প্রযুক্তি বিষয়ক ব্লগে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে যে ব্লগটি !!

Answerglobe একটি বিখ্যাত অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি মূলত একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট যা বাংলাদেশসহ বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীর মানুষের প্রতিনিধিত্ব করে। Answerglobe বাংলা অনলাইন ব্লগ কমিউনিটিতে সর্বাধিক জনপ্রিয় সাইটগুলোর একটি। এটি একটি মর্ডারেশনবিহীন কমিউনিটি ব্লগ সাইট। অতি অল্প সময়ে এতো ব্যাপক জনপ্রিয়তার জন্য সাইটটিকে অনেকে নতুন প্রজন্মের সাইট নামেও অভিহিত করে থাকে।
বর্তমানে বিশ্বজুড়ে এর প্রায় ৩০০০ ব্লগার রয়েছে; সক্রিয় ব্লগার আছে ৫ শতাধিকেরও বেশী। সাইটির দৈনিক ইউনিক ভিজিটর প্রায় ১০ হাজার। Answerglobe চালিত হয় ব্লগের অ্যাডমিনদের সমন্বয়ে গঠিত Answerglobe মর্ডারেটর প্যানেল দ্বারা। এছাড়াও এর সকল নীতি নির্ধারণ, প্রচার, রক্ষণাবেক্ষণ ইত্যাদি সকল কিছু এই মডারেটর প্যানেল দ্বারা পরিচালিত হয়।
এই সাইটটি প্রতিষ্ঠিত হয় পহেলা মে ২০১৫ সাল থেকে। অতি অল্প সময়ে এটি বিভিন্ন সফটওয়্যার, হার্ডওয়্যার, অনলাইন আর্নিং,ফেসবুক,ইন্টারনেট সহ সৃজনশীল লেখা ও ব্যাতীক্রমধর্মী কিন্তু আকর্ষণীয় বিভাগসমূহের কারণে সকল রুচীর, সকল পেশার এবং সকল বয়সের মানুষের পছন্দের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বাংলা ব্লগ কমিউনিটিতে এ দৃষ্টান্ত বিরল। এই সাইটটির প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক ও অন্যতম উদ্দোক্তা আলামিন রহমান
বাংলা অনলাইন ব্লগ কমিউনিটিতে সমাদৃত হবার এবং পাঠকদের কাছে Answerglobe জনপ্রিয় হওয়ার অন্যতম একটি কারণ এর ইউনিক বিভাগসমূহ- প্রযুক্তি, বুক রিভিউমুভি রিভিউ। ইতোপূর্বে অন্য কোন বাংলা ব্লগ সাইট এই তিনটি বিভাগসমূহ নিয়ে এতো ব্যাপকভাবে কাজ করেনি। মূলত বিজ্ঞান ও প্রযুক্তির আলো সকলের মাঝে ছড়িয়ে দেয়া, বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারের আরও উন্নত স্থানে পৌঁছে দেয়া এবং চলচ্চিত্রের মান উন্নয়ণের মতো মহতী কার্য সম্পাদনের উদ্দেশ্যে এই ব্লগ সাইটটি উপরোক্ত তিনটি বিভাগ নিয়ে কাজ শুরু করে। বহির্বিশ্ব ও অনলাইন জগতে বাংলা ভাষাকে উপস্থাপনের পাশাপাশি জাতি। ধর্ম, বর্ণ, লিঙ্গভেদ নির্বিশেষে সর্বস্তরের বাংলা ভাষাভাষীর জনমানুষের কাছে প্রযুক্তির আলো পৌঁছে দেয়া, সাহিত্য জগতের উন্নতি সাধন এবং সুস্থ ধারার চলচ্চিত্রের বিকাশ ঘটানোও এই সাইটটির আরেকটি মূখ্য উদ্দেশ্য।
Answerglobe সকলের জন্য উন্মক্ত। যার জন্য এই ব্লগ সাইটটিতে সবাই বিভিন্ন ক্যাটাগরিতে লিখতে পারেন। এই ব্লগ সাইটিতে লেখাও খুব সহজ। তাই ব্লগারদের লেখা সকলের মাঝে পৌছে দিতে এই ব্লগ সাইটটি একটি মাধ্যম হিসেবে কাজ করে।
ব্লগ সাইটির একটি ফেসবুকে ফান পেইজ আছে। কেউ যদি এই পেইজগুলোতে লাইক দিয়ে জয়েন থাকেন তাহলে প্রতিটি লেখা সবার ফেসবুক ওয়ালে পৌছে যাবে।

সবশেষে উক্ত ব্লগ সাইটে সবাইকে যুক্ত থেকে মেধার বিকাশে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। কারন এই সাইটটি জনকল্যানে পরিচালিত হচ্ছে সুতরাং এর প্রচার ও প্রসারের দায়িত্ব আপনার, আমার ও সবার।

 

 ফেসবুক পেইজফেসবুক গ্রুপ

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল

Thanks@dipto