প্রোগ্রামিং এর বস [পর্ব-০৪] :: কম্পিউটার প্রোগ্রামিং এ হয়ে যান গুরু!!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

একজন উন্নত শ্রেণীর ফাঁকিবাজ কম্পিউটার কিছুদিন যাবত অনশন কর্মসূচি পালন করছে। অভিযোগ কম্পিউটার প্রোগ্রামিং (১ম খন্ড) বইটির জন্য মানুষ তাকে যথেষ্ট মানসিক যন্ত্রণা দিয়েছে। লোকমুখে শুনেছে মানসিক যন্ত্রণা আরো বৃদ্ধি করতে মানুষকে উসকে দেয়ার জন্য লেখক তামিম শাহ্‌রিয়ার সুবিন কম্পিউটার প্রোগ্রামিং (২য় খন্ড) নামে আরেকটি বই লিখেছেন। তাই ফাঁকিবাজ কম্পিউটারের দাবী তাকে অচিরেই এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয়া হোক।

যাই হোক অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এবারের মত রাজি করা হয়েছে কম্পিউটারকে। তবে এবারও লেখক সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। প্রথমেই আলোচনা করেছেন কম্পিউটারের স্মৃতিশক্তি অর্থাৎ মেমরি নিয়ে।

কিন্তু প্রশ্ন হল প্রোগ্রামিং এর সাথে মেমরির কী সম্পর্ক? আরে কম্পিউটারকে কী কাজ করতে দেয়া হল তাতো মনে রাখতে হবে। তা না হলে কাজটা করবে কী করে? এদিকে কম্পিউটার উদাস হয়ে তাকিয়ে আছে। আবার সেই কাজের কথা!

কম্পিউটার কিভাবে আরো নিখুঁত ভাবে কাজ করতে পারবে তাই নিয়ে চলছে জল্পনা-কল্পনা। প্রোগ্রামিং টা এবার পুরোপুরি আয়ত্ত করা যাবে। মূল আলোচনায় মেমরিসহ থাকছে পয়েন্টার, ফাইল, রিকার্শন, বিটওয়াইজ অপারেশন, স্ট্রাকচার আরো কত কী। কিভাবে ছোট ছোট বিট থেকে এত্ত বড় একটা বাইট তৈরি হয়, এক ভেরিয়েবলের ঠিকানা আরেকটা ভেরিয়েবলে কেমন করে রাখা যায় সবকিছুই শেখানো হয়েছে বইটিতে।

এতদিনে কম্পিউটার কম্পাইলারের সাথে অভ্যস্ত হয়ে গেছে তাই সি ল্যাঙ্গুয়েজ এখন কোন বিষয় না। তাই এবার বইয়ে দেয়া প্রোগ্রামগুলো কম্পিউটারের কাছে বেশ মজার মনে হচ্ছে। তাছাড়া পাঠকরাও এসব মজার প্রোগ্রাম দেখে তাদের যুক্তির ভাবনা দিয়ে তৈরি করতে পারবে আরো নতুন নতুন প্রোগ্রাম।

যারা কম্পিউটার প্রোগ্রামিং ১ম খন্ড পরেছেন অথবা প্রোগ্রামিং সম্পর্কে কিছুটা বেসিক ধারণা রাখেন মূলত তাদের জন্যই লেখা হয়েছে কম্পিউটার প্রোগ্রামিং ২য় খন্ড বইটি।

আজই সংগ্রহ করুন বেস্ট সেলার প্রোগামিং বই,কম্পিউটার প্রোগ্রামিং (দ্বিতীয় খণ্ড)- বইটি পেতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি রকমারি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কৌতূহল আছে বলেই মানুষ বেঁচে থাকার মাঝে অর্থ খুঁজে পায়। কৌতূহল সৃষ্টি করতে হলে মানুষকে তাঁর জগত ও কালপরিক্রমা সম্পর্কে সংবেদনশীল হতে হবে। সংবেদনশীলতা আসে পাঠাভ্যাসের মধ্য দিয়ে। অথচ আশঙ্কাজনক হারে, আমাদের দেশের মানুষের পাঠ্যাভ্যাস হ্রাস পাচ্ছে। কারণ বহুবিধ। যারা ঢাকায় থাকেন, যানজট এর দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের বই কিনতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস