কিভাবে ইমেজ alt tag ব্যবহার করবেন ব্লগারে

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

ব্লগার SEO খুবি গুরুত্ব পূর্ণ একটি বিষয় এটা সবাই যানে কিন্তু আমারা অনেকেই যানি না ব্লগারের অনেক হিডেন SEO টিপস আছে যেগুল ঠিক ভাবে নিয়মিত করলে আপনার ব্লগ সার্চ ইঞ্জিনে অবশ্যই একটা ভাল জায়গায় নিয়ে যাবে।

ব্লগিং করার সময় আমারা সবাই টিউনে বিভিন্ন দরকারি ফটো ব্যবহার করি এখুন আপনি চাইলে সেই সব ফটো গুলি খুব সহজে সার্চ ইঞ্জিনে ভাল ফল পেতে পারেন বিশেষ করে গুগল ইমেজ বা ইয়াহু ইমেজ এ কেউ যদি কোন ফটো সার্চ করে এবং আপনি যদি আপনার ব্লগ ফটোকে ভাল ভাবে SEO করতে পারেন তাহলে অবশ্যই ভাল ফল পাবেন সঙ্গে ভিজিটর ও ভাল পাবেন। সেই রকম একটি ব্লগার ব্লগে অপশন আছে Alt ট্যাগ যার দ্বারা আপনি আপনার ব্লগ টিউন ফটোতে কিছু দরকারি কীওয়ার্ড দিতে পারবেন যেটা ইমেজ সার্চ ইঞ্জিনে খুবি গুরুত্ব পূর্ণ।

  কিভাবে ফটোতে Alt ট্যাগ ব্যবহার করবেন :

 

  • প্রথমে আপনি ব্লগার ড্যাশবোর্ড এ যান নতুন টিউন লিখতে শুরু করুন এবার ফটো আপলোড করুন এবার সেই ফটোতে ক্লিক করুন তাহলেই দেখুন একটা মেনু বারের মত অপশন আসবে সেখান থেকে Properties এ ক্লিক করুন।

 

  • উপরের মত Properties এ ক্লিক করলেই আপনি একটি পপআপ পাবেন সেখানে title text: এর যাইগাই আপনার ব্লগ টিউন টাইটেলটি দিয়ে দিন এবং alt text: জায়গায় আপনি সেই ফটো সম্পর্কে কিছু কীওয়ার্ড লিখুন।

 

  • এক্ষেত্রে অবশ্যই বুঝে কীওয়ার্ড গুলি দিবেন আশাকরি বুঝতে পেরেছেন আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি তারা ছাড়া আপনি যদি চান ব্লগার বাদে যেকোনো প্লাট ফর্মে এই alt ট্যাগ ব্যবহার করবেন তাহলে নিচের alt ট্যাগ code ব্যবহার করতে পারেন সেটা Blogge বা WordPress ও হতে পারে এটা আপনি কাস্টম ভাবে ব্যবহার করতে চাইলে HTML হিসাবে নিচের কোড গুল ব্যবহার করবেন আপনার টিউনে।

 

 

< img src ="আপনার ফটো URL" alt="আপনার ফটো alt ট্যাগ"></img>

 

আমি কি আমার এই সাইটে adsense পেতে পারি?

 

 

 

Level 2

আমি বেলাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপডেট করে,আবার ছবির প্রপার্টিজ চেক করতে বা দেখতে গেলে,সেটা আর সেখানে থাকছে না।এটা কি কারনে হচ্ছে আর এর জন্য কি করা যেতে পারে !

ভাই আপনার সাইট টি ধরাবাধা কিছু কন্টেন্ট এর মধ্য বাধা আছে।আপনার ইউজার এর ভাললাগা মন্দলাগার বিষয়টি মাথায় রাখুন।