কিভাবে আপনার সাইটের টার্গেটেড ভিজিটর বাড়াবেন?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

অনেক দিন ধরেই টেকটিউনসে টিউন করার ইচ্ছে ছিল। কিন্তু রেজিস্ট্রেশন বন্ধ থাকায় করা সম্ভব হচ্ছিল না। অবশেষে রেজিস্ট্রেশন করতে পারলাম আর প্রথম টিউন লিখছি। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনার সাইটের টার্গেটেড ভিজিটর বাড়াবেন সেই বিষয়ে। এ ব্যাপারে ইচ্ছে ধারাবাহিক ভাবে কিছু টিউন করার। ইনশাআল্লাহ। দেখা যাক। প্রথম টিউন হিসেবে একটু ভুল হতে পারে, তবুও কোথাও না বুঝলে অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন, শুরু করা যাক।

টার্গেটেড ভিজিটর কি?

কিভাবে আপনার সাইটের টার্গেটেড ভিজিটর বাড়াবেন?
Photo Credit: Google.com/imghp

মনে করুন, আপনি ব্লগ করলেন "Health Insurance" কিওয়ার্ডের উপর টার্গেট করে। তাহলে আপনাকে প্রাধান্য দিতে হবে আপনার সাইটে যেন শুধুমাত্র এই Health Insurance এবং এর সাথে Relevant Keyword এ ভিজিটর আসে সেই বিষয়ে। আর যখনই আপনি এটা প্রপারলি করতে পারবেন, তখনই মুলত আপনার সাইটের র‍্যাঙ্কিং এবং ইনকাম দুটোই বাড়বে।

ধরুন, আপনি সোশাল মিডিয়া, সোশাল বুকমারকিং, ব্লগ-টিউমেন্ট কিংবা অন্য যে কোন বৈধ উপায়েই আপনার সাইটে ১০,০০০ ভিজিটর নিয়ে আসলেন।  আপনি হয়তো ভাবছেন আজ ফাটিয়ে ইনকাম হবে। আসলেই কি তাই? ইনকাম কি শুধুমাত্র বেশি ভিজিটরের উপরেই নির্ভর করে নাকি আরও কিছু ব্যাপার আছে? আচ্ছা, একটু ভাবুন তো। এই যে ১০,০০০ ভিজিটর আপনার সাইটে এলো তারা কি সবাই আপনার টার্গেটেড ভিজিটর ছিল? যদি টার্গেটেড ভিজিটর এসে থাকে তাহলে অবশ্যই বলতে হবে আপনি আজ ফাটিয়ে ইনকাম করবেন, কিন্তু যদি এরা আপনার টারগেটড ভিজিটর না হয়, তাহলে কিন্তু আপনার সাইটের বাউন্স রেট খুব্ বাজে ভাবে বেড়ে যাবে। কারণ, তারা আপনার ব্লগে এসেই বাউন্স করবে।

এবার আসুন আপনার একজন কম্পিটিটর এর ব্যাপারে। সে আজকে মাত্র ১০০০ ভিজিটর এনেছে তার ব্লগে। কিন্তু তার সব ভিজিটরই ছিল টার্গেটেড। নিঃসন্দেহে এটা বলা যায় যে, আপনার ১০,০০০ ভিজিটরের চেয়ে আপনার কম্পিটিটরের ১০০০ ভিজিটর অনেক বেশি মুল্যবান। আর এটা প্রায় নিশ্চিত করেই বলা যায়, আপনি ১০,০০০ ট্র্যাফিকে যা ইনকাম করবেন, আপনার কম্পিটিটর মাত্র ১০০০ ট্যাফিক থেকেই তার দ্বিগুণ ইনকাম করবে।

টার্গেটেড ভিজিটর পাওয়ার ক্ষেত্রে কোন বিষয় গুলোর প্রতি গুরুত্ব দেয়া উচিত?

১। সঠিক কিওয়ার্ড বাছাই করা। 

২। আপনার নিশ/কিওয়ার্ড রিলেটেড ব্লগ গুলোতে টিউমেন্ট করা। 

৩। সোশ্যাল মিডিয়া। 

৪। Long Tail Keyword এর উপরে গুরুত্ব দেয়া। 

৫। গেস্ট ব্লগিং 

নতুনদের বোঝার সুবিধার্থে আমি আমার এই টিউনটাকে মোট ৫টি ধাপে ভাগ করেছি। যার প্রতিটি ধাপে একেকটি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা এবং আপনার ব্লগে তা প্রয়োগের ব্যাপারে পর্যাপ্ত তথ্য ও ইনফোগ্রাফিক্স থাকবে। এতে করে আপনি খুব সহজেই এই বিষয় গুলো বুঝতে পারবেন এবং তা আপনার ব্লগে প্রয়োগ করতে পারবেন।

আগামী পর্বে ইনশাআল্লাহ হাজির হবো, কিভাবে আপনার সাইটের টার্গেটেড ভিজিটর বাড়াবেন? ২য় পর্ব- সঠিক কিওয়ার্ড নির্বাচন ও এর প্রয়োগ এর ব্যাপারে।

এই টিউনের উল্লেখযোগ্য বিষয় গুলো মনে রাখুন

  • খুব বেশী ভিজিটর পাওয়া গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কি পরিমাণ টার্গেটেড ভিজিটর পেলেন সেটা।
  • ভিজিটর বেশি হলেই ইনকাম বেশি হবে এমনটা নয়, কম কিন্তু টার্গেটেড ভিজিটরেও আপনি ভালো ইনকাম করতে পারবেন।
  • ১০,০০০ ভিজিটরের চেয়ে ১০০০ টার্গেটেড ভিজিটর অনেক বেশি মুল্যবান।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আমার লেখা পড়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন Facebook, Twitter ইত্যাদিতে শেয়ার দিতে ভুলবেন না। জানেনই তো, প্রচারেই প্রসার। 😛  আর যে কোন প্রশ্ন থাকলে আমাকে সরাসরি ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন। ফেসবুকে আমাকে পাবেনঅন্যরকম মানুষ নামে।

Level 0

আমি অন্যরকম মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

WAITING FOR 2 ND POST.

Good tune.

ভালো লাগলো

kichu blogspot site kinbo……www.facebook.com/himel.bikon