SEO স্পেশালিস্ট/এক্সপার্ট কেন হবেন? SEO এর মার্কেট ভেলু কেমন?

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

SEO - Search Engine Optimization সম্পর্কে আমরা সবাই টুকটাক জানি। বর্তমানে এসইও শিখে অনেকেই তাদের ক্যারিয়ার ডেভেলপ করছে। অনলাইনের অনেক বড় একটা এন্ড্রাস্টি হল Search Engine Optimization। 

আমি আজকে দুইটা টপিকে বিস্তারিত বলার চেষ্টা করব -

  • SEO স্পেশালিস্ট কেন হবেন?
  • SEO এর মার্কেট ভেলু কেমন?

SEO স্পেশালিস্ট কেন হবেন?

এই প্রশ্নের মাঝে লুকিয়ে আছে আপনার এসইও শিখার প্রতি ইচ্ছেটা জাগ্রত হওয়া। বাট ইচ্ছে জাগ্রত হলেই কি একজন এসইও স্পেশালিস্ট হওয়া যায়? কখনোই না, আপনার এসইও শিখতে হলে এই কাজের প্রতি ভালবাসা থাকতে হবে, তারপর আপনিও একদিন এসইও স্পেশালিস্ট হতে পারবেন।

আমি কেন এই প্রশ্ন টা করে আর্টিকেলটি শুরু করলাম, এর বিস্তারিত উত্তর গুলো গুছিয়ে লিখতে পারলেই বুঝে যাবেন। বর্তমানে এসইও ইন্ড্রাস্টি যেভাবে পজিটিবলি আগাচ্ছে, এই অগ্রগতি দিনে দিনে বেড়েই যাবে। একজন মোটামুটি ল্যাবেল এর এসইও এক্সপার্ট এর মাসিক বেতন কত? আপনি জানেন কি?

একজন মোটামুটি ল্যাবেল এসইও এক্সপার্ট এর মাসিক বেতন সর্বনিম্ন ১০০০ ডলারের কাছাকাছি। মোটামুটি বলেছি বলে ভেবে বসে থাকবেন না যে আপনিও একজন মোটামুটি ল্যাবেল এর এসইও এক্সপার্ট আমরা অনেকেই বলে থাকি যে, এসইও পারি বাট কাজ পাচ্ছিনা। এমনটা কেন হয় জানেন? আমরা আসলেই এসইও এক্সপার্ট না, তাই কাজও পাচ্ছিনা। আপনি যদি সত্যিই  এক্সপার্ট হতে পারেন মোটামুটি ল্যাবেলের ও তবুও আপনি বসে থাকবেন না, কাজ আপনার আসবেই।

তাহলে কেন এই টাইপের কমেন্টস গুলো পাওয়া যায়? ওকে উত্তর দিচ্ছি। আমাদের মাঝে অনেকেই ভিবিন্ন কোর্স কিনে সেগুলা দেখে মনে করে সেও একজন এসইও এক্সপার্ট, বাট মার্কেটপ্লেস গুলোতে বিট করলে তাকে কেউ কাজ দিচ্ছেনা, বা অনেকে কাজ পেলেও সেই কাজ গুলো করতে পারছে না।

তাহলে বুঝতেই পারছেন, কোন কোর্স বা ভিডিও দেখে এসইও স্পেশালিস্ট হওয়া যায়না। এক্সপার্ট হতে হলে আপনি যা কিছু শিখবেন তার যথাযথ প্রাকটিস করতে হবে। আপনি যদি সত্যিই এসইও এক্সপার্ট/স্পেশালিস্ট হতে চান, তাহলে আপনাকে কিওয়ার্ড নিয়ে রেঙ্ককিং এ আসার প্রমান রেডি রাখতে হবে। যে কেউ যদি আপনার কাজের প্রমাণ চায়, সাথে সাথে যেন দিতে পারেন। তাহলে দেখবেন আপনার কাজ পেতে সমস্যা হবেনা আর কাজ পেলেও সেই কাজ সলব করাও কোন ব্যাপার হবেনা। আমাদের সমস্যা হলো, আমরা শুধু ভিডিও আর ব্লগ পড়েই যাই, নিয়মিত সেই ভিডিও আর ব্লগ অনুযায়ী কাজে মনোযোগি হইনা।

কিভাবে SEO তে এক্সপার্ট হওয়া যায় এই টপিকে আমার একটি আর্টিকেল এখান থেকে পড়ে আসতে পারেন। 
এসইও এক্সপার্ট কেন হবেন এই টপিকে অনেক বড় একটি ভূমিকা করে ফেললাম। আসুন এবার জানি এসইও যদি খুব ভাল ভাবে শিখে নিতে পারেন, তাহলে কি কি ভাবে আপনি নিজেকে খুব ভাল পজিশনে দাঁড় করাতে পারবেন-

  • ব্লগিং করে ইনকাম করতে পারবেন।
  • এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন।
  • এসইও এক্সপার্ট হিসেবে খুব ভাল অনলাইন জব করেও ইনকাম করতে পারেন।
  • অফলাইন জব করেও ইনকাম করতে পারবেন।

ব্লগিং করে ইনকাম - আপনি যখন এসইও শিখা শুরু করবেন, তখন আপনার প্রাথমিক প্রাকটিসই হবে একটি ফ্রি ব্লগ সাইট তৈরি করি সেটাকে রেঙ্ক করানো। সত্যি বলতে যারা আজ এসইও এন্ড্রাস্টিতে সাকসেস তাদের সবাই এক কাজ টি করে এসেছে। তারপর যখন আপনি এসইও শিখতে শিখতে একটা পর্যায়ে মোটামুটি কাজের পজিটিব রেজাল্ট পেতে শুরু করবেন তখন যে কোন নিশ নিয়ে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করেও ইনকাম জেনারেট করতে পারবেন। নিশ সাইট আর অথোরিটি সাইট কি এটা নিয়ে জানার ইচ্ছে থাকলে টিউমেন্ট করে জানাবেন বিস্তারিত বলবো। একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে কত উপায়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এ নিয়ে আমার একটি বিস্তারিত আর্টিকেল এখান থেকে পড়ে আসতে পারেন।

এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম - এসইও এর সাথে এফিলিয়েট এর সম্পর্ক কি? এসইও এক্সপার্টদের কাজই ওয়েবসাইট রেঙ্ক করিয়ে দেওয়া, আবার আমরা জানি যে, যারা এফিলিয়েক মার্কেটিং করে তাদের প্রায় ৯৫% মানুষ এফিলিয়েট করে খুব ভাল মানের একটি ওয়েবসাইটকে কেন্দ্র করেই। তাই আপনি যদি ভালমানের এসইও এক্সপার্ট হতে পারেন, তাহলে এফিলিয়েট করে ইনকাম করতে কেন চাইবেন না? অন্যের সাইট রেঙ্ক না করিয়ে নিজেই একটি এফিলিয়েট সাইট তৈরি করে ইনকাম জেনারেট করতে পারবেন। সব সময় কি অন্যের কাজই করে যাবেন নাকি? দেখবেন, কাজ করতে করতে একটা সময় ভাবনায় চলে আশাকরিয়ে সেই সাইটে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম কেন করতে চাইনবেন না, অবশ্যই চাইবেন একটা সময়ে এসে। অনলানে ইনকাম, এর সম্ভাবনা এবং বাস্তবতা নিয়ে এই টেকটিউনস সাইটে আমার একটি আর্টিকেল আছে, এখান থেকে পড়ে আসলে আপনার অনেক ক্ষেত্রে ডিসিশন মেক করতে সুবিধা হবে।

তবে এফিলিয়েট করতে হলে অবশ্যই আগে আপনাকে এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত না হলেও মোটামুটি ব্যাসিক নলেজ গেইন করে নিতে হবে। আর এটা করার জন্য গুগল, ইউটিউব আপনাকে ফ্রি অনেক রিসোর্চ দিয়ে হেল্প করবে যদি আপনি শিখতে চান।

SEO এক্সপার্ট হিসেবে অনলাইনে জব করেও ইনকাম - আগেও বলেছি একজন মোটামুটি ল্যাবেলের এসইও এক্সপার্ট এর মাসিক সেলারি প্রায় এক হাজার ডকালের কাছাকাছি। অনলাইনে অনেক কম্পানি তাদের ওয়েবসাইটের এসইও করানোর জন্য এক্সপার্ট খুঁজে থাকেন। আপনি যদি এসইও সত্যিই পারেন তাহলে এই টাইপের জব পেতেও কোন সমস্যা হবেনা। দেখুন এই টাইপের জবে আপনাকে যে প্রশ্ন গুলো করা হবে, সব প্রাকটিকেল প্রশ্ন। যেমন তারা জানতে চাইবে আপনার কাজের একটা প্রমান দিতে, তখন যদি আপনার তৈরিকৃত কোন সাইট থাকে যেটার এসইও আপনি নিজেই করে গুগলের প্রথম পেইজে নিয়ে এসেছেন, সে ক্ষেত্রে জব আপনার হয়ে যাবে এটাই চিরন্তন সত্য। এসইও এক্সপার্টদের ভেলু অনেক, বিশ্বাস করেন আর নাই করেন। এই টাইপের জবে তারাই টিকে যায়, যারা প্রচুর প্রাকটিস করে এসইও টাকে আয়ত্তে নিয়ে আসে। যে কোন কিওয়ার্ড দিলে তারা বলে দিতে পারে এই কিওয়ার্ড দিয়ে গুগলে রেঙ্ক করাতে কতটুক সম্ভব বা অসম্ভব।

অফলাইন জব করে ইনকাম - অনলাইন জবের মতই অফলাইন অনেক জব আছে। অফলাইনে এমন অনেক কম্পানি আমাদের বাংলাদেশেই রয়েছে, যারা তাদের ওয়েবসাইটের জন্য এসইও এক্সপার্ট নিয়ে থাকে। এ ক্ষেত্রেও আপনি জব পেয়ে যাবেন, যদি কাজ সত্যিই জেনে থাকেন।

আর্টিকেলের প্রথম পার্ট নিয়ে বিস্তারিত যতটুক সম্ভব বলেছি। এবার দ্বিতীয় পার্ট নিয়ে আমি কিছু বলার চেষ্টা করব।

বর্তমানে SEO এর মার্কেট ভেলু কেমন?-বর্তমানে এসইওর মার্কেট ভেলু অনেক ভাল। অতীতেও এর ভেলু ভাল ছিল, আর ভবিষ্যৎতেও এর মার্কেট ভেলু যে পজিটিব থাকবে এটাই সত্যি। আগের তুলনায় অনেক বেশি ওয়েবসাইট তৈরি হচ্ছে। প্রতি মিনিটে হাজার হাজার সাইট গুগলের ইনডেক্স এ জমা হচ্ছে। এই ওয়েবসাইট গুলোকে গুগলের কাছে সুন্দর ভাবে পরিচয় করিয়ে দিতে এসইও এর থেকে চমৎকার কোন স্কিল আছে কিনা আমার জানা নেই।

আপনি ওয়েবসাইট তৈরি করে ইনকাম করার চিন্তা করলেই এসইও ব্যাপারটা সবার আগে চলে আসবে। মানুষ ওয়েবসাইট ডেভেলপ কেন করে? সাবাই যেন তার সাইটে এসে তার কনটেন্ট গুলো পড়ে। এই সবাই বলতে আমরা ওয়েবসাইট ট্রাফিক বুঝি। কোন ওয়েবসাইটে ট্রাফিক কখন আসে? যখন সেই সাইটটি গুগলের প্রথম পেইজে থাকে।

কারন আমরা জানি যে, মানুষ যখন তার কোন জানতে চাওয়া টপিক নিয়ে গুগলে সার্চ করে, সার্চ রেজল্টের প্রথমে যে সাইট গুলো আসবে, সেগুলাতেই বেশি ট্রাফিক আসবে এটাই স্বাভাবিক। বর্তমানে যে কোন টপিক নিয়ে ওয়েবসাইট তৈরি হচ্ছে, সবাই এখন অফলাইন থেকে মুভ করে অনলাইনে ট্রাসফার হচ্ছে। সবাই এখন বুঝে গেছে যে, গুগলে সার্চ দিলেই সব কিছুর একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

বুঝতেই পারছেন যে, SEO - Search Engine Optimization এর ভেলু দিনেদিনে বাড়বে। অনলাইনের অনেক বড় একটা এন্ড্রাস্টি হল এসইও। যতদিন ইন্টারনেট নামের এই প্রযুক্তি থাকবে, ততদিন SEO এর ভেলু থাকবেই।

SEO এক্সপার্ট হতে চান? আর্টিকেলটি এখান থেকে পড়ে আসুন!
পডকাস্ট কি? বিস্তারিত জানুন!
অন্যরকম এক সোশ্যাল মিডিয়ার নাম ফিউচার নেট ডট ক্লাব। এখান থেকে জেনে আসুন! 

আজকে এই পর্যন্তই। আমার আর্টিকেল আপনাদের কেমন লাগে, টিউমেন্ট করে জানাবেন। পজিটিব টিউমেন্ট পেতে কার না ভাল লাগে। কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট বক্সে করে ফেলুন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ!

Level 2

আমি কাওকাব নাদিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Global Marketing যুগে SEO এর ডিমান্ড সত্যিই অপরিসীম।