সাইটের ভিজিটর হিউজ বাড়াবার জন্য SS SEO ট্রিক্স। পর্ব ১

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

হ্যালো ওয়েবমাস্টারস।

হুম আমি জানি যারা এই পোস্ট দেখছেন তাদের সবার ই একটা হলেও ওয়েবসাইট আছে। সো আজাইরা পেচাল রেখে আপাতত ফোকাস করা যাক মুল বিষয়ের দিকে।

গুগলের এলগরিদম আবডেট গুলোর পরে ব্যাপক ধরা খাই আমার একটা সাইটে। ধরা খাই বলার কারন আমার ডেইলী ভিজিটর হুট করেই নেমে যেতে থাকে । আর এমন একটা অবস্থা যে আগের ভিজিটর বাড়ার বদলে কমে তিন ভাগের একভাগ হয়ে গেছে অলরেডী। সমাধানের কোন উপায় আসতেছে না মাথায়।

একটা সময় সার্চ ইঞ্জিন গুলো খেয়াল করতো meta keyword এর দিকে। ছোটখাট সার্চ ইঞ্জিন গুলো এখন ও ফলো করে। বাট আপনি জানেন কি গুগল এ ট্যাগ টারে গনায় ধরাই বাদ দিয়ে দিছে ? হুম আমি বাজে কথা বলছি নাহ।

তারপর হাতে থাকে meta এর ডিস্ক্রিপশন ট্যাগ। কিন্তু আমি অবাক হয়ে যাই কদিন আগে। একটা কি ওয়ার্ড এ আমার একটা সাইট প্রথম রেজাল্ট ছিলো। সেটা গুগলের সার্চ পেইজে দেখলাম হাইলাইট আসছে টাইটেল আর বডিতে থাকা কনটেন্ট। মানে টাইটেল আর ব্লগপোস্টের শরীরের একটা অংশের কিওয়ার্ড টা। ডিস্ক্রিপশনের কোন নাম গন্ধ নাই।

সো এখন মাথায় ঘুরতেছে আমার মিউজিক সার্চ ইঞ্জিনের ভিজিটর কিভাবে ফেরত আনা যায়। আগের যে অংশ টা রোজ আসতো তারা গুগল এনালাইসিস এ দেখলাম ঠিক ই আছে, কিন্তু নতুন ভিজিটর গেছে একেবারে কমে ?

কারন কি ? খেয়াল করেন সাইট টা। হোম পেইজে কিছুই নাই। এটা চলতো হাতে গোনা কয়েক টা ব্যাকলিঙ্ক এর হেল্প এ। যেহেতু আমার বডিতে কোন কনটেন্ট নাই, সো গুগল দিলো আমাকে মেরে। হোক গাহ।ব্যাবস্থা একটা হয়ে যাবে।

এবার ট্রিক টায় যাই আমরা। টপিক টার নাম long tail keywords. মানে লম্বা লেজের কিওয়ার্ড। মানে কি বুঝছেন ? ধরা যাক আপনার মেইন কিওয়ার্ড “মিউজিক”। বুঝতেছেন ই দামী কিওয়ার্ড আর এ নিয়ে সাইট অনেক। তো এ কিওয়ার্ড এ কিছু পাইতে হইলে আপনাকে খাটা লাগবে অনেক বেশী, আর সময় লাগবে ঠিক কবছর আমার জানা নাই। সো এবার আসুন আমরা একটু অন্য ভাবে চিন্তা করি।

গুগলে “মিউজিক” লিখে যদি ১০০ জন সার্চ করেন, তার মধ্য শতকরা ৮০ জন ই চান ফ্রি গান বা ফ্রি মিউজিক। তো আমরা আমাদের মেইন কিওয়ার্ড টাকে একটু লম্বা করে বানাই “free music” । এটাও কিন্তু বহুল ব্যাবহৃত কিওয়ার্ড। অনেক সাইট ব্যাবহার করার ই কথা। সো এটা নিয়েও কাজ করা ব্যাপক কষ্টের কাজ। এবার চিন্তা করেন।

মাথা ঘামান, মানুষ ফ্রি মিউজিক কেনো চায় ? শোনার জন্য, কেনার জন্য না ডাঊনলোড করার জন্য ?

জী, আমিও জানি ডাউনলোড করার জন্য। তো কিওয়ার্ড টাকে আরেকটু লম্বা করে আমরা বানাই “Download Free Music” । কি ভাইয়া, এবার দেখেন তো, আগে যেখানে আপনার সেইম কিওয়ার্ড এর সাইট ছিলো ১ লাখ, তা কমে এতক্ষনে ২০ হাজার হয়ে গেছে।

আমি উদাহারন দিলাম। wordpress plugin কে কিওয়ার্ড না ধরে “Related post plugin” ব্যাবহার করতে পারেন। আর একটু লম্বা করে ব্যাবহার করতে পারেন “most sample related post plugin” । আর আরো লম্বা করে করা যাইতে পারে ‘most sample related post plugin free download” । এবার এটাকে নিয়ে কাজ করেন, বডির মোট লেখার শতকরা ২ ভাগ এ এই লেখাটুকু থাকলেই চলবে। না না ! ৩ বা ৪ বা ৭/৮ ভাগ না। ঐদিন গেছেগা। আপনি শতকরা দুভাগ ই দেন, তাতেই চলবে না সুধু, দৌড়োবে।

এন্ড একটা টিপস, গুগল কে বোকা বানাবার কথা ভাববেন না, কেউ কোটী টাকা দিতে চাইলেও না, ক্রল বট আপনার আমার সবার থেকে হাজারগুন বেশী স্মার্ট আর সে ন্যাচারাল ব্যাপার লাইক করে। এমন কিছুই করবেন না যা স্বাভাবিক না, যেমন ধরেন এক রাতে আপনার সাইট কে নিয়ে কেউ কি ২০ বার লিখবে কিছু ? নাহ, একটা লোকাল সাইটের জন্য ব্যাপার টা অস্বাভাবিক, সো একরাতে ১০/২০ টা ব্যাকলিঙ্ক করা টাও বোকামী বলবো আমি।

আপাতত এইটুকু।সৌজন্যে ফাজলামী ডট কম

আমি ফেইসবুক - টুইটার - লিঙ্কেড ইন

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

বেশি বোঝলামনা

ধন্যবাদ ভাইয়া 🙂

Download সাইটে এডসেন্স ব্যবহার করা যায়?

ki j likhse !!

agaw bujlm nah r matha tw durei thak . . .

ekta. 2-3 hour er full tutorial hole vlw hy !!!

ওয়াও দারুন হয়েছে

ফেইক কোন কিছু করা ভালো না। আমাদের একটি ই-কমার্স সাইট আছে সেটার জন্য আলাদা ভাবে কোন ফেইক লাইক বা ভিজিটর নেয়ার প্রয়োজন মনে করি নাই তাতেই এলেক্সা র‍্যাঙ্ক অনেক ভাল আছে http://www.eghor.com