পিসিতেই স্বাদনিন Amazon এর Kindle এ বই পড়ার মজা এবং যে কোন PDF কে Kindle ফরমেটে রুপান্তর করুন।

ইন্টারনেটের কল্যানে ই বুক গুলো সহজলভ্য হয়ে উঠছে। প্রয়জনে পাওয়া যায় যেকোন বই। শুধু মাত্র বইয়ের নাম লিখে গুগলিং করলেই পাওয়া যায় কাঙ্খিত বইটি। বইটি ফ্রীতে পাওয়া গেলো তো ভালোই। কিন্তু একটু যে সব বই ফ্রিতে পাওয়া যায় না একটু বুদ্ধি খাটিয়ে গুগলকেই কাজে লাগিয়ে প্রিমিয়াম বইটি ইন্টারনেটের কোনা কানি থেকে বের করা যায় সহজেই। কিন্তু বাদ সাধে বইটি পড়া নিয়ে। পিসির সামনে তো বসে বসে পুরো বই আর পড়া যায় না। বোরিং লাগে। তাই কিছুক্ষন পড়ার পর যদি পেইজটাকে বইয়ের মত ভাঝ করে রেখে পরে আবার পড়া যেত, অনেক ভালো লাগত তাই না? আমাদের পিডিএফ রিডারে এ এসব সুবিদা পাওয়া যায় না।

মানুষের সুবিদার কথা চিন্তা করে Amazon তৈরি করল Kindle. যার মধ্যে বইয়ের হার্ড কপি পড়ার মতই মজা পাওয়া যায়। কিন্তু এখানে আরেক সমস্যা। Kindle এর আকাশচুম্বি দাম। তাই বলে কি আমরা Kindle এর স্বাদ নিব না? হ্যা Amazon নিজেই তৈরি করল "Kindle for PC"  এ সম্পর্কে আরিফ নিজামি ভাইয়ের একটি সুন্দর টিউন রয়েছে। নিচের লিঙ্ক থেকে একটু অতিতে ফিরে গিয়ে দেখে আসুন তিনি কি লিখছেঃ

ঐখানে Kindle কি, "Kindle for PC"  ডাউনলোড,ইন্সটল, ব্যবহার ও "Kindle for PC"  এর জন্য কিভাবে বই পাবেন তা জেনে আসছেন তাই না? কিন্তু আমাদের কাছে যত বই আছে তার সব গুলোই সাধারনত PDF, কিন্তু Kindle তে PDF সাফোর্ট করে না। কারন Kindle এর বই গুলোর ফরমেট .mobi। এর জন্য আমাদেরকে PDF ফরমেটকে .mobi ফরমেটে রুপান্তরিত করতে হবে।
তার জন্য  Auto Kindle eBook Converter টি ডাউনলোড করে নিন। এবং ইন্সটল করে আপনার PDF ফাইল গুলোকে .mobi ফাইলে কনভার্ট করে  "Kindle for PC"  রিডার দিয়ে পড়তে থাকুন। Auto Kindle eBook Converter দিয়ে PDF  ছাড়াও HTML ফাইল/ওয়েব পেজ গুলোকে  .mobi  ফরমেটে কনভার্ট করতে পারবেন।
এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি কষ্ট করে কেন PDF ফাইলকে mobi ফাইলে কনভার্ট করব? বা Kindle দিয়ে পড়ার দরকারই বা কি। উত্তর হচ্ছে  Kindle  এর বাড়তি কিছু সুবিদা। যেমন যতটুকু পড়া শেষ হয়েছে সেখানে মার্ক করে রাখা। কোন শব্দের অর্থ না জানলে তার অর্থ বের করার জন্য Oxford Dictionary ব্যবহারের সুযোগ। Amazon এর ফ্রী বই গুলো পড়ার সুযোগ সহ আরো অনেক সুবিদা। তাছাড়া ইন্টারনেটে প্রয়জনীয় অনেক গুল বই পাওয়া যায় যা Kindle দিয়ে পড়তে হয়। যতদিন না Kindle কিনতে পারি ততদিন "Kindle for PC"  দিয়েই কাজ চালিয়ে নি। কি বলেন।

আশা করি বই পাগলাদের একটু হলে ও উপকারে আসবে আমার এ ক্ষুদ্র টিউন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

এখনই ডু_মেরে আসি, কেমন লাগে। ধন্যবাদ জাকির ভাই আপনার বরাবরের মত সুন্দর তিউনের জন্য।

Level 0

tnkz

Level 0

but eta ki dekai .mobi format toh korlam…porbo ki vabe.porte gele dekai

We're sorry. Kindle for PC is not currently available in Bangladesh.

need sum information.

    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/31528/ এটা কষ্ট করে আবার পড়ুন। আমি নিজে ও ব্যবহার করছি। অসাধারন লাগে। তার পর সমস্যা হলে বলবেন। আমি আপনার জন্য আপলোড করব।

অনেক দিন পর টিউন করলেন জাকির ভাই… শেয়ার করার জন্য ধন্যবাদ

যদিও পুরান টিউন।

অনেক ধন্যবাদ জাকির ভাই বরাবরের মতোই গোছানো টিউন। আপনাদের মতো হাইলি টিউনাদের কাছে থেকে আরো সুন্দর আর মজার টিউন আমাদের মতো পাঠকদের প্রত্যাশা!!!!!

Level 0

valo jinisher shad neya amr vaggei nai !!! amazon theke kindle namate gelam dekhai, not available in bangladesh, r apner converter namateg gelam dekhai wait ur downld wil strt shortly, kal raat theke boshe achi, vai aktu ai ovaga k poth dekhaben ?

শেয়ার করার জন্য ধন্যবাদ

বাংলা বই কনভার্ট করলে লেখা নষ্ট হয়ে যায়। কি করতে পারি এখন।

Level 0

keo ki ata amr jnno media fire e upload dite parbe?

Level 0

jak sofol holam

Level 0

Jakir vai I need "Modern Digital Electronics"
By R.P. Jain please help me.