শাওমি নিয়ে আসছে 5জি ফোন ১০ জিবি র‌্যামের

শাওমি (Xiaomi) বাংলাদেশের জনপ্রিয় মোবাইল কম্পানি। এই কম্পানি অতি কম বাজেটে অনেক হাই ফিউচার দিয়ে থাকেন যা অনন্যাও মোবাইল কম্পানি দিতে পারেনা বা দেন না।

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি শিগগিরই বাজারে নিয়ে আসছে ১০ জিবি র‌্যাম বিশিষ্ট স্মার্টফোন। এই ফোনটির মডেল মি মিক্স থ্রি (Mi Mix 3)।

এই ফোন কম্পানি অক্টোবর, ২০১৮ তে ঘোষণা করেছেন এবং এই ফোনটি বাজারে আসবে নভেম্বর, ২০১৮ তে কিন্তু মি মিক্স থ্রি (Mi Mix 3) ফোনটিতে ৫ জি নেটওয়ার্ক সমর্থন করবে। এটি হবে শাওমির প্রথম ফাইভ জি ফোন। এছাড়াও এতে থাকছে ১০ জিবি, এবং ৮ জিবি র‌্যাম।

ফোনটিতে থাকবে স্লাইডার ক্যামেরা। এর আগে অপো ফাইন্ড এক্স ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।

ফোনটিতে রয়েছে ৬.৩৯ ইঞ্চির সুপার এমুলেট ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২৩৪০ পিক্সেল। এতে ৪×২.৮ গিগাহার্জের অক্টাকোর সিপিইউ এবং এক্সিনোস কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট রয়েছে। ৬ জিবি, ৮ জিবি, এবং ১০ জিবি র‌্যামের মি মিক্স থ্রি (Mi Mix 3) মডেলের ফোনটিতে ১২৮ জিবি, ২৫৬ জিবি স্টোরেজ বিল্টইন রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে না।

 

ছবির জন্য আছে ডুইল ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ডুইল: Mechanical pop-up ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা।

ব্যাকআপের জন্য ফোনটিতে নন-রিমুভাল ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। অ্যানড্রয়েড ৯.০ (পয়ে) অপারেটিং সিস্টেম চালিত শাওমি (Xiaomi) এই ফোনটির মূল্য ঠিক ভাবে বলা সম্ভব নয় তবে এর দাম হতে পারে। কিছুদিন আগে এক প্রতিবেদন মারফর জানা গিয়েছিল ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম স্টোরেজের এই ফোনের দাম হবে ৪৬, ৩৫০ টাকা, এবং ৮ জিবি র‌্যামের আরেকটি ভার্সন পাওয়া যাবে ২৫৬ জিবি রম ভার্সনে। এর দাম হবে ৫১, ৭৫০ টাকা এর মধ্যে। এছাড়াও ১০ জিবি র‌্যাম ভার্সনের ফোনটির দাম এখনো জানা যায়নি।

এই ফোনটি বিষয়ে আরো জানতে চাইলে ভিসিট করুন

Level 0

আমি মেজবাহ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস