এমএস ওয়ার্ডের জন্য বাংলা স্পেল চেকার।

দুনিয়াতে কত্তরকম সফটওয়্যার অবিষ্কার হলো। আমাদের দেশেও প্রতিনিয়ত কতকত সফটওয়্যার তৈরি হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এমএস ওয়াডের জন্য বাংলা স্পেল চেকার পেলাম না, এই দুঃখ কোথায় রাখি? 🙁 বিশেষ করে আসকিতে বাংলা লেখার জন্য। ইউনিকোডের জন্য কিছু কিছু স্পেল চেকার আছে তবে সেগুলোও এমএস ওয়ার্ডের স্পেল চেক করতে পারে না। আশা করি অচিরেই এমএস ওয়ার্ডের জন্য বাংলা স্পেল চেকার পাব।

Level 0

আমি সজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই টিউনটা সাহায্য বিভাগে রাখলে ভাল হত

আশা করতে দোষ কি।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

বুঝলাম না ?

হতাশ হলাম।

এই টিউনটা এখানে না লিখলেও পারতেন ……।।

কি বলব বুঝতে পারছিনা………… । এই টিউনটা এই মূহুর্তে ডিলিট করা উচিৎ

Level 0

তাই তো ,এতদিন মা এর ভাষায় লিখেছি।

Level 0

ACII-তে বাংলা???!!! ভাই আসকি হছে ২৫৬ সংকেত বিশিষ্ট কোড। যা প্রাথমিক স্তরের। শুধু ইংলিশ ও রোমান পরিবারের ভাষার জন্য।অন্য ভাষা কি ২৫৬ কোডেই আটে? তাই ইউনিকোডের সৃষ্টি।ভার্সন ৫০১ এ ৬৫৫৩৬টি বর্ণ আছে আর লাগবে? আপনি উদ্যোগ নেন আমি নিজে বানাইছি।আপনিও বানান।

ভাইয়া আপনার লেখার মানে টা বুজলাম না।

শিরনাম আর টিউনে আনেক পার্থক্য । শিরনামে মনে হল আপনি স্পেল চেকার নিয়ে হাজির হলেন । টিউন পড়ে আনেক হতাশ হয়েছি ।
দয়াকরে এধরনের বাজে টিউন থেকে বিরত থাকুন ।

Level 2

কোন মন্তব্য নাই।

Level 0

বিজয় ক্লাসিক অভিধান নামে একটি সফটওয়ার আছে।আমার জানা মতে এটা এমএস ওয়াডের জন্য বাংলা স্পেল চেকার এই লিংকে http://www.giveawayoftheday.com/bijoy+classic+2003/

কথা ও কাজে মিল নাই।