রমজানে গৃহিণীর চাপ কমাবে স্মার্ট কিচেন টুলস

টিউন বিভাগ স্পন্সরড টিউন
প্রকাশিত
জোসস করেছেন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

সারাদিন একগাদা কাজ করে রোজা রাখা খুবই কষ্টের। সবচেয়ে বেশি কষ্ট বাড়ির গৃহিণীর। অন্যান্য সব কিছু সামলানের পরেও তাকে ইফতার আর সেহরির জন্য বিভিন্ন আইটেমের খাবার রান্না করতে হয়। এজন্য রমজানে গৃহিণীদের রান্নার চাপ কমাতে অন্যান্য শপিং আইটেমের পাশাপাশি আজকেরডিলে পাওয়া যাচ্ছে দারুণ সব স্মার্ট কিচেন আইটেম যা আপনার রান্নাকে করে তুলবে সহজ আর আপনি হয়ে উঠবেন সেরা রাধুনী। চলুন কিছু কিছু কিচেন আইটেম দেখে নিই।

কিচেন আইটেম

আমার মতে এই রমজানে স্মার্ট রাধুনিদের জন্য সবসময় খুঁজে নেয়া উচিত স্মার্ট সব কিচেন এপ্লাইয়েন্সেস তবে সেটা হতে হবে ব্যবহারের সুবিধাজনক, হালকা সবচেয়ে বড় দরকার নিজেই ঘষেমেজে পরিষ্কার করতে পারেন এমন সরঞ্জাম। তাই হা-হুতাশ করার আর প্রয়োজন নেই। নিজের চিন্তা কাজে লাগান। টুকটাক প্রয়োজনীয় কিচেন সামগ্রীসংগ্রহ করে নিজের মতো রান্নাঘর কাজের উপযোগী করে নিন।

নাইসার ডাইসার প্লাস

মাল্টি-ফাংশন নাইসার ডাইসার এর সাহায্যে আপনি রান্নাঘরের শাকসব্জী, ফলমূল কাটা, স্লাইস করা ও গ্রেট করতে পারবেন। এটিতে রয়েছে রিমুভেবল টপ পার্ট ব্যবহার করা নিরাপদ আপনার আঙ্গুল কখনোই ব্লেড স্পর্শ করবে না। প্যাকেজটির সাথে রয়েছে ১টি ট্রান্সপারেন্ট ফুড বক্স; ৪টি ব্লেডের সেট ও ১টি ফুড ক্যাপচার টুল।

অনিয়ন চপার


আপনার রান্নাঘরের জন্য একটি আদর্শ টুল। ব্যবহার করা খুবই সহজ। যে কোন সবজি, পেঁয়াজ, আদা এর ভিতর বসিয়ে হ্যান্ডেল ঘোরালেই ব্লেন্ড হয়ে যাবে। স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ব্লেড যা খুব সহজেই পরিষ্কার করা যায়।

লেমন স্প্রেয়ার


এই লেমন স্প্রে দিয়ে আপনি খুব সহজেই লেবু অথবা কমলালেবুর রস স্প্রে করতে পারবেন। এর সাহায্যে সালাদ, সফট ড্রিংক ইত্যাদিতে লেমন বা অরেঞ্জ ফ্লেভার যোগ করুন বড় ও ছোট-দুই ধরনের স্ক্যুইজার, বড় বা ছোট ফল স্প্রে করার জন্য। কিভাবে স্প্রে করবেন সেটা ছবির সাহায্যে প্যাকেটের গায়ে সুন্দরভাবে বর্ণনা করা আছে।

ব্লেন্ডার


ফল ও মসলা জাতীয় সবকিছু ব্লেন্ড করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এই গরমে দ্রুত জুস বা শরবত খেতে চাইলেও এটির সাহায্যে আপনি তা তৈরী করে নিতে পারবেন।

স্লাইসার

এটি একটি 3 in 1 স্লাইসার। এর সাহায্যে আপনি রান্নাঘরের শাকসব্জী, ফলমূল কাটা, স্লাইস করা, গ্রেট করতে পারবেন। স্লাইসারটি সেফ ম্যাটেরিয়ালে তৈরী; তাই আপনার হাত ও ত্বকের জন্য নিরাপদ। থ্রি ইন ওয়ান প্যাকেজে যা রয়েছেঃ ১টি ট্রান্সপারেন্ট ফুড বক্স; ৪টি ব্লেডের সেট ও ১টি ফুড ক্যাপচার টুল।

হ্যান্ড জুসার

রমজানে ইফতারিতে যেকোন ফলের জুস করার জন্য হ্যান্ড জুসার বেশ কার্যকরী। এটি ম্যানুয়েল হওয়া ইচ্ছেমত কাজ করতে পারবেন। এখন এই হ্যান্ডি জুস মেকার এর সাহায্যে ঘরেই তৈরি করতে পারবেন বিভিন্ন ফলের জুস। এই জুসারটি প্লাস্টিক ও স্টেইনলেস স্টিল এর তৈরী। শুধু জুস না এটির সাহায্যে আলুসহ বিভিন্ন ধরনের ভর্তাও তৈরি করতে পারবেন।

ভেজিটেবল চপার

দ্রুত সবজি কাটার জন্য এটি আপনার রান্না ঘরের অন্যতম অনুসঙ্গ হতে পারে। এই ভেজিটেবল চপারের সাহায্যে কোন কোন সবজি আপনি দ্রুততার সাথে কাটতে পারবেন। চপারটিতে সবজি দিয়ে একটি চাপ দিলেই সুন্দর ভাবে কাটিং হয়ে যাবে। এটি আপনার রান্নার সময় বহুগুণ বাঁচিয়ে দেবে।

ইলেকট্রিক গ্রাইন্ডার

রান্নার কাজে ব্যবহৃত নানান পদের মসলা এবং অন্যান্য উপকরণ গুঁড়া বা মিহি করার জন্য ব্যবহার করা হয় এই যন্ত্রটি। রান্না করার সময় এবং শ্রম দুটোই কমাতে জুড়ি নেই গ্রাইন্ডারের। এটি বিদ্যুৎ চালিত তাই খুব দ্রুত কাজ করতে সক্ষম। ইলেকট্রিক গ্রাইন্ডারটির দাম মাত্র ৫৩৫ টাকা।

উপরের পণ্যগুলির মধ্যে কোনটি আপনার পছন্দ সেটি সিলেক্ট করে সরাসরি ঘরে বসে কিনতে অথবা আইটেম গুলো দেখতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস