ডিজিটাল ওয়েট স্কেলে কোরবানির মাংসের সুষম বন্টন!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

ওজন পরিমাপক যন্ত্রে লেগেছে ডিজিটাল হওয়া। পাল্টে গেছে পুরাতন পাথর টানা দাঁড়িপাল্লার চল। ছোট বড় সব ধরনের মাপামাপির কাজে ব্যবহৃত হচ্ছে ওজন পরিমাপক আধুনিক সব যন্ত্র। মান্ধাতা আমলের দাঁড়িপাল্লা ও বাটখারার ব্যবহার এখন আর চলে না। এসবের স্থান দখন করছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র। আর ক’দিন বাদেই পবিত্র ঈদ-উল-আযহা। কোরবানি ঈদে মাংস সুষম ভাবে বন্টন করার বাড়িতে একটা ওয়েট স্কেল রাখলে মন্দ হবে না। এছাড়াও আপনার বাড়ির ওজন মাপার টুকিটাকি কাজের জন্য এই ওয়েট স্কেলটি কিনে নিতে পারেন।

ওয়েট স্কেল

 
ডিজিটাল ওজন মাপার যন্ত্রে ক্রেতা-বিক্রেতাদের সঠিক ওজন ও নির্ধারিত মূল্য পরিশোধের পথ প্রশস্ত হয়েছে। বড় দোকান থেকে শুরু করে মাছ, মাংস, মুরগির দোকান, এমনকি ভ্যানগুলোতেও ব্যবহার হচ্ছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র। ডিজিটাল মেশিন ব্যবহারের ফলে ক্রেতাদের সঙ্গে পণ্যের ওজন ও দাম নিয়ে ঝামেলায় পড়তে হয় না। পণ্য মেশিনের ওপর রাখলেই ওজন ও মূল্য একসঙ্গে চলে আসে।

 

কোরবানির মাংস তিনভাগে ভাগ করে এর একভাগ গরীব ও ইয়াতিম-মিসকিনদের দান করা, একভাগ আত্মীয়-স্বজনকে দেয়া এবং অন্য ভাগ নিজে রাখা মুস্তাহাব। কোরবানির পশু জবেহকারী ও মাংস প্রস্তুতকারীকে কোরবানির পশুর মাংস থেকে পারিশ্রমিক স্বরূপ দেয়া যাবে না। তাই কোরবানির মাংস সঠিকভাবে নিক্তিতে পরিমাপ করাটা সঠিক কাজ। একাধিক শরিকের ক্ষেত্রে কোরবানির পশুর মাংস দাঁড়িপাল্লা দিয়ে মেপে বণ্টন করতে হবে, অনুমান করে বণ্টন করলে চলবে না।

কোরবানির ঈদের অন্যতম প্রয়োজনীয় অনুষঙ্গ হলো দাঁড়িপাল্লা বা নিক্তি। দাঁড়িপাল্লা দিয়ে মেপে সমান সমান ভাগ করা উচিত। অন্যথায় যদি ভাগের মধ্যে তারতম্য হয়ে যায়, তবে সুদ হয়ে যাবে এবং গোনাহগার হবে। কোরবানির মাংস সমভাবে বণ্টনের জন্য তাই আগে থেকেই ওয়েটস্কের কিনে রাখুন। আজকেরডিলে ইলেক্ট্রনিক ওয়েট স্কেলও পাওয়া যায়, সেখানেও এই বন্টনের কাজটি সঠিকভাবে করে নিতে পারেন।


ডিজিটাল এবস ওয়েটস্কেলে রয়েছে এলসিডি ব্যাকলাইট ডিসপ্লে। আপনার যে কোন কাজে ওজন পরিমাপের জন্য এগুলো সহজে বহন করে নিয়ে যেতে পারবেন। হ্যাঙ্গার স্কেল দিয়ে যে কোন বস্তু হুকে ঝুলিয়ে মাপতে পারবেন। এগুলো চালানোর জন্য পেন্সিল ব্যাটারী ব্যবহার করা হয়। চার্জ ফুরিয়ে গেলে চার্জ দিয়ে নিতে হবে।

দাম কেমন কোথায় পাবেন

 
ওজন পরিমাপক এসব ডিজিটাল যন্ত্রের দাম নিভর করে ক্যাপাসিটির উপর। বেশি ক্যাপাসিটির ওজন মাপতে হলে একটু বেশি দাম দিয়েই কিনতে হবে। আজকেরডিলে সব রকম দামের মধ্যেই ওয়েট স্কেল পাওয়া যাচ্ছে। ডিজিটাল যুগে ডিজিটাল এসব পণ্য কিনুন ডিজিটাল ওয়েতে। ঘরে বসেই আপনি আপনার পছন্দের ওয়েট স্কেলটি কিনে নিতে পারেন। অনলাইনে দেশের সেরা শপিং সাইট আজকের ডিলে পাচ্ছেন নানান রকমের ওয়েট স্কেল।

➡ আপনার পছন্দের স্কেলটি কিনতে এখানে ক্লিক করুন

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস