বেকিং নিউজ…..টেকটিউনসকে হঠাৎ আবার ক্লাউড ভুবনে দেখা যাচ্ছে !

কোন প্রকার ঘোষনা ছাড়াই টেকটিউনস অদৃশ্য যাওয়ার ঘটনায় হতবাক হয়ে গেছে সব টেকটিউনস প্রেমিরা । প্রতিদিনে শতবার ডু মেরে ও টেকির দেখা কেন পাওয়া গেল না ? বাজারে তেল, চিনির সাথে কি কোন আতাত হয়েছিল ? যাহোক আমরা জানতে চাই কি হয়েছিল টেকটিউনস-এর হারিয়ে যাবার পেছনের খবরের.. নিত্য প্রয়োজনীয় জিনিষের মত টেকটিউনস ও যে টেকি সেবিদের জীবনের অনুসঙ্গ হয়ে দারিয়েছে এটা যেন টেকটিউনস উপলদ্ধিই করতে পারছে না। টেকটিউনস এখন কানে কানে বলোতো কি হয়েছিল তোমার । তুমি কি জানজটে পড়েছিলে ? নাকি তোমাকে কেউ কিডন্যাপ করেছে ?

এতদিন কোথায় পালিয়ে আছো ? তুমি জাননা তোমাকে একপলক না দেখে থাকতে পারিনা । “ বাতাশে কান পেতে থাকি এই বুঝি ডাকছো তুমি..আকাশে চোখ মেলে থাকি এই বুঝি পাঠালে চিঠি..একবার বলি বার বার বলি বলিযে, লক্ষবার তুমি আমার প্রিয়তম তুমি যে আমার।  তোমায় ছাড়া জীবন আমার জীবন সে তো নয়.. তোমায় নিয়ে অনন্তকাল বাচতে ইচ্ছে হয় ।। তোমারি জন্য রেখেছি খুলে স্বপ্নেরই দুয়ার । একবার বলি বার বার বলি বলিযে, লক্ষবার তুমি যে আমার প্রিয়তম তুমি যে আমার। হৃদয়েরই পাতায় পাতায় তোমারি নাম লেখা, তুমি ছাড়া পৃথিবীটা ভিষণ একলা একা ।। তোমারি জন্য রেখেছি খুলে স্বপ্নেরি দুয়ার । “ বাতাশে কান পেতে থাকি এই বুঝি ডাকছো তুমি..আকাশে চোখ মেলে থাকি এই বুঝি পাঠালে চিঠি..একবার বলি বার বার বলি বলিযে, লক্ষবার তুমি আমার প্রিয়তম তুমি যে আমার।

টেকিয়া সোনারে এতদিন কোথা থাক ?

এই শোন তোমাকে শেষ বারের মত বলে রাখলাম কোথাও গেলে আমাদের বলে যাবে । ঠিক আছে তো?

Level 0

আমি Mustafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ গোলাম মোস্তফা, ষ্টুয়ার্ড, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্থায়ী নিবাস- মিমো কটেজ্ , শালগাড়ীয়া, পাবনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম।অবাক হয়েছিলাম।ব্যাপার না।টেঁকটিউন্স নতুন ভাবে এগিয়ে যাবে।

Level 0

মুকুট ভাই, ধন্যবাদ মন্তব্যর জন্য। আমি একদিন খুব বিচলিত হয়েছিলাম টেকটিউনস্ এর উধাও হওয়ার ব্যপারে মনে মনে টেকিপ্রেমিদের মিলনমেলার এই বাংলা ব্লগটিতে খুব মিস করছিলাম । ফিরে আসার জন্য আবার ও ধন্যবাদ।

Level 0

আপনি সবার মনের কথা বলেছেন ।এভাবে চলতে থাকলে….