নতুন ব্লগারদের ব্লগিংয়ে সফলতা অর্জনের কার্যকারী টিপস

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

বন্ধুরা আজ আমি আবার লিখতে বসলাম টেকটিউনস এ, কারণ এখানে কিছু লিখে তা আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, ভালো লাগে আমার জানা কিছু আপনাদের জানাতে, ভালো লাগে আপনাদের কাছ থেকেও কিছু জানতে, তাই তো বার বার ছুটে আসি আপনাদের মাঝে, কারণ এখানে সব থেকে বেশি যেটা  ভালো লাগে তা হলো আমাদের প্রাণ প্রিয় ব্লগ টেকটিউনস এর সকল টিউনার ভাইদের টিউন পড়তে। যাইহোক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে বিশেষ করে যারা বর্তমান সময়ের অনলাইন জগতের সব থেকে আলোচিত বিষয় ব্লগিং এর মাধ্যমে ইনকাম করবেন বলে ভাবছেন তাদের সাথে ব্লগিং এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব । বন্ধুরা আপনারা যারা ব্লগিং এর মাধ্যমে ইনকাম করবেন বলে ভাবছেন তাদের কে এই জগতে স্বাগতম জানাচ্ছি। সাথে সাথে এটিও স্বরণ করে দতে চাচ্ছি যে এই জগতে পা দেওয়ার আগে আপনি কি ভেবে দেখেছেন আপনি কোথায়, কেন যাচ্ছেন ? যদি না ভেবে এই জগতে পা দেন তাহলে আমি বলব এখানে আপনার  আসার দরকার নাই, কারণ আপনি আপনার জীবনের যে কোন সিদ্ধান্ত নেবেন তা অবশ্যই ভেবে চিন্তে ধীর স্থীর ভাবে নেবেন তাহলে আপনার সফলতা কোন মানুষ ঠেকাতে পারবে না ইন শা আল্লাহ ।

bloging tips image

বন্ধুরা আপনাদের মধ্যে থেকে অনেকে হয়ত ভাবছেন যে ব্লগার হিসাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন তারাও এই পোষ্টটি মনোযোগ সহকারে পড়বেন, কারণ আমার মনে হয়, যারা নতুন ব্লগিং শুরু করেছেন এবং যারা শুরু করবেন বলে ভাবছেন তাদের হ্য়ত কিছুটা হলেও উপকারে আসবেন আজকের এই পোষ্টটি । তাহলে চলুন শুরু করি মূল আলোচনা।

১. ব্লগ সম্পর্কে জানুনঃ বন্ধুরা আমি আপনাদের প্রথমেই বলব ব্লগ শুরু করার পূর্বে ব্লগ সম্পর্কে ভালোভাবে জানুন, বোঝার চেষ্টা করুন আসলেই ব্লগিং আপনার জন্য উপযুক্ত কিনা, কেননা ব্লগিং করবেন আর ব্লগ সম্পর্কে ভালো ভাবে জানবেন না সেটা তো হবে চোখ থাকা সত্বেও অন্যের উপর চড়ে বসার মত । কোন কোন বিষয় জানতে হবে ? তাহলে দেখুন ঃ- (১) ব্লগ কি,(২) ব্লগিং করে লাভ কি,(৩) ব্লগিং করে কি আয় করা যায়?,(৪) ব্লগিং কিভাবে করতে হয়?, (৫) ব্লগিং করতে আপনার কি কি গুণ থাকা জরুরি,(৬) ব্লগিং কত প্রকার ও কি কি?   ইত্যাদি ইত্যাদি বিষয় আপনার জানা থাকা দরকার, একজন ব্লগারের সব থেকে বড় গুন যেটা থাকা দরকার তা হলে বেশি বেশি বিভিন্ন ব্লগ পড়ার অভ্যাস ।
blogging-tips-for-beginners

২. সিদ্ধান্ত এবং পরিকল্পনাঃ বন্ধুরা মনে করুন আপনি ব্লগিং করবেন বলে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এবং শুধু এই জন্যই অনেক দিন ধরে বিভিন্ন ব্লগও পড়ছেন আর এখন আপনি নিজেকে এই ব্যাপারে ফিট বলে মনে করছেন, তাহলে এখন আপনাকে অত্যান্ত দক্ষতার সাথে একটি ছক তৈরি করতে হবে যেখানে থাকবে আপনার ব্লগের সকল তথ্য । জীবনের যে কোন সিদ্ধান্ত সফল করার জন্য যেমন অনেক পরিকল্পনা করতে হয় ঠিক তেমন পরিকল্পনা করুন।  কিভাবে পরিকল্পনা করবেন ? (১) আপনি কি বিষয়ের উপর ব্লগিং করবেন, আপনি আপনার নিজের ব্লগ সাইটে ব্লগিং করবেন নাকি অন্যের সাইটে ব্লগ লিখবেন?, আপনি কি আয়ের জন্য ব্লগিং করবেন নাকি শখ মেটাতে? আমি আপনাকে একটি কথায় বলব তাহল আপনি আপনার ব্লগ টা ঐ বিষয়ের উপরেই দাড় করান যে বিষয়টা আপনি সব থেকে ভালো জানেন।

blogging-tips

৩. প্লাটফর্ম নির্বাচনঃ বন্ধুরা আপনাদের ২ নম্বর ধাপে বলেছিলাম আপনি আপনার নিজের ব্লগ সাইটে ব্লগিং করবেন নাকি অন্যের সাইটে ব্লগ লিখবেন? যদি অন্যের ব্লগ সাইটে ব্লগ লেখেন তাহলে আপনার জন্য তো কোন প্লাটফর্ম নির্বাচন করার দরকার নাই কিন্তু আপনি যদি নিজের ব্লগ সাইটে ব্লগ লিখতে চান তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন প্লাটফর্মে ব্লগ লিখবেন। কেনান আমরা জানি যে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় দু ধরনের ব্লগিং প্লাটফর্ম আছে (১) ব্লগস্পট (২) ওয়ার্ডপ্রেস ।আপনি এই দুটির যে কোন একটি আপনার ব্লগিং এর জন্য নির্বাচন করতে পারেন । তবে আপনারা যেহেতু এই জগতে নতুন তাই আমি আপনাদের পরামর্শ দেবো যে ব্লগস্পট এর মাধ্যমে আপনার ব্লগিং জীবন শুরু করুন। তবে আমি এ কথা অস্বিকার করছি না যে  ওয়ার্ডপ্রেস বিশ্বের এক নম্বর ব্লগিং প্লাটফর্ম । কিন্তু আপনি যেহেতু নতুন একজন ব্লগার তাই আপনাকে ব্লগস্পট থেকে ব্লগিং এর জ্ঞান অর্জন করতে হবে তারপর ওয়ার্ডপ্রেসে ব্লগিং করতে হবে কারণ ওয়ার্ডপ্রেসে ব্লগিং করতে হলে আপনাকে ভালো মানের একজন ব্লগার হতে হবে।

image for blog

এ সম্পর্কিত আরো তথ্য জানার জন্য ঘুরে আসতে পারেন আমার ব্লগ সাইট থেকে

পোষ্টটি প্রথম প্রকাশিত এখানে

সোজন্যে ঃ- টেকটুইট২৪ ডট কম

Level 0

আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস