবেন.(Odin এর পুরোনো ভারসান গুলোটে এতা হলুদ রঙ্গে রুপান্তরিত হত।) এবং নিচের message box এ দেখুন যেখানে লাল মার্ক করেছি সেখানে দেখাবে  ADDED!

  • এরপর Odin থেকে PIT button এ ক্লিক করুন এবং  GT-i9100 pit file (*.pit) ডাউনলোড করা ফাইলটি যুক্ত করুন ।
  • PDA button এ ক্লিক করুন এবং stock rom (.tar or .tar.md5) ডাউনলোড করা ফাইলটি যুক্ত করুন ।
  • এখন   Auto Reboot, Re-partition ,  F. Reset Time এ টিক দিন। সাধারন ভাবে  Auto Reboot,  এবং

F. Reset Time এ টিক দেওয়ায় থাকে তাই Re-partition টাতে টিক দিন (টিক দিয়ে কিছুক্ষন wait করুন ১০-১৫ সে:) আর Auto Reboot,  এবং F. Reset Time এ টিক না থাকলে সেটা দিন।

নিচের ছবি এর মত সেটিংস করুন এবং Start করুন ।

Don't touch the phone while flashing

এইটা সম্পন্ন হতে ১০ থেকে ২০ মিনিট সময় লাগতে পারে। তাই একটু বসুন। কাজ চলাকালীন নিচের মত হবে ।

Flashing Complete হবার পর এতা দেখাবে PASS। (নিচের ছবি দেখেন)পাস এর আগে RESET দেখাবে তখন কোনো মতেই যেন

মোবাইলটা Remove করবেন না ।

এবার সবকিছু ঠিকঠাক ভাবে হলে আপনার মোবাইল Reboot  হবে GT-i9100 এ। মানে এবার আপনার  Korean Galaxy s2 SHW-M25OS টা International version (GT-i9100) এ রুপান্তর হয়েগেছে।

বিঃদ্রঃ এটা জানিয়ে রাখি যে  International version (GT-i9100) পর আপনি যখন আপনার মোবাইলটা কে অফ করবার জন্য পাওয়ার সুইচ চেপে ধরে থাকবেন তখন মোবাইলে আপনি কোনো পাওয়ার সুইচ মেনু দেখতে পাবেন না মোবাইলটা ডিরেক্ট অফ হয়ে যাবে ।

আর আপনাদের যদি এটাতে খুব অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন আমি এত Power Key Menu ফিক্স করা সংক্রান্ত একটা টিউন করবো।

আজ এই পর্যন্ত লিখলাম। এর পরের টিউনে আমি লিখব এবার কিভাবে এই International version (GT-i9100) টিকে Root করবেন ।।

বিঃদ্রঃ- কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।।

ফেসবুকে আমি – Waqutiar Rahaman.

Level 0

আমি ওয়াক্তিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bhai, torrent-ar normal link , please

Level 0

I am downloading from 4Shared. 30% allredy downloaded.

Level 2

vhai samsung galaxy S m-110s er update er help korte parben??

Level 0

Bhai, protiti phone-r model-er jonno ki alada alada driver lagbe? please

    @mana: Dekhun PC te KIES install thakle sob phone er jonno alada alada USB driver laganor proyo jon hoy na but jodi KIES na thake tahole amar mote Every device er jonno alada alada driver lagano uchit ete phone er khoti hobar chance kom thake.

    Thnk YOU!

Level 2

hmmm..vhai m-110s ..ai mobile a O koren tv dekar bebosta ache..help korben vhai.amr mobile ta update korte chai.amr kache lg optimus g2x from T-mobile O ache..ame amr 2ta mobile E update korte chai.

    @Sahedr: Besh vai ami dekhbo and kichu pele obbosoi janabo.
    thnx

    @Sahedr: I’m Sorry vai Apnar m-110s Take International I9000 te convert korar kono upai ami ekhono porjonto bar korte parlam na but apni m-110s take Jelly Bean othoba Kitkat e update korte paren custom rom lagiye echara apni m-110s er sms (Text encoding issue) 80 bytes theke 160bytes e korte paren, er theke besi r kichu kora jachche na ekhono porjonto!

    karon SHW-M110S and GT-I9000 have totally different motherboard configuration! tai jodi apni GT-I9000 er firmware apnar SHW-110S e laganor try koren tahole apnar phone ta totally Brick hoye jabe. ebar apnar upor ja korben.

    @Sahedr: R lg optimus g2x p999 take apni Root and custom rom lagate parben.

Level 0

Download complete. I;m going to START.

Level 2

thanks vhai..asa korche..apne paben.

Level 0

Hip ! Hip ! Hurrah !!! I am succeed.

Level 0

সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

Level 0

Vai amar sumsung s3 i747 ki international version kora jabe. Kora gele plz address shoho den..

Level 0

ji vai ami AT&T er S3 SGH-I747 use kori. update korar onek chesta korsi partesi na. Jodi den khob upokrito hobo. Thanks Vai.

সেই রকম পোস্ট ধন্যবাদ ভাইয়া…।

Level 0

আমি এই বিষয়ে লিখবো লিখবো ভাবছিলাম…আর আপনি এর মাঝেই লিখে বসলেন…….

তবে প্রায়ই দেখা যায় ইন্টারন্যাশনালে কনভার্ট করার পর পাওয়ার কি অপশন কাজ করে না…. এতে প্রায় সকল ইউজারেরই সমস্যা হয়..এজন্য এই টিউনের সাথেই বাকিটুকু দেওয়া উচিত ছিলো……

ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য………..

    @মঈন: এই টিউন তারাতারি করতে হল কারন আমি আগেই লিখেছি টিউনে। আপনি অন্য কিছু বিষয়ে লিখবার চেষ্টা করুন । যেটা অন্য কারোর উপকারে আসবে ।

    আপনাকেউ ধন্যবাদ!

wow great tune.jodio amar ei mobile nei tobe techtunes er tune hisebe osadharon likhechen.tobe jar proyojon se sofol hole apni sartho seta bola zabe.

    @dip mazumder: Thank You! Jar proyojon chilo tin iamke amar ager Tune er comment ei likhechen je tini khub khusi hoyechen ei tune peye r onar sob problem solved hoye geche ! Tai ami ekhon ami Sartho holam bola jete pare.:-)

Amar S2 korean a USB lagale pC te Connection pay na but charge hoy..

ki korte pari pls help

    @sajibmahmud99: first things first
    1. connect to the PC with the USB cable, then pull down the notification shade (drag from top of screen down)
    2. do you see “USB debugging activtated” or something along those lines? if yes go to next step, if no, go to step 4.
    3. click USB debugging, it will bring you into the settings, just make sure it is unchecked and it should connect then
    4. so USB debugging is off and it is still not connecting
    5. are you using the stock samsung USB cable? some phones need the stock cable to work…not sure why but this could be your problem.
    6.downlaod the drivers for your device, just do a google search for your devices USB drivers, install and then it SHOULD be recognized.
    7. if you are STILL having issues, remove your micro SD card and plug it into a USB adapter/card reader and go at it that way. anything like pictures and videos and stuff you download go to the SD card. only apps themselves and other non personal data go to the internal memory.

    hope this helps

আমি নতুন স্যামসাং মোবাইল ইউজ করি। আমার সেটের (sm-g350) পিসি ড্রাইভার ও রুট করার নিয়মটা জানালে ভিষন উপকৃত হব।

    @পলাশ: আমি দুঃক্ষিত আপনার উত্তর কিছু দিন পরে দিচ্ছি!
    ভাই আপনার জন্য আমি একটা টিউন লিখতে যাচ্ছি এবং আপনি সেখানেই পেয়ে জাবেন কিভাবে আপনি আপনার নতুন স্যামসাং কোর প্লাস sm-g350 সেট টির রুটিং পদ্ধতি এবং পিসি ড্রাইভার।

Power Key Menu Fix kora niye tune korun plz

    @sajibmahmud99: আপনার কি কিছু প্রব্লেম হয়েছে Power Key Menu নিয়ে তাহলে জানান কি সমস্যা।

S2 firmware link ti kaj korena….plz link again
.

Level 0

vail firmware download link kaj korce na