সি প্রোগ্রামার পদে চাকুরির জন্য সাক্ষাতকার।

কিছুটা বাস্তব কিছুটা কাল্পনিক ঘটনা নিয়ে সাজিয়েছি লেখাটিকে, এটা গল্পও না, নাটকও না। খামখেয়ালি। তাই সাহিত্য খুজবেন না 🙂 একটু মজা খুজলেই ভালো হবে। শুরু করা যাকঃ

.........

একটা ফার্মের একজন নবীন  সি প্রোগ্রামার লাগবে। ফার্মের একটা নাম দেওয়া দরকার, আচ্ছা। ফার্মের নাম স্মার্ট ডেস্ক [ ও ডেস্কের সাথে মিলিয়ে 🙂 আর স্মার্ট শব্দটা সুন্দর ] স্মার্ট ডেক্স পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে তাদের একজন নবীন প্রোগ্রামার লাগবে বলে। এতে অনেকেই চাকরির জন্য আবেদন করেছেন। সবার অবস্থা তো আর লেখা সম্ভব না, আমি একজনের অবস্থা লিখছি। যার নাম শুভ্র। হুমায়ূন আহমেদের শুভ্র, সকল কিছু মিল আছে হুমায়ূন আহমেদের শুভ্র এর সাথে। এ শুভ্র একজন সি প্রোগ্রামার এই শুধু পার্থক্য। আবদেন অনেকেই করছে কারন স্মার্ট ডেস্ক অনেকে প্রোগ্রামারের জন্য স্বপ্নের  ফার্ম। তাদের মধ্যে বাচাই করে অল্প কয়েকজনকে সাক্ষাতকারের জন্য ঢাকছে। শুভ তাদের মধ্যে একজন।

আজ সাক্ষাতকারের দিন। শুভ্র এর একটু কনফিডেন্ট আছে, কারন সে সি প্রোগ্রামিং অনেক ভালো করে জানে। সে অনেক গুলো এলগরিদম সিমুলেট করেছে সি দিয়ে যা সাধারনত সি দিয়ে সম্ভব না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে।
অনেকক্ষন বসার পর তাকে ঢাকা হয়েছে। ভিতরে ঢুকে সে কিছুটা অসস্থি বোধ করা শুরু করছে। কি জিজ্ঞেস করে  না করে ইত্যাদি নিয়ে।

সাক্ষাতকার বোর্ডে তিন জন রয়েছেন। তাদের দেখে শুভ্র একটু ভয় পেয়ে গেছে। এত মোটা মোটা মানুষ হতে পারে, সে আগে জানত না। গোফ ওয়ালা মানুষ দেখলে শুভ্র এমনিতেই একটু ভয় পায়। এখানে দুই জনেরই গোফ রয়েছে। এরা যেহেতু পোগ্রামারের সাক্ষাতকার নিবে হয়তো এরা পোগ্রামার। প্রোগ্রামারদের চুল বড় হতে দেখেছে, দাড়ি বড় হতে দেখেছে। আজ দেখল পোগ্রামারদের গোফ ও বড় হয়।
প্রথম প্রথম শুভ্রকে সি এর ব্যাসিক কিছু প্রশ্ন করল শুভ সব গুলোর উত্তর সুন্দর ভাবে দিতে পারল। কিছুক্ষন শুভ্র বসে আছে কেউ কিছু বলে না। সাক্ষাতকার বোর্ডের এক জন আরেক জনের দিকে তাকাচ্ছে। কি যেন ইঙ্গিতে কথা হচ্ছে তাদের। পজেটিভ ইঙ্গিত। শুভ্র মনে মনে ভাবল হয়তো সে নির্বাচিত হবে এ চাকরির জন্য।

একজন এবার কথা বলে উঠল। সে বলব তোমাকে সি, সি++, জাভা, QT, MySQL, SQLite, Oracle, Windows AIP, ASP, PHP, Linux Red Hat, Ubuntu,  Java Script, HTML, CSS, XML, C#, C# .Net ইত্যাদি সম্পর্কে জানা থাকতে হবে। আর আমাদের ফার্মের বর্তমান ইকোনোমিক অবস্থা ভালো নয়। তাই আমরা তোমাকে শুরুতে মাসে ৪০ হাজার টাকা করে দেব। তোমাকে একটা সু পরিচিত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে।

শুভ্র বলে উঠল, কিন্তু স্যার আপনারা সি প্রোগ্রামার খুজছিলেন।

উনি বলল, হ্যা আমাদের একজন সি প্রোগ্রামার দরকার।

......... শেষ............. 😛
দূর্ভাগ্য, এটাই বাস্তব। 🙁 ফার্মের একটা কাজের জন্য লোক লাগবে। চায় সব বিষয়ে বিশেষজ্ঞ একজন।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজা পেলাম! v: JACK OF ALL TRADES BUT MASTER OF NONE! চাকুরীর বাজারের যা অবস্থা না হেসে গতান্তর অাছে?

ভাই শুভ না ,।,।,। শুভ্র!!!! 😆 😆 😆

Level 0

মজা পাইলাম দারুন সত্য কথা

চাকুরীর বাজার!!!!
পায়ে ঠেলুন
নিজে নিজের চাকুরী করবো।
ধন্যবাদ

Level 0

suvro vaiar ai obosta..amar moto nogonnor na jani ki obosta hoba??