এখান থেকে BCS, Bank, Primary Teacher Jobs preparation নিনে এবং নিজে কতটুকু প্রস্তুত তা পরীক্ষা করুন।

নমস্কার,
আশা করি সবাই ভাল আছেন, আজকে আমি BCS, Bank, Primary ‍School Teacher ও অন্যান্য চাকুরীর পরিক্ষার প্রস্তুতি সহায়ক একটি সফ্টওয়্যার MQC Bank BD নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এই সফ্টওয়্যারটি সকল স্তরের ছাত্র ছাত্রী পড়ার উপযোগী করে তৈরী করা হয়েছে, আশা করি সবার উপকারে আসবে। সফ্টওয়্যারটি আমার তৈরী করা, সফ্টওয়্যারটির প্রশ্ন ও উত্তর (MCQ) সংগ্রহ করেছেন প্রসেনজিৎ সিংহ। গুরুত্বপুর্ন ১০০০ টি MCQ দিয়ে সফ্টওয়্যারটি তৈরী করা হয়েছে।

ব্যবহারের সুবিধার জন্য সফ্টওয়্যারটিকে তিনটি স্তরে ভাগ করা হয়েছেঃ
প্রথম স্তর: Stady Level
দ্বিতীয় স্তর: Level Exam
তৃতীয় স্তর: Teypang MCQ Exam

Stady Level: এই স্তর সমূহ ছাত্র ছাত্রীদের পরিক্ষায় প্রস্তুত করার জন্য ১০০০ টি MCQ কে ১০ টি স্তরে ভাগ করা হয়েছে, প্রত্যেক স্তরে ১০০ টি করে প্রশ্ন ও তার উত্তর রয়েছে। প্রশ্ন পড়ার পর যে উত্তরটি সঠিক বলে মনে হয় সেই উত্তরে ক্লিক করতে হবে সঠিক উত্তরে ক্লিক করলে "সঠিক উত্তর" মেসেস দেখাবে ভুল উত্তরে ক্লিক করলে সঠিক উত্তর দেখিয়ে দেবে "ভুল উত্তর সঠিক উত্তর হল:(ক)"। সকল স্তরের ছাত্র ছাত্রী পড়ার উপযোগী করার জন্য সহজ MCQ সমূহ প্রথম দিকে কঠিন প্রশ্ন সমূহ শেষের দিকে দিয়ে সাজানো হয়েছে।

Level Exam: প্রত্যেক Stady Level পড়ার পরে ঐ Stady Level থেকে কতটুকু জেনেছেন তা পরিক্ষা করার জন্য Level Exam নামে একটি পরিক্ষা পাবেন ঐ পরিক্ষায় ৩৩ টি প্রশ্নের সঠিক উত্তর দিলে পরের Stady Level পড়ার পরামর্শ দেবে।

Teypang MCQ Exam: সকল Level Exam পাস করলে Teypang MCQ Exam পরিক্ষা দেওয়ার পরামর্শ দেবে। Teypang MCQ Exam ভাল ফলাফল করতে পারলে পরিক্ষাথীর নাম ও ফেইসবুক ঠিকানা (facebook url) দেওয়ার সুযোগ পাবে এবং সকল পরিক্ষাথীর তথ্যকে ফলাফলের ক্রমানুসারে সাজিয়ে নেবে।
Teypang MCQ Exam পরিক্ষাকে ১০ টি স্তরে ভাগ করা হয়েছে, Teypang MCQ Exam পাস করতে হলে প্রত্যেক স্তরে ৫ নম্বর করে পেতে হবে।

Teypang MCQ Exam নীতিমাল:
১. পরিক্ষা চলাকালে পেইজ রিলোড, রিফ্রেস বা ব্যাক দেওয়া যাবে না।
২. Teypang MCQ Exam পাস করতে হলে প্রত্যেক অংশে (Teypang MCQ Exam Part) ৫ নম্বর করে পেতে হবে।
৩. প্রতি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর দেওয়া হবে।
৪. প্রতি ভুল উত্তরের জন্য ১/৪(0.25) নম্বর প্রাপ্ত নম্বর থেকে কাটা হবে।
৫. উত্তর না্ দিলে প্রতি প্রশ্নের জন্য ১/২০ (0.05) নম্বর প্রাপ্ত নম্বর থেকে কাটা হবে।
৬. নির্দিষ্ট সময়ের মধ্যে উ্ত্তর সাবমিট করতে হবে।
৭. আপনার প্রাপ্ত নম্বর শৃন্য (0) এর কম হলে আপনার প্রাপ্ত নম্বর শৃন্য (0) ধরা হবে।
৮. চারটি উত্তর হতে একটি (১) উত্তর সিলেক্ট করতে হবে, অন্যথায় ভুল উত্তর হিসেবে ধরা হবে।

যে ভাবে Teypang MCQ Exam পরিক্ষা শুরু করবেন?
প্রথমে Teypang MCQ Exam ক্লিক করুন তারপর,
“আমি পরিক্ষার নীতিমালা, সর্তকতা, পরামর্শ পড়েছি
এবং সকল নীতিমালা মান্য করব”
চেক বক্স এ ক্লিক করে “Start Exam” বাটনে ক্লিক করুন।
(এই চেক বক্স এ ক্লিক করা মানে অপনি সকল নীতিমালা পড়েছেন ও সকল নীতিমালা মান্য করবেন বলে অঙ্গীকার করতেছেন বলে ধরা হবে)

আমার অনুরোধ: কোন প্রকার ভুল পেলে আমাদের ফেইসবুক পেজে জানাবেন ও সফ্টওয়্যারটির সম্পর্কে আপনার মতামত দিন।
গুরুত্বপূর্ন MCQ আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করে থাকি, ফেসবুকে গুরুত্বপূর্ন MCQ পেতে আমাদের পেজে লাইক দিন আমাদের ফেসবুক পেজ

লিঙ্ক সমূহ:
MCQ Bank BD
Teypang MCQ Exam

Level 1

আমি শ্যামল সিংহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় শ্যামল সিংহ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।