SCANDISK বিষয়ে কী জানে? না জানলে জেনে নিন…..

আপনারা সবাই কেমন আছেন? আসা করি সবাই ভাল আছেন। আমি গত টিউনে লিখেছিলাম CHKDSK বিষয়ে। আজ লিখব SCANDISK বিষয়ে। এখন প্রশ্ন হল SCANDISK কী? SCANDISK হল এক ধরনের এপ্লিকেশন যা কম্পিউটারকে বিভিন্নভাবে স্কেন করতে সক্ষম। এর দ্বারা অতি সহজেই কম্পিউটারের বিভিন্ন ফাইল সহজেই স্কেন করা সম্ভব। তাও অতি দ্রুত। এটা বিভিন্নভাবে করা সম্ভব। এটা আপনি উন্ডোজ পরিবেশে ডোকেও করতে পারেন আবার না ডুকেও করতে পারেন। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এটা শুধু করতে পারবেন উন্ডোজ ৯৮ এ। এটা করার জন্য যা যা করতে হবে তা হলঃ

প্রথমে Start এ ক্লিক করুন। তারপর Program File থেকে Accessories যান তারপর System Tools এবং সব শেষে ক্লিক করুন SCANDISK এ। তারপর আপনার প্রয়োজনীয় কমান্ডগুলো প্রদান করুন। এবং SCAN চালু করার জন্য Start এ ক্লিক করুন।

উৎস এবং বিস্তারিত ঃ- http://fem.yolasite.com/it-tech/scandisk

টিউনটি পডার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি আড্ডাবাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ।