রোবট কি মানুষ কে ছাড়িয়ে যাবে? ছবি গুলাতো তাই বলে

সবাইকে সালাম জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি। অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম আপাতত সফটওয়্যার নিয়ে টিউন করবো না। কারন সফটওয়্যার নিয়ে টিউন নাকি গতানুতিক ধারার হয়ে গেছে। তাই ভাবলাম এখন প্রযুক্তির খবর নিয়ে টিউন করবো। নাহলে টিউন নির্বাচিত বা স্টিকি হওয়ার কোন সম্ভাবনাই দেখছি না!!!!

এবার টিউনের কথায় আসি। বর্তমান আধুনিক যুগে রোবট হলো এক চরম আবিস্কার এবং অবিশ্বাস্য সৃষ্টি। হয়তো সেদিন বেশি দেরি নয় যেদিন ঘরের কাজ থেকে শুরু করে অফিস-আদালত কল-কারখানা এমনকি খেলার মাঠেও রোবট ব্যবহার করা হবে। অবিশ্বাস্য হলেও সত্য রোবটের ব্যবহার কিন্তু শুরু হয়ে গেছে। যার নমুনা নিচের ছবিটি।

এই রোবটটি চীনের Wu Yulu নামের এক ব্যক্তি তৈরি করেছেন। যেটা কৃষিকাজ সহ অনেক কাজেই Wu Yulu কে সাহায্য করে। এটি ছাড়াও উনি আরও প্রায় ২৫টি রোবট তৈরি করেছন।

এখন আরেকটি রোবটের কথা বলবো যেটা চীনের বেইজিং অলিম্পিক পার্কে প্রথম সবার সামনে তুলে ধরা হয়। এ রোবটটি অংকন করতে পারে। চিত্রে দর্শকদের কে অংকন করে দেখাচ্ছে রোবটটি।

আর এটি দর্শকদের সাথে হ্যান্ডশেক করছে।

এমন আরও কিছু অসম্ভব বুদ্ধিসম্পন্ন রোবট দেখুন।

আশা করি আপনাদের ভাল লেগেছে। সামনে আরও প্রযুক্তির খবর নিয়ে হাজির হবো এই প্রত্যাশা নিয়ে আজ এ পর্যন্তই।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চমৎকার টিউন । ধন্যবাদ

চমৎকার

ভাল লেগেছে আপনার টিউনটি আপনাকে ধন্যবাদ।

    ধন্যবাদ আপনাকে।

    ভুলে গিয়েছিলাম লিখতে
    রোবট কি মানুষ কে ছাড়িয়ে যাবে?
    ইহাকি কখন সম্ভব?

    সব ক্ষেত্রে সম্ভব না তবে কিছু কিছু ক্ষেত্রে খুব সম্ভব। যেমন রোবটের ক্লান্তি নেই যেটা মানুষের আছে। এছাড়াও রোবট বিশ্বাসযোগ্য

    আমার মনে হয় প্রযুত্তি মানুষকে ছািড়য়ে যাবে ্ তা রোবট ই হোক বা অন্য কোন রুপেই হোক ্
    আপনি চিন্তা করুন না গত ১০ আমরা কত বেশী প্রযুত্তির উপর নির্ভরশীল হয়েছি ্

অনেক কিছু জানা গেল ধন্যবাদ। আর সফটওয়ার নিয়ে টিউন একবারেই ছেড়ে দিয়েন না। মাঝে মাঝে একটু ফাটাফাটি সফটওয়ার উপহার দিয়েন।

    দেখি ভাই চেষ্টা করবো।
    ধন্যবাদ।

hmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

বোঝাই যাচ্ছে এ টিউনটির জন্য আপনি বেশ কষ্ট করেছেন। আর এতো কষ্ট করে আমাদের জন্য এতো সুন্দর ও তথ্যবহুল একটি টিউন উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    ফাহিম ভাই আপনার সবগুলো মন্তব্য বেশ সৃজনশীল।
    অসংখ্য ধন্যবাদ।

excellent tune ! তবে আমার মনে হয় নির্বাচিত বা স্টিকি করার ব্যপারে সব ধরনের টিউনকেই যাচাই করা উচিত । না হয় নির্বাচিত বা স্টিকি টিউনগুলো একই পযায়ের হয়ে যাবে । uncommon tune গুলোতো সবার উপরে স্হান পাবে এটা ঠিক পাশাপাশি সফটওয়্যার নিয়ে মানসম্মত টিউনগুলোর কথা ও চিন্তা করা যেতে পারে । আমি just আমার ভাবনাটা তুলে ধরলাম সবক্ষেত্রে অবশ্যই admin panel এর সিদ্ধান্তই চূড়ান্ত । thanks again for ur nice tune….

    আপনার সাথে ১০০% সহমত। সফটওয়্যার নিয়ে টিউন করলে যদি মুল্যায়ন না পাই তাহলে কেন করবো? আমি খুব হতাশ।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কষ্ট পেলাম টিউনটি দেখে টেকনোলজিতে আমরা কতটা পিছিয়ে।বাদক রোবটটিকে দারুন লাগলো,আপনার সুন্দর ও তথ্যবহুল টিউন এর জন্য ধন্যবাদ।

    ধন্যবাদ বোকা পাঠক ভাই। ( যদিও আপনি বোকা নন)

গুড টিউনিং বসসস। খুব ভালো রাগলো রোবটগুলোকে দেখে। চিন্তা করেন না, অল্প দিনের মধ্যে আমিও এরকম একটা রোবট বানিয়ে ফেলব, হি হি হি ।

    আর তখন থেকে তোমার নাম হবে রোবট শোয়েব। 😛 😛 😉

Level 0

চমৎকার টিউন হয়েছে । ধন্যবাদ

ভাই সবার উপরের রোবট টা আমাকে গিফট দিবেন ঢাকা শহরে বড় কাজে দিবে !?

    যান ভাই দিয়া দিলাম। ( যদিও এটা আমার না) 😉 🙂

Hasan Jubair ভাই রোবট গুলো বহুত সুন্দরি 😉

    এত রোবট বাদ দিয়া সুন্দরি রোবট এর পিছেই লাগলেন? 😀

    lolzzzz……. 😀

    তাইতো করার কথা। দেখছেন না ফাহিম ভাই একা একা পার্কে বসে আছে। 😉 😛

হাসান ভাইকে অ-নে-ক ধন্যবাদ

শেয়ার করার জন্য ধন্যবাদ। [email protected]

আপনাকে অনেক ধন্যবাদ