এই নিয়মে পিন্টারেষ্ট মার্কেটিং করুন পূজি ছাড়া আয় করুন

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, বাড়িতে আছেন এবং নিরাপদে আছেন। আমি জোবায়ের রহমান, ফাউন্ডার মেম্বার অফ Jobayer Academy। হয়তো দু একজন আমাকে চিনে থাকতে পারেন আবার নাও পারেন। যাই হোক চেনা না চেনা বড় বিষয় নয়। বড় বিষয় আজকের টপিক। হ্যা, আজকে কথা বলবো পিন্টারেষ্ট মার্কেটিং নিয়ে। অনেকেই এই বিষয়ে জানেন আবার অনেকে জানি জানি করে পুরোটা শিখতে পারছেন না সঠিক গাইড লাইনের অভাবে।

কেন শিখবো পিন্টারেষ্ট মার্কেটিং?

আমরা সবাই জানি প্রায় ৮০% পিন্টারেষ্ট ইউজার হলো ইএসএ এর। তার ভিতরে প্রায় ৭০% হলো মহিলা। সব চেয়ে মজার বিষয় হলো, ইউএসেএ এর প্রায় ৮৫% মহিলা তাদের কেনাকাটার ডিসিশন নেয় পিন্টারেষ্ট থেকে। তার মানে বুঝতেই পারছেন, বিষয়টা কি ঘটতে চলেছে।

হ্যা, আপনি ঠিকই ধরেছেন। আপনার যদি একটা এফিলিয়েট সাইট থাকে তাহলে পিন্টারেষ্টে মার্কেটিং করে সহজেই আপনি সেল নিয়ে আসতে পারবেন। যদি একটা এডসেন্স ব্লগ সাইট থাকে তাহলে হিউজ ভিজিটর নিয়ে এসে এডসেন্স থেকে ইনকাম করতে পারবেন। আর যদি কোন সাইট নাও থাকে তবে যদি একটা স্ট্রং পিন্টারেষ্ট একাউন্ট থাকে তাহলে যাদের সাইট আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের টিউনের পিন করে আপনি সহজেই ইনকাম করতে পারবেন।

অপ্রসঙ্গীক কিছু কথা

আসলে আমাদের চারিপাশে অনেক কিছুই থাকে যা সহজে একে অপরকে শেখাতে চায় না। এর পিছনে রয়েছে নানান কারন। কারনগুলো ব্যাখ্যা করতে গেলে কয়েক পাতা হয়ে যাবে তাই সে বিষয়ে আজ না হয় নাইবা গেলাম। তবে এতোটুকু মনে রাখেন, সব কিছু ফ্রিতে শিখতে চাওয়াটা যেমন অপরাধ তেমনি সব কিছু ফ্রিতে শেখানোটাও অনেকটা অপরাধ। তবে আজকে আমি পিন্টারেষ্ট নিয়ে যে টিপস্ দেবো তা পুরোটাই ফ্রি.

তবে মুল বিষয়ে যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারন হলো, আজকে কিছুটা অবৈধ্য পদ্ধতি শেখাবো। আসলে সঠিক নিয়মে যদি একটা পিন্টারেষ্ট একাউন গ্রো করতে যাই তাহলে প্রথমে আপনাকে দরকার হবে ব্রান্ড ভেলু সৃষ্টি করা, পরবর্তিতে দরকার হবে হিউজ ডলার প্রমোট করার জন্য এবং সব শেষে দরকার হবে হিউজ সময়। তো এতো সময় আর ডলার কই যে আমরা কাজে লাগাবো? তার চেয়ে কিছুটা সিকরেট টিক্স যদি শিখে নেয়া যায় তাহলে খুব সহজেই একটা স্ট্রং একাউন্ট করে নেয়া সম্ভভ।

চলুন শুরু করা যাক পিন্টারষ্ট মার্কেটিং

প্রথমে একটি বিজনেস একাউন্ট করবেন। সব কিছু সঠিক ভাবে সেটাপ করবেন। পিন্টারেষ্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে বোর্ড ক্রিয়েট করবেন। নিয়মিত পিন্টারেষ্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে পিন করবেন। এরপর ফলোয়ার্স বাড়াবেন। ব্যস এইটুকু কাজ। খুব সহজ তাই না? কিন্তু আসলে অতটা সহজ না। সকল বিষয় হাতে কলমে দেখানো হয়ে এই টিউটোরিয়ালটিতে। একটু কষ্ট করে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালটি দেখে নিন তবে দেখার সময় কোন অংশ বাদ দিবেন না। হয়তো কিছুটা সময় ব্যয় হবে কিন্তু এর ফল ভোগ করবেন সারাজীবন।

টিউটোরিয়াল লিংক: Pinterest Marketing Bangla Tutorial A to Z

আশা করছি এখন থেকে পিন্টারেষ্ট মার্কেটিং নিয়ে আর কোন ঝামেলা থাকবে না। আজকের মতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Level 2

আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস