ছোট মরিচের ঝাল বেশি!! আবারও প্রমানিত হলো। যে ৬ টি সিম্পল আবিস্কার কিন্তু তা বিশ্বব্যাপী আলোড়ন তুললো, বিশ্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলো!!!

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই?

আশা করি বৃষ্টিস্নাত এই দিনে খুব খোশ মেজাজে টেকনোলজির স্বাদে মেতে উঠেছেন। আমি আবার খুব বৃষ্টি প্রিয়। বৃষ্টি হলে কাজের চেয়ে অকাজ বেশি করি। তখন কেন জানি মনটা একটু ক্রিয়েটিভ এবং বেশি অকাজপূর্ণ কাজে মেতে উঠে। ঠিক সে রকমই আজকের টিউনটা।  অনেক ছোট ছোট আবিস্কার, কিন্তু পৃথিবীতে আলোড়ন তুললো। টিউনটা করার মুল কারণ শুধু আপনাদের জানানো নই, এটা তুলে ধরা যে ছোট হলেই যে সেটাকে অবহেলা করতে হবে তা না, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এক সময় আমাদের প্রয়োজনকে ছাড়িয়ে যায়।

বেশি কথা বলে ফেললাম। আসুন এবার কাজের ভেতর ঢুকে পড়ি। কিছু ছোট অভিব্যক্তি যেমন মানুষকে বড় কিছু পেতে সাহায্য করে ঠিক তেমনি ছোট কিছু প্রয়োজন আমাদের সাফল্যকে ধরে জীবনকে এগিয়ে নিতে সাহায্য করে। ঠিক সেইরকম কিছু ছোট আবিস্কার নিয়ে আমি আজ হাজির, যেগুলো ছোট হলেও পৃথিবীতে মানুষকে আরও একটু ভালোভাবে টিকে থাকতে সহযোগিতা করবে। আসুন দেখি সেই ছোট আবিস্কারগুলো কি?

যে সিম্পল আবিস্কার বিশ্বব্যাপী আলোড়নঃ

১) দ্য পেঙ্গুইন (The 'penguin')

গত ২৫ বছরে বিশ্বব্যাপী শিশু মৃত্যুহারে আমরা ব্যাপক পরিবর্তন দেখছি, কিন্তু এটা আহামরি কিছু নয়। কারণ সর্বশেষ UNICEF এর পরিসংখ্যান অনুসারে বিশ্বব্যাপী ৫ বছরের কম বয়সি শিশু এখনও ১৭,০০০ জন মারা যায় প্রতিদিন, যে রোগগুলো সঠিক চিকিৎসা পেলে প্রতিরোধযোগ্য। সবচেয়ে বেশি শিশু মৃত্যুহার আফ্রিকার সাহারা এলাকায়।

দ্য পেঙ্গুইন (The 'penguin')

আর এইসব জায়গায় এখন দ্য পেঙ্গুইন ব্যবহার করা শুরু করেছে। দ্য পেঙ্গুইন একটি ছোট পাখির মতো দেখতে প্লাস্টিক ডিভাইস, যা শিশু জন্মের পরে বেশ কিছু বাঁধা এবং রোগ নির্ণয় এবং প্রতিরোধ গড়তে সহয়তা করে। শিশু মৃত্যুহার রোধে এটি দারুণ ভূমিকাও রাখছে।

২) কিউ ড্রাম (Q Drum)

বিশ্বব্যাপী ৭৫০ মিলিয়ন মানুষ এখনও নিরাপদ এবং ক্লিন ওয়াটার (পানি) এর বাইরে। তাদের নিরাপদ পানির জন্য বাড়ি থেকে দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হয়। এক এক জায়গার মানুষ এক এক পদ্ধতিতে এই পানি সংগ্রহ করে। তবে ম্যাক্সিমাম তারা ঘাড় বা কাধে করে পানি সংগ্রহ করে নিয়ে আসে। কিন্তু এটা অনেক রিস্কি। এটা অনেক বড় বিপদে মানুষকে ফেলে বা ফেলছে।

ঠিক এই সমস্যা সমাধানের জন্যই কিউ ড্রাম তৈরি। এটি খুব সহজে পানি সংগ্রহ করতে পারে। এটি একটি চাকা আকৃতির ড্রাম যা খুব সহজে টেনে উঁচু নিচু জায়গায়ও পানি নিয়ে যাওয়া সম্ভব। সাধারণ ভাবে মানুষ সর্বোচ্চ ১০/১৫ লিটার পানি বহন করতে সক্ষম, কিন্তু এটির মাধ্যমে ৫০ লিটার পানি এক সঙ্গে নেওয়া সম্ভব, তাও কোন রিস্ক ছাড়া।

৩) গ্রাভিটি লাইট (GravityLight)

বিশ্ব গবেষণা সংস্থা অনুসারে, বিশ্বের প্রায় ১.৩ মিলিয়ন মানুষ পর্যাপ্ত ইলেকট্রিসিটির বাইরে, যা বিশ্ব জনসংখ্যার প্রায় ১৮ ভাগ। যার অধিকাংশ কেরোসিন তেলের উপর নির্ভর করে।

গ্রাভিটি লাইট (GravityLight)

কিন্তু এই গ্রাভিটি লাইট এর ব্যতিক্রম উৎস তৈরি করতে পারে। এটি দিয়ে খুব ভালোভাবে আলো তৈরি করা যায়, যেটা ছোট একটা ব্যাগে রাখা ভারি পাত্র যা পাথর, বালি এবং মাটি দিয়ে পূর্ণ। যদিও  ২০১৫ তেই এটি মানুষের হাতের নাগালে চলে আসবে বলে গবেষকদের ধারণা।

৪)  ক্লিন কুকস্টোভ (Clean cookstoves)

বিশ্বে ৪ মিলিয়ন মহিলা এবং শিশু প্রতি বছর মারা যায় শুধু মাত্র এমন কিছু স্বাস্থ্য সমস্যার জন্য যার উৎপত্তি নিজেদের কিছু হেয়ালিপনা যেমন দূষণ বা কার্বন-ডাই-অক্সাইডের প্রভাবের জন্য যা স্টোভ বা কয়লা বা জ্বালানি কাঠ থেকে তৈরি হয়। কিন্তু এই ক্লিন কুকস্টোভ যা এই মৃত্যুহার অনেক খানি কমিয়ে আনতে পারে। নিচের  ভিডিও দেখে আরও বুঝতে সুবিধা হবে আপনাদের। এটি ডিভাইস সব সময়  কম নির্গত করতে সক্ষম।

৫) সকেট (SOCCKET)

এই ছোট আবিষ্কার লিস্টে খুব সম্ভবত এটাই সবথেকে আলোচিত আবিস্কার হবে। এটি একটি সকেট বল যা kinetic energy কে electric energy তে রূপান্তরিত করবে এবং যেটা দিয়ে 3 LED ল্যাম্পের সমান আলো জ্বালাতে সক্ষম।

এই প্লে সকেট কিনলে যে প্লে প্রডাক্ট আসবে তা হয়তো এই বিশ্বের শিশুদের এনার্জি জেনারেটেড প্লে প্রডাক্ট ব্যবহার করতে পারবে।

৬) Low-cost uterine balloon tamponade

Postpartum hemorrhage (PPH) postpartum bleeding নামেও পরিচিত। বিশ্ব মাতৃ মৃত্যুহারের জন্য এটি খুব দায়ি। এমনকি অনেক মহিলা এবং তাদের  অনেক ডাক্তারদের এটা প্রতিরোধ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই।

The uterine balloon tamponade (UBT) একটি কার্যকরী পদ্ধতি এই PPH এর জন্য, যেটা এই মৃত্যুহার অনেক কমিয়ে দিতে পারে। যাইহোক  professional-grade UBT অনেক খরচ পড়তে পারে, এটি ৪০০ ডলারের মতো খরচ পড়তে পারে। Massachusetts General Hospital's Division of Global Health and Human Rights  ৫ ডলারে একটি UBT তৈরি করেছে যেটা খুব দ্রুত মানুষের কাছে এভালেবল হয়ে যাবে। USAID অনুসারে এটিই প্রথম UTB নই তবে এটি অনেক বেশি সহজ যা একজন কম শিক্ষিত নার্সও ব্যবহার করাতে পারবে।

Low-cost uterine balloon tamponade

আসলে আবিষ্কারগুলো এতোই প্রডাক্টিভ যে সেটা জন্মকে টিকিয়ে রাখতে, প্রতিরোধ করতে এবং সেই সাথে জীবনকে আরও একটু সহজভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আমরা এই পৃথিবীতে টিকে থাকার জন্য যেভাবে লড়াই করে যাচ্ছি, সেটা হয়তো আরও বেশি বেগবান করবে।

আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের এরকম কোন ইনোভেটিভ আবিষ্কার যা মানুষের মন ছুঁয়ে যাবে না, কিন্তু মানুষ জাতির, এই প্রকৃতির অকাঠ্য উপকার করেই যাবে। আর আপনি থেকে যাবেন জীবন থেকে জীবনে মানুষের হৃদয় পটে। সেই আবিষ্কারের কাহিনী আমাদের জানাতে ভুলবেন না।

আর কথা বাড়াবো না। ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। 🙂

আরও কিছু ফিচারড টিউনঃ

১. আপনি কি প্রিন্টেড টেক্সট বা ইমেজ থেকে টেক্সট (Printed Text/Image to Text) আলাদা করা নিয়ে চিন্তিত? এবার আপনার সকল চিন্তার অবসান ঘটাবে আজকের এই টিউন। এখন থেকে খুব সহজে প্রিন্টেড টেক্সট বা ইমেজ থেকে টেক্সট আলাদা করুন রকেট গতিতে!!

২. ক্রিয়েটিভ! ক্রিয়েটিভ!! ভাইয়া এতো ক্রিয়েটিভ ভাবনা কীভাবে তৈরি করবো? সব ক্রিয়েটিভ কাজ তো শেষ। আপনি যদি এমনটাই ভাবেন তাহলে এই টিউনটি আপনার জন্যই। এবার সবাই নিজের ক্রিয়েটিভ জগত তৈরি করুন!!

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো, তবে আমার একটা জিনিসের প্রয়োজন ছিল যদি আপনার জানা থাকে তাহলে প্লিজ দেবেন। আমি একটা ভালো অনলাইন ট্যাগ এডিটর স্ক্রিপ্ট চাই। গুগল সার্চ করে দুটো পেয়েছি কিন্তু সেগুলো ভালো না।

GravityLight বিষয় টা বেশ ভাল লাগল…এ বিষয়ে আরেকটু বিস্তারিত চাই

সরদারের কাজ এমনই হওয়া উচিৎ। খুব্ ভাল লাগল।

ভাবছিলাম, লিস্টে সুইচ এর নামটা হয়ত দিবেন ; কেননা এটা ছাড়া আমাদের সকল যন্ত্রকেই কিন্তু বিশাল ঝামেলু পোহাতে হবে 🙁

Thanks, asob khobor koi pan ?

    @তানজামিন খান: বড় বড় জার্নাল পরলে পাওয়া যাবে এরকম অপ্রতুল অনেক খবর। যেটার বিভিন্ন সোর্স আপনি নিজে বের করতে পারবেন। ধন্যবাদ। 🙂

ok. apekkha korbo

ভাই গ্রাভিটি লাইট আলো দিবে কিসের মাধ্যমে ব্যাটারি না বিদ্যুৎ।

আপনার পোস্টগুলো ভাল লাগে।
আজকেরটা একটু ব্যতিক্রম ছিল।
তাই একটু বেশিই ভাল লাগল। ধন্যবাদ এই তথ্যবহুল টিউনের জন্য।
@ইমরান_তপু ভাই

এই রকম আজিব কিসিমের পণ্য যে ধরাধামে সদর্পে বিচরণ করতেছে- সেটা তো বান্দার গোচরেই আসেনি এতদিন!! “কিউ ড্রাম” আর “কুকস্টোভ”-র থিমটা জটিল হয়েছে….আর বাত্তিটা নাগালে পেলেই একটা বাগিয়ে নেব 😆

এক ধরনের ছোট কালচে মরিচ আছে যেটা গাছে উল্টো হয়ে ধরে….বাসার টবে একসময় ছিল….শরীর গরম করা তীব্র ঝাল ওটার….ওইটার মতো ধন্যযোগ দিলুম :mrgreen:

জেনে ভালোই লাগলো।