এখন আম এবং ছালা দু’টাই আপনার (আম পারার যন্ত্র ;-)

আজ অফিসে যাইনি ভেবেছিলাম মজা করে ঘুমানো যাবে কিন্তু বাঁধ সাধলেন মা। বললেন গাছের পাকা আম গুলো পারা একটি জন গুরুত্বপূর্ন ইসু হয়ে দাড়িয়েছে তাই আজই পারতে হবে যে করেই হোক। ঘুম ঘুম চোখে ভাবছি আমার মত এমন অলস লেকের কাঁধে এমন গুরুত্বপূর্ন ইসু!!!!! 😐 কি করা যায় ভাবছিলাম অমনি পেয়ে গেলাম এই মহান আবিস্কার (?) 😉 আমেরে কাছে না যেয়ে আমকেই নিয়ে আসলাম আমার কাছে :-j )+D

চলুন আপনাদের সাথে শেয়ার করি :-






এখন আম এবং ছালা দু'টাই আপনার

এখন ভাবছি আবিস্কারটির কপিরাইট নেয়াযা কিনা b-(

Level 0

আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারন আইডিয়া ভাই।তা software টার নাম কি বললেন না তো ? অনেক মজা পাইলাম ধন্যবাদ আপনাকে।

Level 0

ভাই ভালা বুদ্ধি

আমনে কইত্থন পাইছেন এই ধারনা…………এটাত বিক্ষাত ধারনাবিদ চেঙ্গিসখান বানায়েছিলেন

কি করলেন রে ভাই ! পাড়ার দস্যি ছেলেমেয়েদের শান্তিমত আমও খাইতে দিবেন না ! আর এই পদ্ধতি আবিষ্কার করে বেশি খুশি হইয়েন না, কোনদিন দেখবেন আপনাদের গাছের উপর এই পদ্ধতি প্রয়োগ করে সব আম তারাই সাবাড় করব।

Nice !dea. I can try tomorrow.

ধন্যবাদ সবাইকে। জিনিসটা কিন্তু আসলেই কাজের

সুন্দর তবে নতুন নয়। আমার মনে হয় বোতলের নীচে একটা বড় ছিদ্র করে তাতে একটা ব্যাগ এটাচড করে দিলে ঘন ঘন নীচে নামাতে হবে না আম সংগ্রহ করার জন্য, ব্যাগে জমা হতে থাকবে একসাথে অনেকগুলি হলে নীচে নামিয়ে ব্যাগ খালি করা যেতে পারে।

    ধরে রাখতে অনেক কষ্ট হবে যে। আমি আবার অলস কি না………………..

অনেক অনেক ধন্যবাদ । আপনার কাছ থেকে আমরা সবসময় সৃজনশীল টিউন পেয়ে থাকি যা পড়ে অনেক কিছু শেখা যায়।
আশা করি তা অভ্যাহত থাকবে।

Level 0

মজার কাজ করেছেন, ধন্যবাদ।

জটিল হইছে ……………………………

দারুন টিউন। আমি চাপাইনববাগঞ্জের মানুষ কাজে আসবে। আমের দাওয়াত থাকলো……..

    আমিও চাঁপাই। আপনি কোথায়?

ধন্যবাদ সবাইকে

জটিল হইসে

Level 0

ভাই এখনই কপিরাইট করে নেন। নাহলে পরে আর নাও পেতে পারেন। বাংলাদেশত বলা যায় না।

কথায় বলে- বাঙ্গলী এমন কিছু নেই, যা সে করতে পারে না।

সবাই চেষ্টা করলে আমরা অনেক কিছুই তৈরী করতে পারি। যেমন আপনি পেরেছেন।

আপনার আর কিছু আবিস্কারের আশায় রইলাম।

ধন্যবাদ।

এত বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমান?