McAfee দিচ্ছে র‍্যানসমওয়্যার মুক্ত কম্পিউটার ব্যবহারের নিশ্চয়তা

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'কম্পিউটার ভিলেজ'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

র‍্যানসমওয়্যার হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তি জগতে এক ভয়াবহ আতঙ্কের নাম। যার প্রভাব পড়ছে সারা বিশ্বে। এই ম্যালওয়্যারের ভয়ে কাতর বিশ্বের নামকরা বিভিন্ন কোম্পানি। এমনকি বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান ও কোম্পানি এর শিকার হয়েছে এবং এখনও হচ্ছে।

কি এই র‍্যানসমওয়্যার?

র‍্যানসমওয়্যার হচ্ছে এক ধরনের ম্যালওয়্যার যা ব্যবহৃত হয় কারো ব্যক্তিগত তথ্য বা ফাইলকে এনক্রিপ্ট করে দেয়া এবং ফাইলটি ডিক্রিপ্ট করতে যে কী দরকার তার বিনিময়ে মুক্তিপণ দাবি করা। এটি অনেকটা মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার মত। এক্ষেত্রে মানুষের পরিবর্তে আমাদের ব্যক্তিগত ও অত্যন্ত প্রয়োজনীয় ফাইলগুলো আমাদের ব্যক্তিগত কম্পিউটার থেকে এনক্রিপ্ট করে দিয়ে  ডিক্রিপ্ট কী এর বিনিময়ে মুক্তিপণ দাবি করা হয়।

আসুন, আরেকটু বিস্তারিত জানি এই ভয়ংকর ম্যালওয়্যারটি সম্পর্কে। এসিমেট্রিক(পাবলিক-প্রাইভেট)  এনক্রিপশন এক ধরনের  ক্রিপটোগ্রাফি যা দিয়ে একটি ফাইলকে এক জোড়া কী-য়ের মাধ্যমে এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করা হয়। এই জোড়া কী-টি  জেনারেট করে যে আক্রমণ করবে এবং ডিক্রিপ্ট করতে যে প্রাইভেট কী-টি প্রয়োজন তা থাকে আক্রমণকারীর সার্ভারে। শুধুমাত্র মুক্তিপণের দাবি পুরণ করলেই প্রাইভেট কী-টি আক্রান্ত ব্যক্তিকে প্রদান করা হয়। প্রাইভেট কী-টি ছাড়া ফাইল ডিক্রিপ্ট করা একদমই অসম্ভব কাজ।

সাধারণত স্প্যাম ই-মেইল ক্যাম্পেইন অথবা টার্গেট করে এই অ্যাটাক করা হয়ে থাকে।

কিভাবে বাঁচবেন এই ভয়াল থাবা থেকে?

McAfee দিচ্ছে এই ভয়াবহ আতঙ্ক থেকে সুরক্ষা। McAfee হচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সাইবারসিকিউরিটি প্রদানকারী কোম্পানি। একসাথে কাজ করার ক্ষমতা দ্বারা অনুপ্রাণিত, McAfee ব্যবসা এবং ভোক্তা সমাধান দিয়ে থাকে যা বিশ্বকে  একটি নিরাপদ স্থানে পরিণত করছে।
সারা বিশ্ব জুড়ে  McAfee তার গ্রাহকদের ডেটা এবং পরিচয় রক্ষা করার জন্য তাদের সবচেয়ে সহজ এবং কার্যকর সিকিউরিটি ব্যবস্থা প্রদান করে থাকে। গত ৩০ বছরে, McAfee একটি সমৃদ্ধ ও বিস্তৃত গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স (জিটিআই) নেটওয়ার্ক তৈরি করেছে, সারা বিশ্ব জুড়ে ২৬০ মিলিয়নেরও বেশি পয়েন্ট থেকে হুমকিগুলির উপর তথ্য সংগ্রহ এবং একত্রিত করে।

McAfee Total Protection

কিনতে ক্লিক করুন

McAfee Total Protection হচ্ছে পিসি, ম্যাকস, স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির জন্য McAfee-এর  সবচেয়ে উন্নত অনলাইন নিরাপত্তা এন্টিভাইরাস, অ্যান্টি-ম্যালওয়্যার, ওয়েব সিকিউরিটি, ফায়ারওয়াল, এন্টি স্প্যাম, প্যারেন্টাল কন্ট্রোল এবং পাসওয়ার্ড ম্যানেজমেন্ট।

নতুন ম্যাকাফি অ্যান্টি-ম্যালওয়্যার ইঞ্জিনে মেশিন লার্নিং এনালিটিক্স এবং আচরণভিত্তিক সুরক্ষার সংমিশ্রণ আনা হয়েছে  যা র‍্যানসমওয়্যার এবং জিরো-ডে-ম্যালওয়্যার হামলার বিরুদ্ধে প্রতিরোধ করবে।

McAfee সেবাসমুহ

-   সর্বোচ্চ পর্যায়ের হুমকি দৃশ্যমানতা

-   এন্টিম্যালওয়্যার সুরক্ষা ব্যবস্থা

-   নেটওয়ার্কের  নিরাপত্তা

-   তথ্য সুরক্ষা

-   শেষ পয়েন্ট সনাক্তকরণ এবং প্রতিক্রিয়া

-   ক্লাইড নিরাপত্তার মত গুরুত্বপূর্ণ সুরক্ষা।

McAfee Total Protection শুধুমাত্র ভাইরাস প্রোটেকশন ছাড়াও দিচ্ছে সার্ভার সিকিউরিটি,এসআইইএম, অনিয়ন্ত্রিত  প্রতিরোধ ব্যবস্থা (আইপিএস)। এছাড়াও বিস্তৃত গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্সের সাহায্যে McAfee বিভিন্ন কোম্পানিদের ভার্চুয়ালাইজেশান,ক্লাইড সার্ভিস,এবং মোবাইল ডিভাইস ব্যবহারে অনুপ্রানিত করছে।

মুল্য

সাথে পাচ্ছেন

১জন ইউজার ১ বছরের জন্য পাচ্ছেন শুধুমাত্র ৯০০ টাকায় এবং সাথে থাকছে একটি আকর্ষণীয় মগ সম্পূর্ণ ফ্রি।

১জন ইউজার ৩ বছরের জন্য পাচ্ছেন শুধুমাত্র ১৫৫০ টাকায় এবং ৩ জন ইউজার ১ বছরের জন্য পাচ্ছেন শুধুমাত্র ১৭৫০ টাকায়  সাথে থাকছে একটি আকর্ষণীয় পাওয়ার ব্যাংক সম্পূর্ণ ফ্রি।

 

 

McAfee Internet Security

McAfee Total Protection ছাড়াও  McAfee-এর রয়েছে McAfee Internet Security যা আপনার ইন্টারনেট ব্যবহারকে করবে আরো বেশি সুরক্ষিত।

কিনতে ক্লিক করুন

কোথায় পাবেন

আপনার কম্পিউটার ব্যবহারের নিশ্চয়তা প্রদানকারী McAfee - এর সবধরনের প্রোডাক্ট পাবেন দেশের অন্যতম সুপরিচিত আইসিটি কোম্পানি 'কম্পিউটার ভিলেজ'-এ।

কিনতে কথা বলুন

      মোবাইল: 01625 999 111/222/333

     অথবা, মেইল করুন : [email protected]

 

আমাদের শাখাসমূহ

হেড অফিস:

৯৫, নিউ এলিফ্যান্ট রোড সিটি সুপার মার্কেট, (১ম তলা)

ঢাকা-১২০৫, বাংলাদেশ

ফোন: ০২-৯৬৬৮৫১৩

মোবাইল: ০১৭১৩-২৪০৭৭০

আইডিবি শাখা:

বিসিএস কম্পিউটার সিটি(আইডিবি)

শপ নং: ২২৬(২য় তলা)

ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন: ০২-৯১৮৩১৬৫

মোবাইল: ০১৭১৩-২৪০৭৭১

এছাড়াও মাল্টিপ্ল্যান কম্পিউটার সেন্টার, রহমানিয়া কম্পিউটার সিটি -তে আমাদের শাখা রয়েছে। শুধু ঢাকাতেই নয় 'কম্পিউটার ভিলেজ'- রয়েছে চট্টগ্রামেও।

অন্যান্য পণ্যের জন্য চোখ রাখুন

https://www.facebook.com/computer.village.bd/

http://village-bd.com/social_gp

http://village-bd.com/social_tw

http://village-bd.com/social_pn

 

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'কম্পিউটার ভিলেজ'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level New

আমি কম্পিউটার ভিলেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

amar norton 360 lagbe.kothai poa jabe????

ম্যাকাফির নাম শুনেছি।কিন্তু আমার জানামতে তেমন শক্তিশালীও নই, ইউজার রেটিং অনেক কম। তথাটি পিসিকে অনেক স্লো করে দেয় যেমন এভিরা, এভাস্ট গুলো করে থাকে। তবে আমার ব্যবহারে সবচেয়ে ভালটি হচ্ছে ইসেট স্মাট সিকিউরিটি।

ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য…
আমি একটি এন্ড্রয়ড এপ তৈরি করেছি, বিক্রয়[ডট]কম এর অল্টারনেটিভ হিসেবে।
প্রথম দুইদিনেই মাশা আল্লাহ প্রায় ১০০+ মানুষ এড পোস্ট করেছেন।
আপনিও ইচ্ছে হলে ট্রাই করে দেখতে পারেন।
এপটির ফীচার সমূহঃ
* কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এড পোস্ট করতে পারবেন
* দিনে আনলিমিটেড এড পোস্ট করতে পারবেন
* লোকেশন বেইসড এড সার্চ করতে পারবেন
* কোন হিডেন চার্জ নেই, একদম ফ্রী
* ইনশা আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকব, অতদিন সার্ভিসটা ফ্রী রাখব
* ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
* ছোট APK সাইজ ( মাত্র ৩ এমবি)
.
গুগল প্লে ডাউনলোড লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=p32929.buysellbd
APK ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/buy_sell_bd