উপভোগ করুন হলোগ্রাফিক ছবি/ভিডিও তাও আবার বাসায় বসেই !!!

টেকটিউন পাঠক সবাইকে সালাম, অনেকদিন পর আজকে একটা মজার টিউন নিয়ে আসলাম। বাসায় বসেই উপভোগ করুন হলোগ্রাফিক ছবি/ভিডিও, এটাই মনে হয় সবচেয়ে সহজ পদ্ধতি কোন ছবি কে 3D আকারে শুন্যে দেখার জণ্য,আর কোন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই, টিউন টা ভালমত পরুন A টু z
এর জন্য আপনাদের যা যা লাগবে,
১।প্লাস্টিকের স্বচ্ছ বোর্ড (সিডি অথবা ডিভিডি স্বচ্ছ কেস)
২।বোর্ড কাটার জন্য ব্লেড।
৩।স্বচ্ছ টেপ(নতুন পিসি বাক্সে যে রকম টেপ লাগানো থাকে)
৪।কলম, কাগজ, স্কেল।
৫।আপনার মোবাইল।

কাজের বিবরনঃ

১। প্রথমে একটা সাদা কাগজে নিচের ছবির মাপ মত ট্রাপিজিয়াম সেইপ আকুন।মাপ ঠিক মত করার জন্য গ্রাফ পেপারে করতে পারেন।
এটা খুব সহজ,আমরা সবাই অঙ্কের ক্লাসে জ্যামিতি করছি, এই ধরনের সেইপ আকছি, তাই সবাই পারবেন আশা করি।এখন কাচি দিয়ে
কাগজ টা কেটে ট্রাপিজিয়াম সেইপ বের করুন  (লাল রঙের সেপ টা)।

২। আপনার কাছে প্লাস্টিকের স্বচ্ছ বোর্ড,সিডি অথবা ডিভিডি স্বচ্ছ কেস যতটুকু পু্রু যদি থাকে বা সিডি অথবা ডিভিডি স্বচ্ছ কেস  হলেও চলবে, এর উপর কাগজের সেইপ টা রেখে তার মাপের স্বচ্ছ বোর্ডটা ব্লেড দিয়ে কেটে ট্রাপিজিয়াম সেইপ বের করুন।
নিচের ছবির মত   ৪ টা ট্রাপিজিয়াম সেইপ বানান।

৩। এখন নিচের ছবির মত করে ট্রাপিজিয়াম সেইপ গুলা স্বচ্ছ টেপ দিয়ে জোড়া লাগান।তাহলে এই ছবির মত তৈরী হবে।পিরামিড এর মত উলটানো।

৪। এখন আপনার মোবাইল বন্ধ করুন এবং আপনার মোবাইল এর স্ক্রীন এর উপর ওই পিরামিড সেইপ যেটা এতক্ষন বানালেন তা রাখুন, আমার টা samsung মোবাইল,

উপরের ছবির মত করে মোবাইল টা যে অবস্থানে ধরে রেখেছি সেভাবে যেন আপনি মোবাইল স্ক্রীন না দেখতে পান, এখন মোবাইল চালু করুন।

দেখবেন ওই পিরামিড সেইপ এর ভিতর 3D আকারে লোগো টা দেখা যাচ্ছে, মনে হবে লোগো টা বাতাসে ভেসে উঠল। দেখার আগে
রুম টা অন্ধকার করবেন,তাহলে খুব ভাল বুজতে পারবেন, আমি তো দেখেই অবাক কিভাবে বাতাসে ছবি দেখা যায়,মনে হল মোবাইল থেকে ছবি
বের হয়ে উপরে উঠল। স্ক্রীন এর যে কোন স্থানে পিরামিডটা রাখবেন না, যে জায়গায় আমরা samsung লোগো টা দেখি ঠিক ওখানে রাখবেন।আপনার যদি samsung মোবাইল হয় তাহলে মোবাইল অন করার পর আমরা স্ক্রীনে যে samsung লোগো টা দেখি ওটা মনে হবে মোবাইল থেকে উপরে উঠল। অন্য মোবাইলেও লোগো যেখানে দেখা যায় ওখানে রাখবেন।
আপনি শুধু এই লোগো নয়, আপনি মোবাইল এর কোন ভিডিও প্লে করে সেটাও দেখতে পারবেন ওই সেইপ এর ভিতর, তবে সব ভিডিও দেখে ভাল বুঝবেন না, আপনি আতশবাজি ফুটানোর কোন ভিডিও প্লে করে দেখতে পারেন,মনে হবে ঘরের ভিতর শুন্যে আতশবাজি ফুটছে।
আপনি হলোগ্রাফিক ছবির নাম শুনে থাকবেন, কোন ছবি কে 3 ডাইমেনশনে দেখার ব্যবস্থা, সেটাই এখানে করার চেস্টা করেছি। আশা করি টিউন টা ভাল লেগেছে। ঠিকমত সেইপ টা বানাতে পারলে আর ছবিতে যে পজিশনে মোবাইল টা ধরে রেখেছি সেভাবে করলে ঠিকই বুঝবেন হলোগ্রাফিক ছবির মজা।

                                                      আপনাদের জন্য ২ টা ছবি দিলাম আমি যা দেখেছি,

 

সবশেষ কথা, সেইপ বানানোর সময় ব্লেড বা কাটার যে টাই ব্যবহার করুন সাবধানে করুন, কোন দুর্ঘটনার জন্য টিউনার দায়ী নয়।

সিডি কেস কেমন পুরু বুঝতেই পারছেন, আমি পুরান ছুরি দিয়ে কেটে বানাইছি, অনেক সময় লাগছে।
কিছু জানতে হলে টিউমেন্ট দিন।

***Youtube এ গিয়ে piramid hologram video লেখে সার্চ দেন, অনেক ভিডিও পাবেন, ভিডিও প্লে করার পর শুরু তে একটা ক্রস চিন্য দেখবেন ওটার ঠিক মাঝে আপনার বানানো সেপ টা বসান, তারপর দেখতে থাকুন, যেভাবে টিউনে বলেছি***

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজার একটা পোস্ট। ট্রাই করে দেখি হয় কিনা।

    Youtube এ গিয়ে piramid hologram video লেখে সার্চ দেন , অনেক ভিডিও পাবেন, ভিডিও প্লে করার পর শুরু তে একটা ক্রস চিন্য দেখবেন ওটার ঠিক মাঝে আপনার বানানো সেপ টা বসান, তারপর দেখতে থাকুন, যেভাবে টিউনে বলেছি।

Youtube এ গিয়ে piramid hologram video লেখে সার্চ দেন , অনেক ভিডিও পাবেন, ভিডিও প্লে করার পর শুরু তে একটা ক্রস চিন্য দেখবেন ওটার ঠিক মাঝে আপনার বানানো সেপ টা বসান, তারপর দেখতে থাকুন, যেভাবে টিউনে বলেছি।