FPS কি❓Slow মোশন ভিডিও তৈরীতে FPS এর প্রয়োজন হয় কেন❓

শুরুতেই আমরা জেনে নিই ভিডিও কিভাবে তৈরী হয়?

যখন আমরা ভিডিও শুট করি তখন মুলত ক্যামেরা একের পর এক ছবি উঠিয়ে থাকে।

আর এই ছবিগুলোকে যখন একের পর এক জোড়া দেওয়া হয় তখন এটাকে ভিডিও আকারে দেখা যায়।

FPS- Frame Per Second.  আর ভিডিওতে প্রতি সেকেন্ডে যে ছবি ওঠানো হয় তাকে FPS (Frame Per Second) বলে।

ধরুন কোনো একটা ভিডিও 24 FPS এ রেকর্ড করা। অর্থাৎ ক্যামেরাটি প্রতি সেকেন্ডে ২৪টি ছবি উঠাবে।

ঠিক একইভাবে কোনো ভিডিও যদি 120 FPS এ রেকর্ড করা। তাহলে ক্যামেরাটি প্রতি সেকেন্ডে ১২০টি ছবি উঠাবে।

এই FPS এর ব্যবহার সবচেয়ে বেশি হয় Slow মোশন ভিডিও তৈরীতে।

ধরুন কোনো ক্যামেরা যদি Slow মোশন ভিডিও ১০০ FPS এ রেকর্ড করে, তাহলে রেকর্ড সম্পূর্ন হওয়ার পর ভিডিও FPS অর্ধেকে এসে যাবে, প্রায় 50 FPS এ এসে যাবে। ভিডিওর FPS যত বেশি হবে ভিডিওটিকে Slow মোশন এ দেখতে ততো সুন্দর লাগবে।

ভিডিওর FPS যত বেশি হবে ভিডিওটি ততো স্মুথ হবে। আমরা ইউটিউব সাধারণত ৩০ FPS এ দেখি। আবার এটাও মাথায় রাখতে হবে, ভিডিওর FPS যত বেশি হবে ভিডিওর সাইজও বেশি হবে।

আরেকটা তথ্য দিয়ে রাখি, এখন পর্যন্ত পৃথিবীতে মানুষের সবচেয়ে Slow রেকর্ডিং করা ভিডিও 10 ট্রিলিয়ন FPS. যা দিয়ে আলোর গতি পর্যন্ত দেখা সম্ভব।

আজ এ পর্যন্তই।

ফেইসবুকে আমি- https://www.facebook.com/iamzakirhosain

Level 2

আমি জাকির হোসেন জিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস