২০১৪ তে ঘটে যাওয়া প্রযুক্তির কটি চমক যা আপনি হয়তো জানেন না।

হাই,
নেশায় পেয়ে বসেছে, নেট ঘেটে তথ্য সংগ্রহ আর আপনাদের সাথে শেয়ার করতেই ভালো লাগে।
আমরা অনেক টাই এগিয়ে গেছি। রোজ আবিষ্কার হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। এ বছর ও তার ধারাবাহিকতায় আবিষ্কার অথবা তৈরী হয়েছে কটি অসাধারন ব্যাপার। আজ লিখবো তার কয়েকটি নিয়ে।

১। হলোগ্রাফিক ভিডিও কল

স্টার ওয়্যারস এ মনে হয় প্রথম দেখছিলাম এমন কিছু , এরপর এবছর আয়রন ম্যানেও দেখলাম। না এটি আর সাইন্স ফিকশন না। এখন অনেক টাই বাস্তব। হ্যা এখন আমরা চতুর্মাত্রিক ভাবে দেখতে পাবো কারো সাথে কথা বলার সময় তাকে। অনেক দূর থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাবো কোন বস্তু।

স্টার ওয়্যারস এর প্রিন্সেস এর নামানুসারে "লিয়া" নামের একটি প্রতিষ্ঠান এ বছর বাস্তব রুপ দেখায় হলোগ্রাফিক এ ভিডিও কলিং সিস্টেমের। ধারনা করা হচ্ছে আগামী বছর বানিজ্যিক ভাবে এটি বাজারে ছারা হবে। অপেক্ষায় থাকি আমরা পরখ করে দেখার, কি বলেন ?

২। গ্যালাকটিক বিমান

চলেন ঘুরে আসি বায়ুমন্ডলের বাইরে থেকে । না এখন আর আমি স্বভাব মত ফাজলামি করতেছি না। আমাদের বায়ুমন্ডলের বাইরে অনেক আগে থেকে যাওয়া হলেও সাধারন মানুষের জন্য এমন কিছু ছিলো না , যাতে করে চাইলের ঘুরে আসা যায় স্পেস থেকে, কি খুব কাছ থেকে দেখে আসা যায় চাদ মামা কে। স্যার রিচার্ড এর সপ্ন ছিলো স্পেস থেকেও উনি আয় করবেন। সে সপ্ন সত্য এবছর সত্য হলো তার হাত ধরেই। প্রথম বানিজ্যিক নভোবিমান "ভার্জিন গ্যালাকটিক" এ বছর দেখানো হয়।

৩। সাংহাই এর মাটির নিচের হোটেলঃ

একটা সেই রকম হোটেল, যার পুরোটাই ভুপৃষ্ঠের নিচে। জী, সত্য কথা। সাংহাই শহর থেকে ৩০ কিলোমিটার দূরে নির্মিত এই ৫ তারা হোটেল টি তে আছে একটা পাচ তারা হোটেল এর সব সুযোগ সুবিধাই। উপরের ছবিতে যা দেখছেন তাই কিন্তু সবটা নয়, আরো ১৭ টি ফ্লোর আছে মাটির নিচে। ব্যাপার টা মন্দ না, কি বলেন ?

আজ থাক, এরকম আরো কিছু নিয়ে ফেরত আসবো আরেক দিন। কেমন লাগছে আমার টিউন জানাতে ভুলবেন না।

পোস্ট টি এর আগে আমার সাইট ফাজলামী ডট কম এ প্রকাশিত।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো! 🙂

Level 0

NICE!

Level 0

ধন্যবাদ । খুব ভালো একটি টিউন । একটা ব্যাপারে আমার প্রশ্ন আছে । আমি আগেই স্বীকার করে নেই যে , আমার জ্ঞান খুব কম । আপনি লিখেছেন –” এখন আমরা চতুর্মাত্রিক ভাবে দেখতে পাবো কারো সাথে কথা বলার সময় তাকে ” ।
আমার জানা মতে , আমরা বাস্তবে যা যা দেখি তা সবই তিন মাত্রার ।শুধু সময় কে চতুর্থ মাত্রা হিসেবে ধরা হয় । এখন আমরা কিভাবে চতুর্মাত্রিক ভাবে দেখব ভালো করে বুঝতে পারলাম না ? ধন্যবাদ টিউনটি শেয়ার করার জন্য ।

    @Naasif: শব্দ টা ধরেই লিখলাম। না শূনতে পেলে কথা বলবো কি ব্রাদার 😛 😛 না আসলে রিয়েল টাইম ছারা সেটারে ভিডিও কল কিভাবে বলবো। সময় সহ ই।

      Level 0

      @শাহরিয়ার শিমুল: Ok , Thanks ..

Fajil …! Ha ha ha valo hoiche.

ভালো লাগলো ।

Level 0

Nice

Thanks for share

এ তথ্য গুলো বের করতে আপনার কত সময় লেগেছে জানালে খুশি হব

    @কপাল পুরা: খুব বেশীক্ষন না ভাই। কি নিয়ে লিখবো এটা ভেবে বের করতে যা সময় লাগে, তার পরে এ নিয়ে অন্য কেউ লিখেছে কিনা তা দেখি। কেউ না লিখলে তখন নেটে সার্চ করে তথ্য যোগার করে লিখে ফেলি বাংলায়। শেয়ার করার একটা মজা আছে রে ভাই।

Nice.

ভালো লাগলো।