যারা লিংক শেয়ারকরে অনলাইনে আয় করছেন বা করতে চান তাদের জন্য

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

অনলাইনে আয় এখন বাংলাদেশে অতি পরিচিত শব্দ। এখন রাস্তায় বের হলে অলিতে গলিতে বিভিন্ন টিউনার বিলবোর্ডের মাধ্যমে অনলাইনে আয় নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বাহারী বিজ্ঞাপন দেখা যায়।অনেকেই সেই সব প্রতিষ্ঠানে কোর্স করে অনলাইনে আয় করছে কেউবা প্রতারিত হচ্ছে। ভাল প্রতিষ্ঠানের চেয়ে খারাপ প্রতিষ্ঠানের সংথ্যাই বেশী সেই বিষয়ে কোন সন্দেহ নাই। আবার অনেকেই অনলাইনে বিভিন্ন কাজ শিখতে গিয়ে বেছে নেন a d f l y এর মত সাইট। যেখানে রেফারেলের মাধ্যমে অন্যের সাইটে ভিজিটর পাঠালে সামান্য কিছূ টাকা প্রদান করে (আসলেই প্রদান করে কিনা আমার অভিজ্ঞতা নেই। আমি কখনো করি নাই)। সেই টাকাটা এতটাই সামান্য। ১০০০০ ভিজিটরের জন্য ৫ ডলার।
আসুন একটু বিকল্প চিন্তা করি
আমি ধরে নিচ্ছ্ আপনার একটি সাইট আছে। হতে পারে সেটা ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস ডট কমের। কোন সমস্যা নাই। আপনি আপনার সাইটের জন্য ২০/২৫ টা মৌলিক আর্টিকেল লিখলেন এবং অ্যাডসেন্সের জন্য আবেদন করলেন। আমার হিসাবের সুবিধঅর জন্য ধরে নিলাম আপনি অ্যাডসেন্স পেয়েছন।
আসুন একটি যোগ বিয়োগের অংক করি
মোট ভিজিটর / ইম্প্রেশণ = ১০০০০
সিটিআর (ক্লিক করেছে) = ৭.৫%
মোট ক্লিকের সংখ্যা = ৩৭৫
প্রতি ক্লিক (সিপিসি) = ০.০৮ ডলার
তাহলে আপনার আয় কত ??

মোটা মুটি ৩০ ডলারের মত আয় করা সম্ভব। আমি হিসাবের সুবিধার্থে আরও বাদ দিলাম ২০ ডলার।আপনি সেই সব সাইট থেকে কত ডলার পাবেন ৫ ডলার। প্রতিটি লিংক শেয়ার করার পর আপনাকে ভিজিটররা গালি দেয়। কারণ ৫ সেকেন্ড অপেক্ষা করতে হয়। বিরক্তির জন্য এর পর সাইটে ভিজিটর ঢুকে না। আরও কত কি...

যারা এসইও করেন তাদের সাথে আপনাদের পার্থক্য কি ??
যারা এসইও করেন তাদের আর আপনাদের মুল কাজ একই। সাইটে ভিজিটর আনা। এসইও স্পেশালিষ্টরাও বিভিন্ন জায়গায় লিংক শেয়ার করেন ভিজিটর আনার জন্য আপনারাও করেন। কিন্তু এসইও স্পেশালিষ্টরা করেন নিয়মতান্ত্রিক উপায়ে যা বিরক্তির কারণ হয না।মুল লক্ষ্য কিন্তু একটাই ভিজিটর।
তাই যারা অ্যাড লি a d f l y এর কাজ করেন তাদের উদ্যেশ্যে বলছি, এসইও শিখূন। খুব বেশী কঠিন কিছু নয়। একমাস ভাল মত প্রাকটিস করলেই এসইও এর বেসিক বিষয়গুলো বুঝে ফেলবেন।দেখবেন অ্যাড লি a d f l y  এর জন্য যা করছেন তার অনেক কিছুই এসইও এর অংশ। এসইও বিষয়ক কিছু আর্টিকেল নিচের লিংক এ।

এসইও টিপস

Level 0

আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল।

সব ভুয়া।কারন ১০০০০ ভিসিটরকে ৫ সেকেন্ড করে অপেক্ষা করতে হলে আপনি নিশ্চয় ১০০০+ ভিসিটর হারাবেন।কারন আরও অনেক সাইট আছে যা হতে পারে আপনার চেয়ে ভাল।তাই তারা ওইখানে যাবে।আর যদি সেখানে আপনার মত ৫s ওয়েট করার দরকার না হয়, তাহলে আপনি পুরা ভিসিটর হারাবেন!!!আর এটি কোন ওয়েবসাইট মালিকের কাম্ম নয়।তাই এই গুলা বাদ দিয়ে শুধু ইউনিক আরটিকেল লেখেন আর AdSense পেলে আয়ের চিন্তা করবেন।

অভাব এবার তুই থাকবি কোথায়

মোহাম্মদ শিহাব ভাই ভালোইতো অন্যের লেখা কপি-পেস্ট মারতে পারেন। আমার লেখা কপি কইরা মাইরা দিলেন। শুধু লিংক টা ভুল।

সঠিক লিংক হবে- http://www.clicknbux.com/?ref=aminatikah

জয়েন করুন এবং ডলার ইনকাম করে নিন সাধু বাবা চলে যাবার আগে। কারণ গরম গরম ইনকাম মনে হয় বেশিদিন টিকবে না। বাকীটা ভাগ্য।