রংপুরসোর্স ইন্সটিটিউটে “স্পেশাল এডভান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং অন্যান্য” প্রশিক্ষণ – চলছে ১৫% ছাড়ে ভর্তি!

আপনি জানেন কি, বর্তমানে ফ্রীলান্সিং মার্কেটপ্লেসগুলোতে সবচেয়ে বেশি কাজ টিউন হয় “ওয়েব ডেভেলপমেন্ট” ক্যাটেগরিতে। প্রুভ দেখুন এখানে। প্রতিদিনের গড় হিসেবে দেখা যায় ৫০ শতাংশ বা তার বেশি বায়ার/ক্লাইন্ট যোগ্য ফ্রীলান্স কর্মী খুঁজে পান না তাদের কাজের ধরণ ও চাহিদা অনুযায়ী। ফলে, দিনের পর দিন প্রোজেক্টগুলো পড়ে থাকে।

একবার ভাবুনতো, আপনি কি চান সেই ৫০ শতাংশ কাজগুলো নিজের করে নিতে?? আপনার লক্ষ যদি তাই হয়ে থাকে তবে আপনাকে হতে হবে “এক্সপার্ট এবং প্রোফেসনাল ডেভেলপার”। হ্যাঁ বন্ধুরা, আমরা “রংপুরসোর্স ইন্সটিটিউট”, রংপুরের মান সম্মত এবং নির্ভরযোগ্য একটি ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রীলান্সিং ট্রেইনিং ইন্সটিটিউট আপনাকে দিচ্ছি “স্পেশাল এডভান্স ওয়েব ডেভেলপমেন্ট” কোর্স, যেখানে আপনি পাবেন সেই রিয়াল, এক্সপার্ট এবং প্রোফেসনাল ওয়েব ডেভেলপার হবার দারুণ সুযোগ।

বিশ্বাস হচ্ছে না? চলে আসুন আমাদের কাছে। 

এক নজরে দেখে নিন কি থাকছে আমাদের ৩ মাস ব্যাপী এই কোর্সে এবং এই কোর্স করে আপনি কি কি সুযোগ পাবেন আমাদের থেকে -

কোর্স কনটেন্ট

১) এইচটিএমএল এবং সিএসএস নিয়ে ইন ডিটেইলস ক্লাস,
২) ফিক্সড, ফ্লুইয়িড এবং ফ্লেক্সিবল লেআউট ডেভেলপমেন্ট,
৩) পিএসডি টু এইচটিএমএল কনভার্সন,
৪) রেস্পন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট,
৫) কাস্টম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট,
৬) ডোমেইন এবং হোস্টিং ম্যানেজমেন্ট এবং
৭) অনপেজ এসইও।

সাথে থাকবে প্রতি ৫-৭টি ক্লাস পরপর ম্যারাথন কোডিং ক্লাস।

কোর্সটি সম্পন্ন করে আপনি যে যে কাজগুলো করতে পারবেন

১) পিএসডি টু এইচটিএমএল কনভার্সন,
২) রেস্পন্সিভ ওয়েবসাইট লেআউট ডিজাইন,
৩) পিএসডি টু ওয়ার্ডপ্রেস থিম কনভার্সন,
৪) ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন,
৫) ডোমেইন হোস্টিং সার্ভার মেইন্টেনেন্স এবং
৬) অনপেজ এসইও।

RangpurSource Lab Class Room

আমরা শেখাবো সম্পূর্ণ প্রোফেসনাল কাজের ধারায়, তাই
মাত্র একটি কোর্স করেই আপনি হতে পারবেন রিয়াল এক্সপার্ট!

আপনি যে সুযোগগুলো পাচ্ছেন (যে কারনে এই কোর্সটি স্পেশাল)

১) কোর্সে ভাল পারফন্সকারীদের দেয়া হবে ১ মাসের আরও একটি প্রোজেক্ট ভিত্তিক ট্রেইনিং সম্পূর্ণ ফ্রী’তে,
২) (৩+১) = ৪ মাস পর এক্সপার্ট পারফরমেন্সকারীদের জন্য সুযোগ থাকবে দুটি, ক) সরাসরি আমাদের পেইড ইন্টার্ন ট্রেইনার হবার সুযোগ, খ) সরাসরি আমাদের ক্লাইন্টের কাজে নিয়োগ অথবা ফ্রীলান্স মার্কেটপ্লেসে কাজ পেতে ১০০% সহায়তা করা হবে অনলাইন, কিংবা অফলাইনে।
৩) ৪ মাস শেষে আরও পাচ্ছেন ৫ দিনের ফ্রীলান্স মার্কেটের ওপর আরও একটি ট্রেইনিং সম্পূর্ণ ফ্রী’তে।
৪) এছাড়াও আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে থাকছে ২৪ ঘণ্টা সাপোর্ট দেয়ার মত অ্যাক্টিভ ডেভেলপার টিম, যাদের থেকে আপনি দ্রুত সাপোর্ট পাবেন।

আজই ভর্তি হোন

আমাদের ক্লাস নেয়ার সিস্টেম

১) প্রতিটি ক্লাস টপিকের জন্য পর্যাপ্ত ফ্রি এবং পেইড রিসোর্স (ভিডিও টিউরিয়াল এবং ইবুক) সরবরাহ করা হয়,
২) প্রতিটি ক্লাসের টপিকের সাথে মিল রেখে প্রোজেক্ট ভিত্তিক ক্লাস করানো হয়,
৩) কোর্সে ভাল পারফন্সকারীদের দেয়া হবে ১ মাসের আরও একটি প্রোজেক্ট ভিত্তিক ট্রেইনিং সম্পূর্ণ ফ্রী’তে,
৪) ফেসবুকে স্পেশাল গ্রুপের মাধ্যমে লাইফ টাইম ব্যাচওয়াইজ রিসোর্স এবং সাপোর্ট,
৫) ফ্রী-তে আমাদের যেকোনো সেমিনার, ওয়ার্কশপ বা ইভেন্টে সাথে থাকার অপূর্ব সুযোগ।

কেনও আপনি আমাদের কাছে শিখতে পারেন?

আমাদের প্রতিষ্ঠান সবসময় মানসম্মত প্রশিক্ষণ প্রদানে আন্তরিকভাবে নিয়োজিত। আমাদের প্রতিষ্ঠানের ক্লাস এবং গাইডলাইন ফলো করে পরিপূর্ণভাবে শিখতে পারলে, এই কোর্সগুলোতে আপনার দক্ষ এবং স্বাবলম্বী হওয়ার একটা জোর সম্ভাবনা যেনোও থাকে, আমরা সেইটুকু মান ধরে রাখতে সবসময় সচেষ্ট। আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে নিজেই আপনার পছন্দের কাজ খুঁজে নিতে পারবেন। আপনি আপনার পছন্দের প্রোজেক্ট করার পাশাপাশি, আপনার দক্ষতা অনুযায়ী দেওয়া আমাদের প্রোজেক্টের কাজও করতে পারবেন। তাই, একটি মান সম্মত প্রশিক্ষণ ক্লাইন্টের এবং মার্কেটপ্লেসগুলোর পছন্দনীয় ফ্রীলান্সার হতে আপনি আসতে পারেন আমাদের এই রংপুরসোর্স ইন্সটিটিউটে। 🙂

প্রশিক্ষণ ফি এবং অন্যান্য তথ্য

৩ মাসের তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রশিক্ষনের মোট কোর্স ফি ১০,০০০ টাকা। তবে, রংপুরে আগামী ১৪ই মার্চ’২০১৫ তে দেশের সবচেয়ে বড় ডিজাইন কনফারেন্স “বিগ ডিজাইন ডে” উপলক্ষে রংপুরসোর্স ইন্সটিটিউট দিচ্ছে ১৫% ছাড়ে ৮,৭২৫ টাকাতে ভর্তির সুযোগ। থাকছে দুটি ইন্সটালমেন্টে পেমেন্ট পরিশোধের সুযোগ। তবে, প্রথম কিস্তিতে ৫০% কোর্স ফি পরিশোধ বাধ্যতামূলক। ৩ মাস শেষ আরও “১ মাসের প্রোজেক্ট ভিত্তিক প্রশিক্ষণ এবং ৫ দিনের ফ্রীলান্স মার্কেটপ্লেস বিষয়ক প্রশিক্ষণ” এর জন্য অতিরিক্ত কোনও টাকা প্রদান করতে হবে না।

আসন সংখ্যা ১০ জন করে প্রতি ব্যাচ। অনাবাসিক ব্যাচের পাশাপাশি আমরা আবাসিক ব্যাচেও ট্রেইনিং প্রদান করি। তাই দেশের যেকোনো প্রান্ত থেকে এসে আমার কাছে কোর্স করতে পারবেন অনায়াসেই। ৩ মাসের আবাসিক ব্যাচের স্টুডেন্টদের থাকা এবং খাবার খরচের জন্য অতিরিক্ত যেসকল খরচ হবে প্রদান করা হবে, সেগুলোর বিস্তারিত জানতে পাবেন  এই লিঙ্কে।

আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে জয়েন করে আলোচনা করতে পারেন।

কানেক্ট থাকুন রংপুরসোর্স ইন্সটিটিউটের সাথে

RangpurSource

হাউজ # ৩০, রোড # ০৯
ধাপ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর-৫৪০০।
মোবাইলঃ ০১৭৪১৯৯৯৬৪১, ০১৯৩৫১১১২১৯
স্কাইপঃ rangpursurce
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ http://www.rangpursource.com

জয়েন করুণ রংপুরসোর্স সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে

১) ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/rangpursource/
২) ফেসবুক পেজঃ https://www.facebook.com/RangpurSource
৩) টুইটার প্রোফাইলঃ https://twitter.com/rangpursource
৪) টেক ব্লগঃ http://www.blog.rangpursource.com

আমার এই ১৫% বিশেষ ছাড় আগামী ১১ মার্চ’২০১৫ খ্রিঃ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে।

রংপুরসোর্স ইন্সটিটিউটের অন্যান্য প্রশিক্ষণ সমূহ

১) ওয়েব প্রোগ্রামিং - পিএইচপি এবং মাইএসকিউএল,
২) ওয়েব প্রোগ্রামিং - এএসপি ডট নেট এবং এমএস এসকিউএল,
৩) সি-শার্প ডেক্সটপ সফটওয়্যার ডেভেলপমেন্ট,
৪) অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট,
৫) ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন এবং
৬) এডভান্স ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট।

উপরোক্ত কোর্সগুলো ১১ মার্চ’২০১৫ খ্রীঃ পর্যন্ত ১৫% অফারের আওতাভুক্ত। কোর্সগুলোর বিস্তারিত জানতে http://www.rangpursource.com/ict-trainings ভিসিট করুণ।

আমাদের অন্যান্য সার্ভিসগুলোঃ

১) ওয়েব ডেভেলপমেন্ট,
২) সফটওয়্যার ডেভেলপমেন্ট,
৩) মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট,
৪) ডোমেইন এবং হোস্টিং সেলস,
৫) বাংলা পেইড ভিডিও টিউটোরিয়াল এবং
৬) বাংলা পেইড ইবুক।

উপরোক্ত সার্ভিসগুলোর বিস্তারিত জানতে http://www.rangpursource.com/our-services/ ভিসিট করুণ।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রংপুর সোর্স ইন্সটিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 2

আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাওন ভাই, আপনাদের ইমেইল marketing course সম্পর্কে puro details jannte chay. kindly janan………

আচ্ছা ভাই সফটওয়ার ডেভলপমেন্ট কি শুধু সি সার্প দিয়েই শেখান হয় ? সি++ বা জাভা শেখান হয় না ??

    @Ashikur Rahman Tomal: আপনি সি++ অথবা জাভা দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চাইলে আমরা শেখাতে পারবো। আর আমরা জাভা দিয়েই এ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট শেখাই। 🙂 আমাদের অফিসে আসুন, বিস্তারিত কথা বলা যাবে। 🙂

শাওন, Online ব্যবস্থা করা যায় কি?