SEO শেখা+ ফ্রীল্যান্সিং বাংলা টিউটোরিয়াল মাত্র ৩৫০ টাকায়। অনলাইনে আয় শুরু করুন SEO দিয়েই। নতুনদের জন্য বিশেষ সুযোগ! শুধুমাত্র টেকটিউনস ব্যবহারকারীদের জন্য।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টিউনার ও ফ্রিল্যান্সার আব্দুল কাদের'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আলহামদুলিল্লাহ্‌ তার রহমতে বেশ ভাল আছি।

ফ্রীল্যান্সিং নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই কিন্তু সবাই কি সফল হতে পারেন? পারেন না, এর প্রধান কারন হল- কাজ না শিখেই আয়ের চিন্তা। আপনি কাজ না শিখে যদি আয় করতে চান তাহলে ফ্রীল্যান্সিং মারকেটপ্লেসে কোনদিনই ভাল অবস্থানে যেতে পারবেন না। আর তাই আপনি যদি কাজ শেখার চিন্তা করে থাকেন তাহলে আমি আপনাকে বলব যে, আপনি এসইও এর কাজ শিখুন । কারন নতুনদের জন্য এটি একটি সহজ পদ্ধতি ফ্রীল্যান্সিং সাইটে কাজ শুরু করার জন্য। তাছাড়া এটি বর্তমান সময়ের একটি বিশেষ চাহিদা হয়ে দাড়িয়েছে, ডাটা এন্ট্রি করতে গেলেও এখন আপনার এসইও এর জ্ঞান থাকা অতি জরুরি, এমনকি আপনি যদি এসইও এর টার্ম গুলো না জানেন তাহলে হয়ত আপনি ফ্রীল্যান্সিং এর বেসিক ই জানেন না। কাজেই এসইও শিখুন। আর যারা নতুন অবস্থায় কাজ করতে চান আবার ভাল আয়ও করতে চান তারা এসইও শিখতে পারেন, এটি তাদের জন্য এক বিশাল প্লাস পয়েন্ট।

SEO থেকে অনলাইনে আয়

অনেকেই আছেন যারা টাকার জন্য কাজ শিখতে পারেন না আবার অনেকেই সময়ের অভাবেও কাজ শিখতে পারেন না, ঢাকার বাইরে থাকার জন্যেও অনেকে কাজ শিখতে পারেন না, আবার অনেকে নতুন অবস্থায় বুঝতেই পারেন না যে কোন দিক থেকে কিভাবে শুরু করবেন তাই আপনাদের কথা বিবেচনা করেই আমি নিজে তৈরি করেছি এসইও+ফ্রীল্যান্সিং এর উপর বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল। আমি নিজে odesk এ এসইও এর কাজ করি আর তাই আমি মনে করি, ফ্রীল্যান্সিং শুরু করার জন্য এসইও এর কাজ শেখা খুবই কার্যকরী হবে, কারন এটি সোজা এবং শিখতে অনেক কম সময় লাগে এবং এর ক্ষেত্র অনেক ব্যাপক। আর আমার নিজের অভিজ্ঞতার আলোকেই এটি তৈরি। এটি দ্বারা আপনি শুধু ফ্রীল্যান্সিং ই নয়, বরং এর পাশাপাশি অন্য আরও অনেক উপায়ে আয় করতে পারবেন।

বাংলাদেশের প্রথম এসইও এবং ফ্রীল্যান্সিং টিউটোরিয়াল :

টিউটোরিয়ালটি সম্পূর্ণ আমার নিজের বানানো এবং এতে রয়েছে এসইও শেখার এবং অনলাইনে কাজ করার জন্য ৮৫টি এর অধিক সংখ্যক HD ভিডিও টিউটোরিয়াল, প্রত্যেকটি ধাপ স্পষ্ট এবং বাংলা ভাষায়।

চলুন দেখে নেই কি কি থাকছে এই বাংলা ভিডিও টিউটোরিয়াল এঃ

প্রথমে SEO শেখার জন্য যে সকল বাংলা ভিডিও টিউটোরিয়াল থাকছে তার একাংশঃ

  • 1. SEO কী?
  • 2. এর প্রকারভেদ
  • 3. Keyword কী ও এর গুরুত্ব?
  • 4. বিভিন্ন Keyword Toolbars
  • 5. Google keyword tools
  • 6. Google Adword Tools (কিওয়ার্ড রিসার্চ)
  • 7. কীভাবে নির্বাচন করবেন আপনার সাইটের জন্য সেরা টুলটি?
  • 8. On-page Optimization এর শুরুর কথা।
  • 9. সাইটের জন্য Meta Tag তৈরি এবং সাইটের HTML এ তা সঠিক জায়গায় পেস্ট করা।
  • 10. Blogger এ কিভাবে মেটা ট্যাগ পেস্ট করতে হয়।
  • 11. Google এ সাইট সাবমিট করা বা জমা দেয়া। (Optimization এর প্রথম ধাপ)
  • 12. Google Webmaster Tool কী? এর সঠিক ব্যবহার।
  • 13. Sitemap তৈরী করা (ব্লগ এবং ওয়েবসাইট এর জন্য)
  • 14. Google Webmaster Tools এ সাইট ADD করা এবং সাইটের Ownership ভেরিফিকেশন করা।
  • 15. Yahoo তে সাইট সাবমিট করা বা জমা দেয়া। (Optimization এর দ্বিতীয় ধাপ)
  • 16. Bing এ সাইট সাবমিট করা।
  • 17. Bing Webmaster Tools পরিচিতি।
  • 18. Bing Webmaster Tools এ সাইট ADD করা এবং সাইটের Ownership ভেরিফিকেশন করা, ( HTML এ মেটা ট্যাগ পেস্ট এর মাধ্যমে যাতে করে আপনি ব্লগস্পট সাইট ভেরিফাই করতে পারেন)
  • 19. Word press সাইট এ SEO করা কীভাবে সুবিধাজনক?
  • 20. Word press এ all in one seo pack নিয়ে আলচনা ও এর সুবিধা
  • 21. On page optimization in Joomla sites
  • 22. Image alt tag কীভাবে তৈরি করতে হয়, কেন এটি গুরুত্বপূর্ণ?
  • 23. Alexa কী এবং SEO তে এটি কিভাবে ভূমিকা রাখে?
  • 24. Off page optimization কী? এর গুরুত্ব কতখানি?
  • 25. ব্যাক লিংক কী?
  • 26. Social Bookmarking এবং Directory Submission কি? কীভাবে করতে হয়?
  • 27. Social Bookmarking এবং Directory Submission এর জন্য কিছু Exclusive Site-এর লিস্ট।
  • 28. কীভাবে ব্যাক লিংক তৈরী করতে হয়।
  • 29. ব্যাক লিংক তৈরির জন্য কিছু Exclusive সাইট এর address।
  • 30. লিংক হুইল কি? কীভাবে করতে হয়?
  • 31. Page rank নিয়ে কিছু কথা।
  • 32. You tube দিয়ে সাইটে প্রচুর পরিমাণে কীভাবে Visitor আনতে পারেন সেই পদ্ধতি।
  • 33. Social Networking Sites যেমন- Facebook, Twitter ইত্যাদি দিয়ে কীভাবে সাইটে ভিজিটর বাড়ানো যায় সে উপায়।

এসইও ভালভাবে শেখার পর কাজ সম্পর্কে একটু ধারনা দেয়ার জন্য কিছু ভিডিও টিউটোরিয়ালঃ

  • 1. ফ্রীল্যান্স সাইটগুলতে আসলে SEO এর চাহিদা কেমন?
  • 2. ফ্রীল্যান্স সাইটগুলোতে SEO এর কোন পার্ট এর কাজ বেশি পাওয়া যায়।
  • 3. কিভাবে বিড করে তাড়াতাড়ি কাজ পাওয়া যায় ( SEO এর কাজ গুলোতে বিড করে কাজ জেতার পরীক্ষিত উপায়! )
  • 4. SEO তে সহায়ক কিছু টুলবার যা দিয়ে কাজ দ্রুত করা সম্ভব।
  • 5. যে সকল কাজ ফ্রীল্যান্সিং এর জন্য করতে হবে তা সরাসরি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে দেখানো হয়েছে
  • 6. ব্যাকলিংক এর কাজের জন্য সাথে সাথে কমেন্ট এপ্রুভ হয়ে যায় এমন কিছু সাইট এড্রেস।
  • 7. কিভাবে কোন কাজটি করলে তাড়াতাড়ি শেষ করা যাবে তার উপায়।
  • 8. SEO তে কাজ করার সময় আমার ফেস করা কিছু বাস্তব অভিজ্ঞতা ও তা থেকে সমাধানের উপায়।
  • 9. ক্লাইন্ট নিয়ে কিছু সতর্কতা, কিভাবে চিনবেন একজন ক্লাইন্ট কে? কার কাজে বিড করবেন আর কার কাজে করবেন না?

কাজ সম্পর্কে কিছু ধারনা পাওয়ার পর ওডেস্কে কিভাবে কি করবেন তা নিয়ে কিছু টিউটোরিয়ালঃ

  • ওডেস্কে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তা ভিডিও আকারে করে দেখানো
  • ওডেস্ক এর প্রোফাইল পরিচিতি
  • অ্যাকাউন্ট তৈরির জন্য কি কি দরকার, ব্যাংক অ্যাকাউন্ট সহ ইত্যাদি ইত্যাদি
  • প্রোফাইল কিভাবে ডেভলপ করবেন
  • প্রোফাইলকে কাজের উপযুক্ত করা
  • বিড কিভাবে করতে হয়, বিড করার সময় কিছু টেকনিক

এর পরও অনেকে বুঝতে পারে না যে কি ধরনের কাজ হবে আর কি বললে কি করতে হবে, তার জন্য আরও কিছু ভিডিও টিউটোরিয়ালঃ

  • ওডেস্ক এ কি কি টাইপের কাজ আছে
  • ওডেস্ক এ কিভাবে আপনি আপানার জন্য কাজের তালিকা খুজে বের করবেন
  • বিভিন্ন ধরনের কাজ নিয়ে আলচনা
  • সরাসরি ওডেস্ক এ গিয়ে প্রায় ৩০ টি কাজ নিয়ে আলোচনা (কোন কাজে ক্লাইন্ট কি করতে বলেছেন, কিভাবে বিড করতে হবে এবং কাজটি কি রকম হবে)
  • আপনি যদি ইংরেজিতে দুর্বল হন এবং যদি ক্লাইন্ট কি বলেছেন তার কিছু কিছু অংশ বুঝতে না পারেন তাহলে তা বোঝার জন্য গুগল ট্রান্সলেটর এর সঠিক ব্যবহার এবং তার সাথে একটি
  • অনলাইন ডিকশনারি পরিচিতি। যা আপনাকে কাজ বুঝতে এবং আপনার ইংরেজীর দক্ষতাকেও বাড়াবে।

সব মিলিয়ে মোট ভিডিওর সংখ্যা ৮৫টি+ । প্রত্যেকটি ভিডিও HD কোয়ালিটির তাই প্রত্যেকটি কথা স্পষ্ট এবং ভিডিও এর রেজুলেশন খুবই ক্লিয়ার। এতে করে আপনারা সহজেই সব কথা শুনতে এবং দেখে বুঝতে পারবেন।

এছাড়াও এর সাথে থাকছে সকল ভিডিওর সোর্স ফাইল, যাতে করে আপনি ভালভাবে প্র্যাকটিস করতে পারেন। সাথে আর থাকছে লিখিত টিউটোরিয়াল এবং প্রয়োজনীয় সকল সফটওয়্যার, সাথে আরও থাকছে পিডিএফ ই-বুক। এতে করে আপনাদের আর কোন সমস্যাই থাকবে না।

আমার এই এসইও এর টিউটোরিয়াল এর পূর্বের ভার্শন এমন ছিল না, ওটা বানানোর পর বিভিন্ন লোকদের কাছ থেকে উঠে আসা নানান প্রশ্ন এবং এর সমাধান নিয়ে এতে নতুন করে আরও অনেকগুলো ভিডিও যোগ করা হয়েছে। ফলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন টিউটোরিয়াল আর একটিও পাবেন না ১০০% নিশ্চিত। এই বাজারের কিছু টিউটোরিয়াল আমার কাছে আছে আমি দেখেছি, আর সেগুলো হল ২০০৯ বা তার পূর্বে তৈরি ফলে অনেক কিছুই বোঝা যায় না (কারন এতদিনে গুগল, ইয়াহু, বিং, ব্লগার ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন হয়েছে)। উপরে যা কিছু বর্ণনা করা হয়েছে তার সব কিছুই করা হয়েছে ২০১৩ সালে। ফলে গুগল এবং বিং এর নতুন নতুন আপডেট গুলো এখানে দেখানো হয়েছে। এমনকি ব্লগারের নতুন ইন্টারফেস এবং HTML এডিটর এর নতুন চেহারাও এখানে দেখানো হয়েছে। ফলে আশা করা যায় আপনাদের বুঝতে কোন সমস্যাই হবে না এবং আমি মনে করি এই টিউটোরিয়ালটি কিনলে আপনাকে বাইরে থেকে আর কোন প্রকার কোর্স ও করার প্রয়োজন হবে না।

২৪/৭ লাইভ সাপোর্ট

এর পরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোন সমস্যা হয় তার জন্য থাকছে ২৪/৭ লাইভ সাপোর্ট এর ব্যাবস্থা। আপনি আমাদের ফেসবুক গ্রুপ এবং স্কাইপ এর মাধ্যমে এই হেল্প পাবেন। ফেসবুক গ্রুপে আপনি চাইলে এমনিতেও যোগ দিতে পারেন। কিন্তু স্কাইপ এর সেবা শুধুমাত্র যারা এটি কিনবেন তারাই পাবেন।

ফেসবুক গ্রুপ এ যোগ দিতে এখানে ক্লিক করুন।

শুধুমাত্র ফ্রীল্যান্সিং ই নয়, এসইও এর এই কোর্স টি করে আপনি আরও অনেক উপায় যেমনঃ ব্লগিং, মার্কেটিং, গুগল এডসেন্স দিয়ে মাসে ১০০-৫০০ ডলার সহজেই আয় করতে পারবেন।

লাইভ ডোমো

আমাদের ভিডিও গুলো কিভাবে করা তার লাইভ ডেমো দেখতে এখানে ক্লিক করুন।

টিউটোরিয়াল এর দামঃ

মূল্য- মাত্র ৩৫০ টাকা!

টাকা বিকাশ এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন কোন সমস্যা নেই কারন আমি এটা পাঠাব সুন্দরবন কুরিয়ার এর মাধ্যমে। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশের যে কোন প্রান্তেই আছে। ডিভিডি কিভাবে পাবেন এবং টাকা কিভাবে পাঠাবেন তা নিচ থেকে ভালভাবে পড়ে নিন। শুধুমাত্র আপনাদের জন্য কোন প্রকার অতিরিক্ত কুরিয়ার চার্জ নেয়া হচ্ছে না!

এই টিউটোরিয়াল গুলো কিভাবে আপনি পাবেন এবং টাকা কিভাবে পাঠাবেন তা নিচে দেওয়া হলঃ

টাকা পাঠানোর পদ্ধতি :

টাকা পাঠাতে হবে বিকাশ এর মাধ্যমে। আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নেই, আপনি আপনার নিকটবর্তী বিকাশ এর দোকান থেকেও টাকা পাঠাতে পারবেন।টাকা পাঠানোর আগে আমাকে ফোন দিয়ে নিতে পারেন- 01674900733

টাকা পাঠাতে হবে এই নাম্বারে – 01780838227

অ্যাকাউন্ট টাইপ- Personal

ডিভিডি পাবেন যেভাবেঃ

টাকা পাঠানো হলে আপনার টাকা এসেছে কিনা তা আপনাকে জানানো হবে বা আপনি ফোন দিয়েও জানতে পারবেন (ফোন নাম্বার-০১৬৭৪৯০০৭৩৩, 01674900733)।

তারপর আপনি যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বার, আপনার নাম, আপনার ঠিকানা (এখানে শুধু আপনার এলাকার নাম, থানার নাম এবং জেলার নাম দিলেই হবে), আপনার মোবাইল নাম্বার আমার নাম্বারে মেসেজ করে পাঠাবেন। সব কিছু ঠিক হয়েছে কিনা তা আপনাকে জানানো হবে। সব ঠিক থাকলে আপনার উদ্যেশ্যে ডিভিডি পাঠানো হবে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে। সাধারণত ২-৪ দিনের মধ্যেই পেয়ে যাবেন আপনার ডিভিডি। তবে একটা শর্ত- টাকা পাঠানোর পর থেকে ডিভিডি হাতে পাওয়া পর্যন্ত আপনার মোবাইল নাম্বার খোলা রাখতে হবে কারন ডিভিডি আপানার এলাকায় পৌছলে কুরিয়ার থেকে আপনাকে ফোন দেয়া হবে।

আর যদি আপনি ঢাকায় থাকেন তাহলে সরাসরি হাতে হাতে নিতে পারবেন এই জন্য আপনাকে ঢাকার উত্তর বাড্ডায় আসতে হবে। আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে।

ডিভিডি আপনার নামে কুরিয়ার করা হলে আপনাকে মেসেজ করে কুরিয়ার রিসিটের কোড নাম্বার জানিয়ে দেয়া হবে।

এই টিউটোরিয়াল সম্পর্কে কোন মতামত বা প্রশ্ন থাকলে সরাসরি আমাকে ফোন দিতে পারেন। 01674900733, (সকাল ৯টা থেকে রাত ১০টা)। তবে ফোন দেয়ার আগে প্লিজ আমার পার্সোনাল ব্লগ থেকে ঘুরে আসুন তাহলে হয়ত আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

একটা কথাঃ

এটা সম্পূর্ণই আমার নিজের বানানো। একজন ফ্রীল্যান্সার হিসেবে আমি নিজে যা জানি বা আমি নিজে কাজ করতে গিয়ে যে সকল সমস্যা হয়েছে তার সমাধান এবং আমার অভিজ্ঞতা থেকেই আমি এটি তৈরি করেছি । তাই ডিভিডি নেয়ার সময় এর উপর অবশ্যই আমার স্বাক্ষর দেখে কিনবেন।আমার স্বাক্ষর ব্যাতীত কোন ডিভিডি কিনবেন না এবং এর দায় দায়িত্ব আমার নয়। এই টিউটোরিয়ালের প্রত্যেকটি ভিডিও কপিরাইট প্রটেক্টেড এবং এই ভিডিও টিউটোরিয়াল আমার অনুমতি ব্যতীত কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ।

এই টিউটোরিয়াল সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এখানে ক্লিক করুন।

আমার পার্সোনাল ব্লগ।
ফেসবুক গ্রুপ।
আমার ফেসবুক অ্যাকাউন্ট।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টিউনার ও ফ্রিল্যান্সার আব্দুল কাদের'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব সন্দুর।

আমি যে টাকা বিকাশে সেন্ড করলাম, তার কোন প্রমান থাকবে কি?

    Level 0

    @কায়সার: অবশ্যই, এই জন্যাই তো বললাম টাকা পাঠানোর আগে আমাকে ফোন দিয়ে নিবেন এবং টাকা পাঠানো হলে আমাকে সাথে সাথে ফোন দিয়ে কনফার্ম হয়ে নিবেন।

আপনি ব্লগ সাইট ব্যবহার করেন কেন? আপনি SEO specialist হলে তো অনেক টাকা আয় করেছেন। আমার জানা মতে, SEO করতে হলো তো personal ওয়েবসাইট থাক খুবই দরকার। সবাই SEO নিয়ে খুবই ফালাফালি করে কিন্তু আসল বিষয়টা যেটা SEO করার পদ্ধতি এটা কেউ বলে না।

Level 0

@হাসান যোবায়ের (আল-ফাতাহ্): দোয়া কইরেন ভাই।

Level 0

@কায়সার হুম অবশ্যই প্রমান থাকবে
@ নুর হোসেন, ভাই আমার ডোমেইন আছে কিন্তু কয়েকদিন ধরে সমস্যা করতেছে, তাই আপাতত ফ্রি ব্লগেই আছি http://www.online-school-bd.com এ গিয়ে দেখুন।

link building করার জন্য যে সব high PR লিংক লাগে সব দিয়ে দিবেন PR সহ ? দিলে link building এর কোন কোন পার্ট গুলর লিংক PR সহ দিবেন এবং তা কত গুল দিবেন ? একটু বিস্তারিত বলবেন কি?

Level 0

ভাই যারা বিদেশে থাকে তারা কিভাবে পেতে পারে?

    Level 0

    @diptaislam:
    ভাই বিদেশে পাঠাতে অনেক খরচ হয় আপনি যোগাযোগ করতে পারেন, [email protected]

আপনারা যারা বিগেনার ব্লগার এবং Google মামার ফ্রি BlogSpot এর সাথে ব্লগিং করে অথবা YouTube এ Video Upload করে Google AdSense থেকে আয় করতে আগ্রহি অথচ, শত চেস্টা কোরেও Google AdSense Account Approved করতে পারছেন না। অ্যাডসেন্স নামের সোনার হরিণের পেছনে হোন্নে হয়ে ঘুরছেন। তাদের উদ্দেশ্যে বলছি, এখন থেকে আপনাদের আর অ্যাডসেন্স এর পিছনে ঘুরতে হবেনা। যার যার গুগল অ্যাডসেন্স এ্যাকাউন্ট প্রোয়জন তারা যোগাযোগ কোরতে পারেন আমার সাথে। কোন ওয়েব সাইট বা ব্লগের প্রোয়জন নেই, নেই শত সহস্র পোস্টের। প্রোয়জন শুধু মাত্র পেই নেম আর সময় দুই দিন। ব্যাস পেয়ে যাবেন আপনার গুগল অ্যাডসেন্স এ্যাকাউন্ট। ফোনঃ ০১৯১৮-১৯০৬৯৪

Level 0

কমেন্টের জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

Level 0

আমারও এক কপি দরকার, কয়েকজন বন্ধুকে গিফট করবো।

Kindly add me on Skype=> Tapasfun

Thanks.

আপনার ওডেস্ক আইডি কি? দয়া করে বলবেন।

Level 0

vai,,amer skypee id:shadek.himel///////please add me

Level 0

Salam bhi Ami dhaka Bashaboo ace amaka parla brac account din ar na ha rakamari ta pathea din

রকমারিতে দিয়ে দেন…
আমাদের নিতে সুবিধা হবে…

Level 0

সবার একটু বিশেষ নজর আকর্ষণ করছি, কুরিয়ার ফী এতদিন মাফ থাকলেও এখন আর কোন ভাবেই ফ্রী করা সম্ভব হচ্ছে না। তাই এখন থেকে যারা কুরিয়ার এ ডিভিডি নিবেন তাদের অতিরিক্ত 50 টাকা সহ মোট 400 টাকা বিকাশ করতে হবে। আর যারা এসে হাতে হাতে নিবেন তারা রেগুলার প্রাইজ এই কিনতে পারবেন।

Level 0

ভাই এটা একটা জনপ্রিও টেকনোলজি সাইট। এটা কোন দোকান না। যে আপনি এখানে DVD বিক্র করবেন। এখানে অনেক টিউনার আসছে যারা হাজার হাজার টাকার জিনিস ফ্রী দিয়ে যায়। আমি এক দিন ১৫০০০tk web design এর DVD ফ্রী ডাউনলোড করেছি নিচে সেই তিউনের লিংক টা দেওয়া হলও !
https://www.techtunes.io/web-development/tune-id/185124
প্রবাসি নামে এক ভাই আছে সে লক্ষ লক্ষ টাকার সফটওয়্যার ফ্রী দেয় ।
https://www.techtunes.io/tuner/rawnak-ali-khan এটা তার প্রোফাইল লিঙ্ক।
যদি পারেন কোন কিছু স্বার্থ ছাড়া আমাদের কে দিবেন দেখি কিছু গ্রহণ করতে পারি কি না?
ধন্যবাদ পোস্ট এর জন্য।

    Level 0

    @xhmx: ki mone hoy vai apnar, SEO er purnongo tutorial er dam koto hote pare. Devs Team 15000 taka nay SEO shekhate, sekhane ami nicchi 350 Taka. eta ke ki apnar mone hoe ami dokan khule boschi? zara zara eita niye shikhche tarai jane eta tader jonno kotota upokar hocche.

ভাই রকমারিতে এইটা দিতে পারলে ভাল হত।

assa jader seo te motamoti dharona ase.tader ki aita kaje lagbe

কাদের ভাই আপনাকে ফোন দিয়েছিলাম ।

    Level 0

    @ফয়সাল আবেদীন: সবার উদ্যেশে বলি, আমাকে কেউ ফোন দিয়ে না পেলে ঘাবড়ে যাবেন না, যে কোন কারনে আমি ফোন নাও ধরতে পারি, ফোন না ধরতে পারলেও পরে আমি ফোন ব্যাক করব। আর প্লিজ কেউ আমাকে গভীর রাত্রে ফোন দিবেন না। সবাইকে অনেক ধন্যবাদ ।

Level 0

অনেকেই হাতে হাতে নেয়ার জন্য আমাকে ফোন দিয়েছেন। তাই আপনারা যারা যারা ঢাকা থেকে হাতে হাতে নিতে চান তারা নিচের এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন-
আপনি যদি ঢাকায় থাকেন তাহলে সরাসরি হাতে হাতে নিতে পারবেন। তার জন্য আপনাকে ঢাকার মধ্য বাড্ডায় আসতে হবে। মধ্য বাড্ডা বাস স্ট্যান্ড এ নেমে রাস্তার পশ্চিম পাশে যাবেন। সেখানে বাড্ডা আলাতুন্নেসা হাই স্কুলের গলিতে ধুকেই ডান দিকে S.A. Plaza নামে একটি মারকেট দেখবেন, ওটাতে ধুকে নিচ তলায় N.W. Computers নামের এই দোকানে যাবেন এবং সেখান থেকেই এই ডিভিডি নিতে পারবেন। তবে বুধবার বন্ধ থাকে। আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভাই।

Level 0

Via DVD ta aj hate pelam.Thank You.

ভাই আমি রামপুরায় থাকি, এই দিকে আসার আপনার কোন শিডিউল নাই? আমি DVD টা নিতে চাচ্ছি !! skype : likhon143

    Level 0

    @শেখ লিয়াকত: ভাই কমেন্ট না করে সরাসরি ফোন দিয়েই তো জানতে পারেন। যাই হোক কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ।

@কাদের ভাই , আমি আল মামুন , জোড়া গেট , সি এন্ড বি কলোনি , খুলনা থেকে ।
আপনাকে অনেক ধন্যবাদ , আজ সকালে DVD এসেছে , খুব সুন্দর হয়েছে ।
২৫০০ টাকা দিয়ে ট্রেইনিং করেও SEO এরকম শিখতে পারিনি ।

কাদের ভাই DVD পাইছি । অনেক ধন্যবাদ ।

একেবারে নতুন যারা কিছু বোঝেনা এসইও ব্যাপারে তাদের কি উপকারে আসবে এটা

রকমারি.কম থেকে পাওয়া যায়। খুব চমৎকার ডিভিডি। আপনাকে ধন্যবাদ ভাই।

ঝাক্কাস জিনিস