আজকেরডিলেই পাবেন বাহারি ইফতার আইটেম

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

মাহে রমজান ধৈর্য্য ও সংযমের মাস। এই মাসের অন্যতম ফজিলতপূর্ণ ইবাদত হলো সারাদিন রোজা রেখে দিনশেষে ইফতার করা। ইসলামে ইফতারি অনেক সওয়াবের কাজ। তবে দিন শেষে ইফতারের আয়োজনটা হওয়া চাই পুষ্টিকর ও তরতাজা খাবার দিয়ে। দেশের সবচেয়ে বড় অনলাইন শপ আজকেরডিল পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সব ধরনের শপিং আইটেমের পাশাপাশি ইফতারের নানা খাদ্যসামগ্রী নিয়ে এসেছে। যে কেউ অনলাইনে অর্ডার করেই আজকেরডিল থেকে ইফতারি আইটেম কিনে নিতে পারবেন। চলুন আজকেরডিলের কিছু ইফতার আইটেম দেখে নেই।

খেজুর

যুগ যুগ ধরে দেশে দেশে রমজানের ইফতারে খেজুর খাওয়ার রীতি প্রচলিত রয়েছে। ইফতারের সময় খেজুর খাওয়ার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। যা হয়ত সবাই জানেন না। খেজুরের পুষ্টিগুণ প্রচুর। খেজুরে সুগারের পরিমাণ এত বেশি থাকে যে এক কামড়েই অনেকটা এনার্জি পাওয়া যায়।

খেজুরে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, গ্লুকোজ, ম্যাগনেশিয়াম ও সুক্রোজ থাকে। যে কারণে খেজুর খাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে শরীরে এনার্জি বেড়ে যায়। সারা দিন উপোস করে শরীরে ক্লান্তি আসে, তা দূর করে এনার্জি জোগাতে সাহায্য করে খেজুর।

হাতে ভাজা মুড়ি

রোজার সময় ইফতারি মুড়ি অন্যতম অনুসঙ্গ। আর কিছু থাক আর না থাক মুড়ি থাকা চাই-ই -চাই। অনেকেই বাজার থেকে মেশিনে ভাজা খোলা মুড়ি ইফতারির জন্য নিয়ে যান যা স্বাস্থ্যসম্মত না। এজন্য আপনার হাতে ভাজা দেশি মুড়ি কিনে নিতে পারেন। আজকেরডিলে পিওর হাতে ভাজা দেশি মুড়ি পাবেন। কিনতে ছবির উপর ক্লিক করুন।

ইসুবগুল

ইফতারিতে ইসুবগুল রাখতে পারেন। ইসুবগুলের রয়েছে নানা রকম স্বাস্থ্য উপকারিতা। ইফতারে এক গ্লাস ইসুবগুলের শরবত আপনাকে প্রশান্তি এনে দিতে সক্ষম। এটি রমজানে আপনার কোষ্ঠকাঠিণ্য দূর করতে সাহায্য করবে। যাদে গ্যাস্টিক আছে তাদের জন্যই ইসুবগুল অত্যান্ত উপকারী।

কাবুলি বুট

মুড়ির সাথে বুট ছাড়া ইফতারি মানায় না। এজন্য ইফতারি সকলেই বুট রাখেন। আপনার যারা বাইরে থেকে বুট কেনেন তাদের জন্য পরামর্শ অনলাইন থেকে পুষ্টিগুণে ভরপুর কাবুলি বুট কিনুন। এটি অনেক স্বাস্থ্যকর।

খই


ইফতারিতে অনেকেই মুড়ির সাথে খই রাখতে পছন্দ করেন। খই মুড়ির চেয়েও বেশি পুষ্টিকর। দেশের বড় অনলাইন শপ আজকেরডিলে বাড়িতে ভাজা আমন ধানের খই পাওয়া যাচ্ছে। ইফতারির আইটেম হিসেবে এটিও কিনে নিতে পারেন।

চিড়া

চিড়াও রমজান মাসের ইফতারিতে অন্যতম উপাদন হিসেবে ব্যবহৃত হয়। অনেকেই ইফতারিতে হালকা কিছু খাবার পরে চিড়া ভিজিয়ে খেয়ে থাকেন। আজকেরডিলে নিজেদের উৎপাদিত আমন ধান থেকে তৈরি ১০০% কেমিকেল ও ভেজালমুক্ত চিড়া পাওয়া যাচ্ছে। জীবানুমুক্ত পরিবেশে নিজেরা ভাংগানো তাই এই চিড়া খুবই পুষ্টিকর ও সুস্বাদু। ১ কেজির দাম মাত্র ১২০ টাকা।

ইফতার বক্স

যারা উপহার কিংবা হাদিয়া হিসেবে কাউকে ইফতারি পাঠাতে চান তাহলে ৬টি আইটেমের এই ব্ক্সটি পাঠিয়ে দিতে পারেন। কিনে নিতে পারেন নিজের বাড়ির জন্যেও। যা যা পাবেন এই “হাদিয়া তাইয়্যিবা” বক্সে? অরিজিনাল “আজওয়া” প্রিমিয়াম খেজুর (মদীনা) ১০০ গ্রাম। প্রিমিয়াম ত্বীনফল (টার্কিশ) ১০০ গ্রাম। প্রিমিয়াম সুফরি (মদীনা) খেজুর ১০০ গ্রাম। স্পেশাল সুগাই। কাজু বাদাম, খেজুর, মধু ও তিলে তৈরী (মদীনা) ১০০ গ্রাম। প্রিমিয়াম এপ্রিকট (টার্কিশ) ১০০গ্রাম। এছাড়াও এই আইটেমে একটি স্পেশাল তাসবিহ থাকবে।

সব ধরনের ইফতারি আইটেম ঘরে বসে কিনতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস