ব্যাডমিন্টন: শীত যত বাড়বে, খেলাও তত জমবে!!

টিউন বিভাগ স্পন্সরড টিউন
প্রকাশিত
জোসস করেছেন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

ব্যাডমিন্টন খেলার মৌসুম চলে এসছে। শীতের দাপটকে কুপকাত করতে দেশের সর্বত্র ফ্লাড লাইটের মত আলো জ্বালিয়ে তরুণ যুবারা ব্যাডমিন্টনে মেতে উঠবে। শীত যত বাড়বে, খেলাও তত জমবে। যদিও এক সময় ব্যাডমিন্টন ছিল উচ্চবিত্তের খেলা। এখন সে গণ্ডি পেরিয়েছে বেশ। চাকচিক্যের প্রাচীর পেরিয়ে চলে এসেছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এমনকি নিম্নবৃত্ত সহ সমাজের নানা মানুষের ভিড়ে। তাতারপরেও ব্যাডমিন্টন সরঞ্জামাদির খরচাপাতির একটা ব্যাপার থেকেই যায়। আবার সব সরঞ্জাম একসাথে পাওয়াও যায় না। তাই কিছুটা হলেও পূর্বপ্রস্তুতি দরকার। চলুন জেনে নেই কি ধরনের সরঞ্জাম লাগবে এই খেলায়।

র‌্যাকেট/ব্যাডঃ

ব্যাডমিন্টন খেলায় হস্তচালিত যে উপকরনটি প্রয়োজন হয় তার নাম র‌্যাকেট। যেহেতু খেলার সময় এটিকে এক হাত দ্বারা অতি দ্রুত চালনা করার প্রয়োজন হয় তাই র‌্যাকেট যত ওজনে হালকা হয় ততই সুবিধা। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের র‌্যাকেট পাওয়া যায়। ১০টি দেখে পছন্দমত একটি নিয়ে নিন।

শাটলককঃ

শাটলকক ব্যাডমিন্টন খেলার দ্বিতীয় প্রধান উপকরণ। আমেরিকানরা একে (Bird অথবা Birdie) শব্দ দ্বারা উপস্থাপন করে থাকে। এটি এক প্রকার কোনক আকৃতির নিক্ষিপ্ত বস্তু যাকে র‌্যাকেটের সাহায্যে সজোড়ে পিটিয়ে প্রতিপক্ষের দিকে নিক্ষেপ করা হয়। শাটলকক দুই ধরণের বস্তু দ্বারা তৈরী করা হয় (১) রাজহাঁস অথবা অন্য কোন পাখির পালক দ্বারা (২) সিনথেটিক/নাইলনের পাতলা বস্তু দ্বারা। বাজারে বক্স ধরে এগুলো কিনতে পাওয়া যায়। দামও খুব একটা বেশি নয়।

জালঃ

ব্যাডমিন্টন জাল শক্ত সুতা দিয়ে বোনা এক প্রকার জাল, যার পূর্ন দৈর্ঘ্য ২০ ফুট হতে ২২ ফুটের মধ্যে হয়ে থাকে এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি হতে ৩ ফুটের মধ্যে হয়ে থাকে। জালের দৈর্ঘ্য বরাবর একটি শক্ত দড়ি প্রবেশ করিয়ে নেট পোস্টের সাথে বাঁধা হয়। জাল কেনার সময় দেখে শুনে একটু লাইলনের শক্ত টাইপের টা নেওয়া ভাল। এটি বেশ টেকসই হয়।

পোষাকঃ

ব্যাডমিন্টন খেলাতে প্রচুর পরিমান মাতামাতি করার প্রয়োজন হয় ফলে শরীর খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে প্রচুর ঘাম নির্গত হয় তাই যথা সম্ভব হালকা জার্সি, ট্রাওজার পরে খেলা উচিত। হাতের কনুইতে ও বাহুতে ব্যাথা হলে রবারের তৈরী বেল্ট হাতে লাগালে কিছুটা আরামদায়ক হতে পারে। পায়ে পাতলা ও নরম সুকতলা বিশিষ্ট কেডস ব্যবহার করলে তা আরামদায়ক হতে পারে।

আলোক উৎসঃ

দিবালোকে খেললে কৃত্তিম আলাকের উৎসের প্রয়োজন নেই তবে রাত্রিকালীন ম্যাচ খেললে উভয় নেটপোষ্টের পাশে দুটি বৈদ্যূতিক আলোক উৎস লাগিয়ে আলোক সৃষ্টি করা যেতে পারে। ইনডোর ষ্টেডিয়ামে খেললে ষ্টেডিয়ামের বৈদ্যূতিক আলোক উৎস দ্বারা মাঠ আলোকিত করা হয়।

কোথায় থেকে কিনবেনঃ

র‌্যাকেড, শাটলকক এবং জাল একসাথে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন খেলাঘর থেকে কিনতে পারবেন। লোকাল মার্কেটেও র‌্যাকেট ব্যাট পাওয়া যায়। তবে অনলাইনে ঘরে বসেও আপনি কিনে নিতে পারেন আপনার পছন্দের পণ্যটি। এজন্য ঢুঁ মারতে পারেন দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিলের ওয়েবসাইটে। সবচেয়ে কমদামে ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম কিনতে এখানে ক্লিক করুন

-
-
-

কৃতজ্ঞতা স্বীকার: আমাদের চারদিকে ঘটছে অনেক কিছু। আমাদের সবার মনেই আছে অনেক কথা নানা জিজ্ঞাসা নিজস্ব মতামত। অনেক কিছু আমরা জানতে চাই আবার জানাতেও চাই। নিজের চেনা জানার বাইরেও আছে আরেকটি জগত যারা হয়ত আমাদের মতই ভাবছে চিন্তা করছে। তোমাকে তোমার নিজের মত করে প্রকাশ করার একটি নতুন জায়গা - বেশতো ! চল ঘুরে আসি।

-
-
-

কেন আজকের ডিল ?

ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল ডট কম দিচ্ছে ২-৫ দিনের মধ্যে ঢাকায় এবং ৪-৭ দিনের মধ্যে সারা দেশে পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস,এ পরিবহনের শাখা অফিস থেকে কিংবা সুন্দরবন কুরিয়ার থেকে। এস,এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।

ঘরে বসে অর্ডার দিন, পণ্য বুঝে মূল্য দিন !!

  • Cash on Delivery (Free for Maximum Deals) :ঘরে বসেই পেয়ে যাবেন আপনার ক্রয় করা পণ্যটি আর ক্যাশ পেমেন্ট করতে পারবেন ঘরে বসেই।
  • Lowest Price in Market :আজকের ডিলের মূল উদ্দশ্যই সুলভ মূল্য আর বাজারের মূল থেকেও কম দামে পণ্য আর সার্ভিস আপনাকে পৌঁছে দেওয়া।
  • Online Payment Facility :আপনি আপনার ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড এমন কী বিকাশ থেকে অনলাইনে পেমেন্ট করে ডিল ক্রয় করতে পারবেন।
  • Delivery within shortest period of time :আজকের ডিল টিম, যথা সম্ভব কম আর দ্রুত সময়ের মধ্যে আপনার কাছে পণ্য পৌঁছিয়ে দিবে।

24 ঘণ্টা 7 দিন এখন পণ্য কিনুন আজকের ডিল থেকেঃ

সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট থাকছে সেই সাথেই। ছুটি কিংবা হরতাল এখন আর নো চিন্তা, কেনাকাটার জন্য সব সময় প্রস্তুত আজকের ডিল।

পরিশোধ নিয়ে দুশ্চিন্তার কোন কারন নেই ? আজকের ডিলে পাচ্ছেন সব ধরনের পেমেন্ট সুবিধা।

আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। বিকাশ করে মূল্য পরিশোধ করতে পারবে। পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবে। ই এম আই এর মাধ্যমেও পণ্য কিনতে পারবে। এছাড়াও সরাসরি আজকের ডিল ডট কম অফিস থেকে পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করতে পারবে।

সরাসরি ফোনে অর্ডার করে পণ্য ক্রয় করতে পারেন আজকের ডিল থেকে

আজকের ডিল আপনাদের জন্য নিয়ে এল সরাসরি ফোনে অর্ডার করে পণ্য কেনার সুবিধা। সরাসরি ফোন করে এখন থেকে আপনি আপনার পছন্দের পণ্য  কিনতে পারবেন আজকের ডিল থেকে। আপনার অর্ডার করতে ডায়াল করুন এ ০৯৬১২ ০০৭ ০০৭  নাম্বারে।

আজকের ডিল কাস্টমার কেয়ার বিভাগঃ

আজকের ডিল ডট কমসুমনা গনি ট্রেড সেন্টারপ্লট নং - ০২লেভেল-০৫,পান্থপথকাওরান বাজারঢাকা-১২১৫।

এছাড়া যেকোন তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ ০১৮৩৩৩২৮৪৯৪০১৮৪৭০২৭৫১৩০১৭৫৫৫৮২৫৭০

নতুন নতুন অফার আর আকর্ষণীয় ডিসকাউন্ট পেতে চোখ রাখুন আজকের ডিল এর ফেসবুক পেজে।

https://www.facebook.com/ajkercrazydeal/

আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যান পেজে এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।

আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।

আপনাদের সন্তুষ্টি, আমাদের অর্জন

আমাদের ১ লক্ষ+ রকমারি পণ্য থেকে বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। সারা দেশে ক্যাশ অন ডেলিভারী সহ পাচ্ছেন ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারী। তাহলে আর দেরী কেন, অর্ডার দিন এখনি আর ঝটপট নিয়ে নিন ডেলিভারী!

 "দেশের সবচেয়ে বড় অনালাইন শপিং মল আজকের ডিল ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ"

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস