Alcohol (মাদক) দিয়ে জীবন বাঁচাল UK – এর ডাক্তার !!!

গত দুটি টিউনের চরম সফলতা দেখে খুব ভাল লাগছে আর তাই আজ আপনাদের আরেকটি

মেডিকেল বিষয়ক আকর্ষণীয় টিউন উপহার দিতে চলে আসলাম ।

টিউনটি করছি Ukraine থেকে , -18 °C রাত 3টা ।

Heart যে কোন মেরুদণ্ডী প্রাণীর প্রধান অঙ্গ। এই heart –এর জন্য মূলত জীবন।

UK –এর ৭৭ বছরের বয়স্ক রোগী - Ronald,The Bristol Heart Institute  - এ ভর্তি করা হয়েছিল Heart এর    Ventricular Tachycardia  নামের এক মরন ব্যাধি কারনে, যেটা পূর্বের Heart Attack এর কারনে হয়েছিল। আসলে এটা Heart এর Beat  কে খুব বারিয়ে দেয়। ঠিক যেমন কতদুর দৌড়ে আসারপর বুক খুব ধরপর করে ।

ডাক্তারা কোন মতেই তার এই অবস্থা থেকে তাকে সাহায্য করতে পারছিলনা । আনেক ভেবেচিন্তে তারপর তারা heart –এর মধ্যে Alcohol ইঞ্জেকশান করার সিধান্ত নেন।

যেমন ভাবা তেমন কাজ , প্রথমে সঠিক জায়গাটি বের করে , সেখানে একটা Catheter – এর (পাইপ) মধ্যে দিয়ে Alcohol (মাদক) ইঞ্জেকশান করেন, যার কারনে ওই জায়গার Heart – এর মাংসপেশি গুলো মারা যায় , যেগুলো সমস্যা করত ।

এর ফলে Heart – এর Beat আবার Normal এ চলে আসে আর মাত্র তিনদিনের মধ্যে তিনি Hospital ছারতে পেরেছিলেন এই প্রক্রিয়ার পর।

আসলে Alcohol মানব দেহে খুবেই খতিকারক আর মৃত্যুর কারন। কিন্তু তারপরও এমন অসাধারন কাজ করে মানুষের জীবন বাঁচানোর ঘটনা খুবেই কম।

– আজ এই পর্যন্তই । আশা করি ভাল লাগবে টিউনটি ।

আমার পূর্বের টিউন গুলি দেখার অনুরধ রইল আপনাদের কাছে –

!!! প্রস্রাব দিয়ে জেনেরেটর চালান !!! Urine powered Generator !!!

!!! প্রস্রাব দিয়ে জেনেরেটর চালান !!! Urine powered Generator !!!

 

 

 

 

 

 

 

পৃথিবীর প্রথম হৃদপিণ্ড বিহীন ব্যাক্তি !!

পৃথিবীর প্রথম হৃদপিণ্ড বিহীন ব্যাক্তি !!

Level 0

আমি Dr.Mithun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আসলে একেই বলে ডাক্তার

আসলে এই খবরটা আমি এখানে পড়েছিলাম,
http://www.bdnews24.com/bangla/details.php?id=214549&cid=13
যাই হোক অনেক ভালো হয়েছে ,ধন্যবাদ

বুজলাম কারাপের বিতর ভাল।ধন্যবাদ

অ্যালকোহল সেল ড্যামেজ করে??? খাইছে 😮 😮

    Level 0

    @ইমরান: direct influence er jonno … r concentration besi thakar jonno … sadharon LIQUOR e khubi kom alcohol thake tai temon kichu hoy na ,,,, r ekhane RAW alcohol apply kore hoyeche .. asha kori bujhete parlen .. anyway thnx 4 comment !!!

Level 0

৩১ তারিখে একটা বোতল দরকার কই পাই

    Level 0

    @REJWANHUQ: bhai health er jonno khati kar , tai er theke dure thakatai better – 😉

Level 0

darun akta news sotti bolsi valo laglo . ai rokom aro kisu post dekhte niche dekhun
web design expert

    Level 0

    @teambots: thnx for the comment … r aponar blog ti dekhe khub bhalo laglo .. asha kori aponake dekhe onnorao ENG te article lekha suru korbe .. karon eta sob dik diyei profitable …

ভাই বেশ ভালো লেগেছে। চমকপ্রদ একটা জিনিস জানতে পারলাম। ধন্যবাদ।।।