বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরী হলো আমেরিকায়

ইউনিভার্সিটি অফ Calofornia Los Angeles এর bioengineering এর প্রফেসর Wentai Liu দুই দশক ধরে রিসার্চ করে সম্প্রতি তৈরী করেছেন এই বায়োনিক চোখ । এর অফিসিয়াল নাম Argus II Retinal Prosthesis সিস্টেম । যাদের বিভিন্ন রোগের কারণে চোখের রেটিনার light sensitive রিসেপ্টর ক্ষতিগ্রস্থ হয়ে পুরোপুরি অন্ধ হয়ে গেছেন তাদের জন্য এই টীম কাজ করে চলেছে ।

এই বায়োনিক চোখের জন্য রোগীর চোখে বসানো হয় মাইক্রো চিপ ও ওয়্যারলেস anteena সম্বলিত সার্কিট যা চোখের অপটিক্যাল নার্ভ কে সিগনাল অনুযাই ইলেকট্রিকাল impulse পাঠায় । আর বাহিরে একটা চশমা তে বসানো ক্যামেরা ও ওয়্যারলেস anteena এর সাহায্যে ভিতরে সিগনাল পাঠানো হয় ।

বর্তমানে এটি ৬০ টি মাইক্রোচিপ এর সাহায্যে ৬০ টি পিক্সেল নিয়ে কাজ করতে পারে । যদিও এটি আসল চোখের resolution এর তুলনায় অনেক কম কিন্তু যারা অন্ধ তাদের জন্য এটি এক বিশাল পাওয়া । তবে রিসার্চ টীম ২৫৬ ও ১০২৬ পিক্সেল নিয়ে ইতিমধ্যে কাজ করে যাচ্ছে ।  তারা ৭০ বছর বয়স এর একজন অন্ধ মানুষের উপর এটি পরীক্ষা করেছেন যিনি ২০ বছর বয়সে দৃষ্টি হারান ।

আরো জানতে ও এর ভিডিও দেখতে আমার ব্লগ এ ক্লিক করুন ।

Level 2

আমি মোঃ জাসিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple guy looking to earn money online so that i can quit my day job.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য ।