ফ্রী হোক বা টাকা দিয়ে হোক ব্যাকলিঙ্ক ক্রয় করা বন্ধ করুন। নতুন ব্লগার দের জন্য এক্সকুসিভ আর্টিকেল।

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

বর্তমানে গুগলে সার্চ করলে দেখতে পাবেন অনেক ওয়েব সাইট আছে যারা টাকা এর বিনময়ে হোক বা ফ্রী হোক " ১০০০ থেকে ১০০০০ ব্যাকলিঙ্ক দিচ্ছে! আমি সর্ব প্রথম একটা ব্লগ করেছিলাম ২০০৯ সালে আর এইসব ধান্দা করতে গিয়ে ব্লগ টা কে স্পাম খাওাইছি। কারন আমার মাথায় তখন ছিল " যে ভাবেই হোক না কেন বেকলিঙ্ক নেওয়া। সেই ব্লগ টা বেঁচে নেই কারন পুরা ব্লগটাই হয়েগেছিল অন্যরকম। সারা দিন এসইও করেও আনতে পারি নাই ট্রাফিক।

অনেক নতুনরা আছেন যারা আমার মতো এই ভুল করেছেন বা করবেন তাদের জন্যই আমার এই পোস্ট। হ্যাঁ আপনি পাবেন ১০০০ থেকে ১০০০০ ব্যাকলিঙ্ক কিন্তু কাজের নাহ। সেই সব ব্যাকলিঙ্ক আপনাকে একটাও হেল্প করবে নাহ বরং আপনার ব্লগ বা সাইট এর ক্ষতি করবে। এই ধরনের কাজ এক বা একাধিক বার করলে আপনি গুগল এর কাছে ধরা পরবেন কারন মনে রাখবেন গুগল রোবট আপনার সাইট নিয়মিত দেখাশুনা করে, আর ধরা পরা মানে আমার মতো অবস্তা হবে। প্রতিদিন পোস্ট করবেন কিন্তু গুগল সাবমিট করবে নাহ সার্চ ইঞ্জিনে, ব্যাকলিঙ্ক নিবেন তাও কাজ করবে নাহ।

সময় নাই ঘণ্টার পরে ঘণ্টা ধরে ব্যাকলিঙ্ক এর জন্য কাজ করার ?

আপনি যদি বেস্ত মানুস হয়ে থাকেন তাহলে আরও কিচু উপায়ে আপনি মূল্যবান বেকলিঙ্ক পাবেন। যেমন আপনি কিছু টাকার বিনিময়ে oDesk অথবা DeshiWorker অথবা Freelancer এই সব ফ্রীলাঞ্চিং মার্কেট প্লেসে আপনার ব্যাকলিঙ্ক এর কাজটি কোন ভালো কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন । এই ভাবে করলে আপনার সাইট যাই হোক না কেন ব্যাকলিঙ্ক এর জন্য গুগল এর স্পাম খাওয়া থেকে বাঁচবে।

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ।
পোস্টটি সর্ব প্রথম টেকটিউনসে প্রকাশিত ।
আমার এসইও লারনিং ব্লগে আপনারা সবাই স্বাগতম

Level 0

আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা কোন কথা হলো? আপনিতো টাকা দিয়ে ব্যাকলিঙ্ক এর কাজ করাতে বলছেন। সেটাও তো কেউ না কেউ করে দিবে। তারচেয়ে নিজেই কিভাবে সঠিকভাবে কাজটি করবে সেটা বলেন।

    @ডাঃ রায়হানুল এহসান: লুল, ভাইয়ের কথায় যুক্তি আছে। আমি কখনই এইটা মানিনা যে ব্যাকলিঙ্ক কিনলে আপনার সাইটের খুব ক্ষতি হবে। গুগল আমার নিজের ১টা সুপার ব্লগ ডিলেট করছে কিন্তু সেইটা স্পামিং এর জন্য। আপনাকে আগে বুঝতে হবে স্পামিং কি আর পেইড লিঙ্ক কি। আপনি যদি আপনার ব্লগকে প্রমোট করার জন্য যেখানে সেখানে আপনার ব্লগের লিঙ্ক রেখে আসেন তাহলে সেইটা স্পামিং। আপনি যদি কোন এস ই ও টুল ইউজ করে উলটা পাল্টা ব্যাকলিঙ্ক করলেন। যেমন আপনি স্ক্র্যাপবক্স উইজ করে ১ ঘণ্টায়৫০০০ কমেনট ব্যাকলিঙ্ক করলেন তাহলে এর ফল কি ভাল হবে? কখনই না, তাই বলে কি এস ই টুলস গুলো কাজের না? যারা বলে কাজের না তারা মহা গাধা আর এস ই ও এর এস ও বুঝেনা। আপনি সব টুলস ই ইউজ করবেন কিন্তু কিছু টেকনিক খাটিয়ে যা আমি আমার কয়েকটি টিউনে বিস্তারিত বলেছি। এখন আসি পেইড লিঙ্ক কারবারে, আপনি কোন এস ই ও প্রভাইডার থেকে ১০০০ সোশ্যাল বুকমার্ক কিনলেন এতে কি হবে? আপনার সাইটের ক্ষতি হবে? যারা এমনটা মনে করেন তারা আমার কাছে আইসেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। পেইড লিঙ্ক বলতে বুঝা হয় সেপ নেট ওয়ার্ক লিঙ্ক গুলোকে, ব্লগরল লিঙ্ক, এই গুলোকে। সেপ লিঙ্ক অনেক পাওয়ারফুল আর এই লিঙ্ক গুলো দিয়ে খুব সহজেই হাই কম্পিটেশন কি ওয়ার্ড গুলোকে র‍্যাঙ্ক করা যায়। কিন্তু এইগুলো পারফেক্ট ব্লাক হ্যাট আর ১ বার যদি এই নেটওয়ার্ক খুজে বের করতে পারে তাহলে কেল্লা ফতে। যদিও মাত্র ৪% থেকে ৫% ব্লগ নেটওয়ার্ক গুগল রিভিল করতে পারে। আর এই লিঙ্ক গুলো কিনার সামর্থ্য মনে হয় এই খানকার কাররই হয় নাই। কারন ১টা সেপ লিঙ্কের জন্য আপনাকে ৫০০ ডলার পর্যন্ত খরচ করতে হতে পারে।

হ্যা ভাই আল্লাহর রহমতে আমার প্রতিটি পোস্ট ই প্রতম পাতায় আসে এবং কিছু কিছু গুগল সার্চে এক নম্বর
যেমন
download many cam pro + crack
iphone backup extractor registration key
photoshine gratis+craks+serial
rangeela by shirin mp3
acdsee 15 mediafire link
your uninstaller 7 serial key
hot alarm clock serial
photoshine gratis+craks+serial
download norton internet security 2013 with crack
serial key for stardock fences 2.10
microsoft visio pro 2013 x86
folder lock 7.2 serial number

কিন্তু আর ও ভিসিটর কিভাবে বাড়ানো যায় জানাবেন কি???
িআমি যদি .com ডোমেইন কিনি তাহলে কি ভিজিটর বাড়বে ও ইনকাম বেশী করা যাবে??? জানাবেন??

    @dreammucic.blogspot.com: @dreammucic.blogspot.com: ভাইজান, আপনি যে সব কি ওয়ার্ড দিয়ে নাম্বার ১ পজিশনে আছেন অইগুলা দিয়ে আপনি কতটুকু ভিজিটর আশা করেন? সার্চ ভলিঊম তো এক্কেবারেই কম। ধরেন কোন ক্লাসে ছাত্র ৩ জন আর আপনি তার মাঝে নাম্বার ১ হইলেন, এতে আপনার কতটুকু লাভ হবে? যদি ভিজিটর চান তাহলে ভাল কিছু কি ওয়ার্ড সিলেক্ট করেন। আপনার ১০০ টা পোস্টের কাজ ১টা পোস্ট করবে।

Level 0

@dreammucic.blogspot:vai apnar site ta ghure elam .valo laglo.apnar email address ta deoa jabe?

@T.T. PAGLA : ধন্যবাদ৤ অবশ্যই৤
[email protected]

ভাই আমি নতুন একটা ডোমেইন কিনেছি।মাত্র ১৭ টা পোস্ট দিসি কিন্তু গুগলে ১২ টা শো করে।বাকি গুলো শো করে না???এটা কি কোন প্রবলেম।

    @Abdul Kader: ঘটনা হইল বাকি ৫ টা পোস্ট গুগুল ইনডেক্স করে নাই। ওয়েব মাষ্টার গিয়ে নতুন ভাবে ৫টা পোস্ট সাবমিট করেন কাজ হয়ে যাবে। সাথে কিছু সোশ্যাল বুকমার্ক করেন। ইচ্ছা হলে পিং ও করতে পারেন।

Level 0

amar blogta dekhe ektu bolben… ki ki pblm ache

http://impactind.blogspot.in

    @chin2: আপনার ব্লগে অনেক সমস্যা। অনপেজের কাজ কিছুই করেন নাই। সাইট নেভিগেশন ঠিক করেন নাই। আগে এইগুলা ঠিক করেন। আর মাউস পয়েন্টারে যে ঝিকিমিকি লাগাইছেন অই গুলান অদরকারি জাভাস্ক্রিপ্ট। খালি আপনার সাইট স্লো করবে। এই সাইটে যদি ২০০০ পোস্ট ও করেন তাহলেও কাজ হবেনা। অনপেজ কমপ্লিট করে সাইট ম্যাপ সাবমিট করেন। পরে আস্তে আস্তে কি ওয়ার্ড অনুযায়ী ব্যাকলিঙ্ক করতে থাকেন। ১ মাসে যদি ৩ ডাবল ভিজিট না বাড়ে তো আমাকে বইলেন।

@chin2 : Apnar theme template ta sundor, eai theme template er name ki?
kintu post onek kom

Level 0

Saon A Menz@ Via amer blog a visitor baranor jonno ki korta hoba aktu help korun
http://fullmoviedownload-online.blogspot.com/

    @MD SOHAG: গুগলে সাইট সাবমিট করা হয়ে গেলে ভাই খিছ দিয়া খালি ব্যাকলিঙ্ক করেন। খুব বেশি না, প্রতিদিন ৫টা থেকে ১০টা হাই পি আর ডু ফলো ব্লগে আপনার সাইট এর লিঙ্ক বিলদিং করেন। আর মেইন সাইট লিঙ্ক দিয়াই প্রতিদিন ৫ টা কইরা সোশ্যাল বুকমার্ক করেন। এই ভাবে ৭ দিন করেন, রেজাল্ট যদি না পান তাহলে পয়শা ফেরত।

Level 0

Thanks Brother

Level 0

via aktu kosto kora do follow high page rank blog link ar list ta diben plz

আমার এই সাইট সম্পর্কে আপনার পরামর্শ আশা করছি।

আমার এই সাইট সম্পর্কে আপনার পরামর্শ আশা করছি। http://www.fundiary.in

@Saon A Menz ভাই আমার সাইট টা কি কস্ত করে দেকবেন।কি কি সমস্যা আছে http://www.starforever.net/

ভাই আমার সাইট টা একটু দেকবেন আমার সাইট টা কি লোড হতে বেশি সময় নেয়?
nicepicsworld.blogspot.com

Bro Amar tao ektu check koira bolen. Ki problem ase. Ki korte hobe…
http://chemistrylab.asia/

Level 0

hello tuner bro apnar sathe amar kicu kotha cilo plz nock me on fb https://www.facebook.com/ochena.sawon

backlink ar social bookmarking korar system ta keu aktu clear kore bolen plz

@dreammucic.blogspot.com: ভাই প্রতিদিন ১৪০০ লোক ভিজিটর থাকলে পোষ্টগুলি যদি ইউনিক হয় তাহলে এমনিতেই প্রথম পেজে চলে আসে।