সেলিব্রেটিদের নামে নামকরণ করা কিছু প্রাণী :: জেনে রাখুন!!!

সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি।

বর্তমান জ্ঞান বিজ্ঞানের চরম অগ্রগতির যুগে নিত্য নতুন জিনিস আবিস্কার হচ্ছে। যন্ত্র, গ্রহ, নক্ষত্র সহ প্রাণীকুলের বিভিন্ন কিট-পতঙ্গ, মাছ ইত্যাদি। বিভিন্ন বৈজ্ঞানীক যন্ত্রের নাম আবিস্কারকের নামে করা হয় তা আমরা জানি কিন্তু নতুন খুঁজে পাওয়া প্রাণীদের নাম যে বিখ্যাত ব্যাক্তিদের নামে  হতে পারে তা আমরা ক’জন জানি? এমনই কিছু প্রাণী আপনাদের সামনে তুলে ধরছি।

বিল গেটস ফ্লাওয়ার ফ্লাই

বিল গেটস কে আমরা সবাই চিনি ধনী ও মাইক্রোসফট করপোরেশনের অধিকর্তা হিসেবে। তার সম্মানে তার নামে এক প্রজাতির মাছির নামকরণ করা হয়েছে। কোস্টারিকার উঁচু পর্বত অঞ্চলের বন-জঙ্গলের মধ্যে এই মাছি দেখতে পাওয়া যায়। এদের স্বভাব অনেকটা মৌমাছির মতো, এরা  ফুল থেকে মধু খায়।

ম্যান্ডেলা মাকড়সা

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান জানাতেই প্রাণিবিজ্ঞানী ব্রেন্ট ই হ্যান্ড্রিকমন ও জ্যাসন ই বন্ড ২০০৪ সালে মাকরসার এ নামকরণ করেন।

হ্যারিসন ফোর্ড পিঁপড়া

হলিউডের বিখ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড। হ্যারিকসন ফোর্ড সাহেব হলিউডের সিনেমায় কাজ করার পাশাপাশি বণ্য প্রাণী সংরক্ষণেও কাজ করেন। তাঁর সম্মানার্থেই এক প্রজাতির পিঁপড়ার নাম রাখা হয় হ্যারিসন ফোর্ড-পিঁপড়া।

স্ট্যানলিও অ্যান্ড অলিও প্রাণী

এই পতঙ্গটি অনেকটা আমাদের পরিচিত ঝিঁঝিঁ পোকার মতো। অনেক জোরে আওয়াজ করতে পারে। পতঙ্গটি আবিষ্কৃত হয় ১৯৯৬ সালে। সিকাডা বা ঘুগরা পোকার এ প্রজাতিটির নামকরণ হয়েছে কমেডিয়ান অলিভার হার্ডির নামে। এ প্রাণীরই আরেক প্রজাতি বিটুবিয়া লোরেলির নাম এসেছে হার্ডিরই আরেক সহযোগী স্ট্যান লোরের নামে।

নেইল ইয়ং মাকড়সা

নেইল ইয়ং কানাডার বিখ্যাত একজন সংগীতশিল্পী।  যুক্তরাষ্ট্রের ইস্ট ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২০০৭ সালে এই মাকড়সা আবিষ্কার করেন ।

বরিস বেকার স্নেইল

জার্মানির বিখ্যাত টেনিস খেলোয়াড় বরিস বেকারের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য একটি শামুকের নামকরণ করা হয়েছে। এ শামুকটি ফ্রগ স্নেইল বা ব্যাঙ শামুক হিসেবেও পরিচিত।

জন ক্লিস লেমুর

বিখ্যাত অভিনেতা জন ক্লিসিকে সম্মান জানাতেই লেমুরটির নাম দেওয়া হয়েছে জন ক্লিস লেমুর। তবে এ লেমুরটি আরো বেশ কয়েকটি নামে পরিচিত। যেমন_দ্য বেমারাহা উলি লেমুর কিংবা প্লিসির উলি লেমুর নামেও ডাকা হয়।

মোজার্ট অ্যানিমেল

সর্বকালের অন্যতম সেরা ক্লাসিক্যাল সংগীতশিল্পী উলফগ্যাং অ্যামাদিউস মোজার্ট। একপ্রকার বাগদা চিংড়ির পোনার নামকরণ করা হয়েছে তাঁর প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে।

আরো জানতে এই লিংকগুলো দেখতে পারেন।

http://en.wikipedia.org/wiki/List_of_organisms_named_after_famous_people

http://www.thisblogrules.com/2010/04/some-animal-species-got-named-after-famous-people.html

http://www.popularmechanics.com/science/environment/4323547

http://www.thevine.com.au/entertainment/news/top-ten-animals-named-after-famous-people/

আমার সবগুলো টিউন  

আমার নন-টেকি ব্লগ সমূহ   

ফেসবুকে আমি

আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

o great

মজার তথ্য জানলাম,আমার নামে একটা বাঘ থাকলে ভালো হবে,অচেনা বাঘ

আপনার অন্য টিউন গুলর মতো এটাও অসাধারন। ভাবসি আপনার নামে যে কোন প্রানির নাম করন করি… 😀 😀 😀

নির্বাচিত তে লাইক!