ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানো ও র‍্যাংক করানোর কার্যকরী উপায়। ভিউ হবে এখন লাখ লাখ

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

Hello,সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারা ও ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করবো  কিভাবে ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানো যায় অর্থাৎ কিভাবে একটি ভিডিওকে টপ র‍্যাংকে নিয়ে আসা যায়। আমরা অনেকে অনলাইনে ইনকাম করবো বলে ইউটিউব চ্যানেল খুলি কিন্তু যদি ভিউ না আসে তাহলে ইনকাম কিভাবে হবে। তবে মনে রাখবেন ভিউতে কোনো টাকা নেই, ভিউ আসলে অটোমেটিকালি ক্লিক আসবে এটাই স্বাভাবিক। আপনি ইউটিউব থেকে কত টাকা আয় করবেন এটা নির্ভর করছে আপনার ভিডিওতে কত ক্লিক পড়লো সেটার উপর। তাই ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানো প্রয়োজন। আপনি জানেন ইউটিউব কিন্তু ২য় বৃহৎ সার্চ ইঞ্জিন আর গুগল প্রথমে  । মূলত দুটোই কিন্তু গুগলের। তবে ১ নং এ আস্তে আপনাকে প্রচুর ও সঠিক এসইও জানতে হবে। ভুল-ভাল ভাবে করলে একেবারে সব গেলো। তবে আপনি যদি এসইও না ও জানেন তবু ও আমার লিখা গুলো ফলো করেন। ইনশা'আল্লাহ কাজ দিবে।

How to rank a video in Youtube Tutorial in Bangla


কি-ওয়ার্ড গবেষনাঃ
আমরা ভিউ বাড়ানোর কথা বলি আর র‍্যাঙ্ক করার কথা বলি যাই বলি না কেনো আপনি যেই পথেই যান না কেনো,এই গবেষনা না করলে আপনি এক পর্যায় না এক পর্যায়ে ব্যর্থ হবেনি।
Keyword Research করার জন্য https://adwords.google.com/KeywordPlanner আছে  । তাছাড়া বাজারে পেইড টুলস ও পাওয়া যায় কিনে নিবেন। টাকা দিবেন সুবিধা কি আর কম হবে।
ধরেন আমরা কাজ করবো "ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানো ও র‍্যাংক করানোর কার্যকরী উপায়। " কথার কথা  এটা একটা ভিডিওর টাইটেল। তাহলে আমি KeywordPlanner এ গিয়ে video rank কথাটা লিখলাম  । তাহলে এর সমজাতিয় কি-ওয়ার্ড গুলো বেরিয়ে যাবে। সেখান থেকে আপনি যেটার সার্চ বেশি হয় সেই কি-ওয়ার্ডই নিবেন ১ টা ভিডিওর জন্য ২-৩ টা কি-ওয়ার্ড যথেষ্ট। 

টাইটেলঃ

টাইটেলকে আকর্ষণীয় করা বাঞ্ছনীয়। এমন টাইটেল দিতে হবে যেনো যেকোনো ব্যক্তির মন ছুয়ে যায়। যেমনঃ আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি তার টাইটেলটা এমন দিলে কিন্তু আকর্ষণীয় হবে। "আপনার ভিডিওর জন্য নিয়ে নিন লাখ লাখ ভিউ। ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানো ও র‍্যাংক করানোর কার্যকরী উপায়। How to rank a video "
টাইটেলে অবশ্যই আপনার প্রধান কি-ওয়ার্ড দিবেন। আমি যেমনটা দিয়েছি "Rank a Video"

ডেস্ক্রিপ্সানঃ

ডেস্ক্রিপ্সান অনেক লম্বা লম্বা দিতে হবে চেষ্টা করবেন কমপক্ষে ৩০০ কি ৪০০ শব্দের দিতে। আপনার ভিডিওটি কিভাবে সার্চ হতে পারে তা অনুমান করে গল্প আকারে লিখবেন। মাঝে মাঝে ট্রিক্স করে কীওয়ার্ড গুলো বাসাবেন।

অনেকে কি করে কি-ওয়ার্ড সবগুলো এক সাথে ভিডিওর ডেস্ক্রিপ্সানে দিয়ে দেয়। আহা এতো পাগলামি নয় মহা পাগলামি।

যেমনঃ how to rank youtube video
      bangla tutorial
      increase view 
      on page seo 
      of page seo for youtube

এই ভাবে দিবেন-

By watching my video you can learn how to rank a video in Youtube . its bangla Tutorial.if you follow my video easily you can increase your view . You can also learn how to do on page seo, off page seo for youtube plese visit Muktoit.com to know more tricks

আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা এতক্ষনে বুঝে গেছেন।


ট্যাগঃ

ট্যাগ ৫-৭ টা দিবেন। ট্যাগ গুলো হবে আপনার বাছাই করা কিওয়ার্ড। কি বলেন একটা চুরি শিখাই ভাই আপনি করেন দায়ি আমি নয়। কিন্তু খুব ভালো কাজ দিবে। প্রথমে betterwaytoweb  এই লিঙ্কে যান। ট্যাবটি খোলাই থাকুক এইবার আপনার ভিডিওর মত অন্য কেউ ভিডিও অনেক আগেই বানাইছে বা তারটা খুবই পপুলার।তাহলে ভিডিও তে ক্লিক করুন। এইবার ব্রাউজারে এড্ড্রেস বারে থেকে ভিডিওর ইউআরএলটি কপি করুন। betterwaytoweb এ গিয়ে পেস্ট করুন।



ব্যাস কাজ শেষ নিচ থেকে তারা যে ট্যাগ ব্যবহার করেছে আপনি সেটা পেয়ে যাবেন
আপনার ভিডিওতে ট্যাগ গুলো ব্যবহার করুন। তবে তাদের সব ট্যাগ ব্যবহার করবেন না  ৭০% ব্যবহার করবেন।যেগুলো আপনার ভিডিওর সাথে মিলে সেই গুলোই ব্যবহার করবেন। না হয় হিতে বিপরিত হতে পারে  ।

অ্যানোটেশানঃ
আপনার ভিডিওতে অ্যানোটেশান যোগ করুন। ভিডিওর ৩০ সেকেন্ড পর একটা অ্যানোটেশান দিবেন তাহলে যদি তার ভালো না ও লাগে তাহলে আপনার অ্যানোটেশান দেওয়া ভিডিওতে চলে যাবে।ভিডিওর শেষে ইউজারকে আরো কয়েকটা অ্যানোটেশান ধরিয়ে দিন। তাহলে আপনার ভিডিও গুলোর ভিউ বাড়তে থাকবে।এটা অনেক ভালো কাজ করে আপনারা করে দেখতে পারেন।

ফেসবুকঃ

ফেসবুক এমন একটা প্লাটফর্ম যেখানে আপনি আপনার টার্গেট করা লোকজনকে পাবেন। স্মার্ট ফোন আছে তো মনে করবেন তার এফ বি আইডি ও আছে।আপনি এই ফেসবুককে ব্যবহার করে আপনার ভিডিওর র‍্যাঙ্ক বাড়াতে পারেন। আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটা নিয়ে পেজ খুলুন। আপনার রিলেটেড পেজগুলোতে যারা লাইক দিছে তাদেরকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। ৫০০০ হাজার বন্ধু করে ৫ টি আইডি খুলুন। আবার বলছি যাকে তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে হবে না। আপনার রিলেটেড পেজগুলোতে যারা লাইক করছে তাদেরকে ফ্রেন্ড রিকু পাঠান। নামের উপর ক্লিক করলেই যারা লাইক করছে তাদের আইডি পেয়ে যাবেন।

আপনার ভিডিও গুলো নিয়মিত ফেসবুক পেজ ও আইডিতে এম্বেড করুন। লিংক দিবেন না কারণ খুব কম মানুষই ফেসবুক থেকে বের হয়ে ভিডিও দেখতে আগ্রহি না।

গ্রুপে গিয়ে সম্পর্ক বাড়ান,ডাইরেক্ট ভিডিও দিলে স্পাম হয়ে যাবে সিস্টেমে বুঝে শুনে দিতে হবে।

গুগল+

কিছু দিন আগে আমি একটা টিউন গুগলে+ এ শেয়ার করি।তারপরে সাথে সাথে আমি টাইটেলতি কপি করে গুগলে সার্চ দি আমি তো পুরাই অবাক আমার টিউনটি গুগল  এ দেখা যাচ্ছে মাত্র ১ মিনিট হলো মাত্র শেয়ার করলাম।তা বুজতেই পারছেন।গুগল+ থেকে আপনি ভিজিটর পান আর না পান সেটা আপনার জানার বিষয় নয়।গুগল + এর কারণের আপনার ভিডিওটি গুগল সার্চে দেখা যাবে তবে টাইটেল্টা আলাদা করে লিখবেন + আলাদা করে URL টা ও দিবেন।

ব্লগিংঃ

ভিডিওর ভিউ বাড়ানোর আরেকটা পথ হলো ব্লগিং আপনি আপনার ভিডিও রিলেটেড টিউন করুন, টিউনে আপনার ভিডিওটি এম্বেড করুন।অনেকে শুধু এম্বেড করে ব্যাক লিংক করে না। আপনি এম্বেড তো করবেনই+আপ্নার ভিডিওর ব্যাক লিংক করবেন। সিস্টেমটা দেখিয়ে দিই। <a href="আপনার ভিডিওর ইউ আর এল"> আপনার কী ওয়ার্ড </a>। তথ্য বহুল টিউন লিখুন না হয় তারা আপনাকে বিনা নোটিশে ব্যান করবে। বুঝছেন শুধু ভিডিও এম্বেড, আর ব্যাক লিংক করলেই হবে না। আপনাকে ভিডিওতে যা বলেছেন এখানে কিছু আবাস দিতে হবে।

ব্লগ টিউমেন্টিং

আপনার ভিডিওর ব্যাক লিংক করার জন্য টিউমেন্ট কিন্তু খুব ভালো কাজ করে সেখানে স্পাম করবেন না।সিস্টেমে দিবেন। ব্যাক লিংক দিবেন কিভাবে উপরের প্যারায় আলোচনায় করছি।
তবে Name/url দিয়ে ও সেটা করা যায়। যাই হোক স্পাম করা যাবে না।

ব্লগ তৈরিঃ

আপনি যে বিষয় নিয়ে কাজ করছেন সে বিষয়ে একটি ব্লগ খুলুন। নিয়মিত সেখানে টিউন করুন। টিউনের মাঝে মাঝে সঙ্গতি রেখে ভিডিও এম্বেড করুন।আপনার ব্লগে ভিজিটর ঢুকান কারণ ব্লগে ঢুক্লে আপনার অটোমেটিক ভিডিও দেখবেই আর এটাই স্বাভাবিক। তবে ব্লগের ভিজিটর বাড়াতে হবে। ব্লগের কিভাবে ভিজিটর বাড়াতে হয় এই নিয়ে আমি ইতমধ্যেই একটা বই  লিখেছি আপনারা সেটা পড়তে পারেন। ঠিক মত করতে পারলে ১০০% কাজ দিবে।

 

সোশ্যাল শেয়ারঃ

আমি তো শুধু ফেসবুক ও গুগল+ এর কথা বলেছি আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডি ও শেয়ার করবেন। আপনি সবকিছু ঠিকঠাক মত করতে পারলে ভিউ না হয়ে যাবে কথায় ভিউ হতেই হবে।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। সবার জন্য শুভ কামনা রইলো। আমাদের টিউন গুলো দ্বারা যদি নূন্যতম ও উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুক,টুইটার,গুগল প্লাস এ আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারো কোনো সমস্যা হলে টিউমেন্ট এ জানান। আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। অনলাইনে আয় বিষয়ক সর্বশেষ আপডেট পেতে আমাদের পেজে লাইকদিন। অথবা ফেসবুকে আমাকে জানাতে পারেন

ইউনিক সকল টিপস পেতে আমার ব্লগটি ভিজিট করুন। Tutorial in Bangla

Level 0

আমি মোঃ আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই। তথ্যবহুল পোস্ট করার জন্য……………

আপনি ইচ্ছা করলে YouTube views এখান থেকেও সর্বোচ্চ ২ লক্ষ বাড়াতে পারেন।