তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ কেন পিছিয়ে আছে? ভবিষ্যতেও পিছিয়ে থাকবে নিশ্চিত!

আমরা মুখে মুখে যতই ডিজিটাল বাংলাদেশ বলে চেচাই না কেন, আসলে বাংলাদেশ প্রযুক্তির দিক দিয়ে অনেক অনেক পিছিয়ে আছে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের উল্লেখযোগ্য ৩০টি সাইটের নাম বলেন, তাহলে কয়টি বলতে পারবেন? আমার মনে হয় না বেশি বলতে পারবেন। তবে এটা আপনার দোষ না। দোষ হলো আমাদের এই অভাগা জাতির। উল্লেখযোগ্য সাইটের সংখ্যা কম বলেই আপনি বলতে পারছেন না বা আপনি কখনই প্রযুক্তির খবর রাখতে চাননি।

প্রযুক্তিগত দিক দিয়ে আমরা কেন পিছিয়ে আছি তার কিছু উল্লেখযোগ্য কারণ এখানে বর্ণনা করছি। অবশ্যই এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। তাই আপনার মতামত সাদরে গ্রহন করা হবে।

Danger Internet.jpg

বাংলাদেশের মিডিয়া কখনই তথ্য-প্রযুক্তিকে উৎসাহ দেয় না। আমাদের দেশের টিভি চ্যানেলগুলোর দিকে খেয়াল করলে দেখা যায়, তারা রাস্তার ফকির থেকে শুরু করে গার্মেন্টস কর্মী পর্যন্ত সবাইকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে গায়ক, নায়ক বানিয়ে ছেড়ে দিচ্ছে। কিন্তু আপনি কি বলতে পারবেন এখন পর্যন্ত বাংলাদেশের কোন টিভি চ্যানেল তথ্য-প্রযুক্তি নিয়ে কোন প্রতিযোগিতার আয়োজন করেছে? অথবা কোন তথ্য-প্রযুক্তি বা বিজ্ঞানে অবদানের জন্য পুরস্কার প্রবর্তন করেছে? তাহলে আপনিই বলুন তরুণরা গান বাজনা শিখবে, নাকি তথ্য-প্রযুক্তি নিয়ে পড়ে থেকে সেলেব্রেটি হওয়া থেকে নিজেকে বঞ্চিত করবে? তথ্য-প্রযুক্তির দিকে তরুণরা কিসের আকর্ষণে উৎসাহিত হবে?

একটা কথা না বললেই নয় - এই সব গান-বাজনা হলো সাময়িক আনন্দের জন্য। এগুলো দিয়ে দেশের কোন উন্নতি হবে না। দেশের যদি কখনও উন্নতি হয় তাহলে তা হবে তথ্য-প্রযুক্তি বা বিজ্ঞান দিয়ে। তাই আপাতঃ দৃষ্টিতে বলতে পারি দেশ পিছিয়েই থাকবে!

যে কোন দেশের সরকার চাইলেই সে দেশের আমূল পরিবর্তন করতে পারে। তাহলে আমাদের দেশের সরকার কেন দেশকে উন্নতির পথে নিচ্ছে না? কারন হলো একটাই - নষ্ট রাজনীতি। এখন দেশ যদি প্রযুক্তির দিক দিয়ে উন্নত হয়ে যায়, তাহলে সরকারের সকল অপকর্ম মুহুর্তেই সবাই জেনে যাবে। টিভি মিডিয়া, পত্র-পত্রিকা, রেডিও সহ যে কোন মিডিয়াকেই সরকার শক্তির মাধ্যমে মুখ বন্ধ করে রাখতে পারে, কিন্তু ইন্টারনেটের মাধ্যমেকে কী দিয়ে সরকার বন্ধ করবে? নেটে কোন কিছু ছড়িয়ে পড়লে তা কখনোই পুরোপুরি আটকানো সম্ভব নয়। তাই কোন সরকারই চাইবে না তার ভোট হারাতে আর এই জন্যই এখন পর্যন্ত আমাদের দেশে ইন্টারনেট সহজলভ্য হয়নি। এই জন্য বলতেই পারি বাংলাদেশ পিছিয়েই থাকবে!

এবার আসি সাধারণ জনগনের বিষয়ে। আমরা অনেকটা হুজুগে জাতি। সবাই যে দিকে যায় আমরা চিন্তা না করেই ঐ পথেই যাই। অনলাইন বলতে আমরা বুঝি ফেসবুক আর বিভিন্ন খারাপ ওয়েব সাইট। না এই কথা সবার জন্য প্রযোজ্য নয়, তবে অধিকাংশ ব্যবহারকারীর ধারনা এমনই। ফলে অভিভাবক ধরেই নেন কম্পিউটার কিনে দেয়া যায় ঠিক আছে; কিন্তু নেট দিলেই সন্তান খারাপ হয়ে যাবে। অন্য দিকে সন্তানরাও সুযোগ পেলে ঐ খারাপ দিকেই যাওয়ার চেষ্টা করে। কারন তারা আসলেই কিছু খুজে পায় না ইন্টারনেটে কাজ করার মতো! আর এ সব কিছুই হচ্ছে অজ্ঞতার জন্য। কারন এখন বাংলাতেই ইন্টারনেটে শিক্ষামূলক অনেক সাইট রয়েছে। না জানার কারনে অভিভাবক বা সন্তান ভুল পথে আছে।

আমাদের দেশে বেকার সমস্যা অনেক প্রকট। অথচ এই ইন্টারনেটের যুগে কাজ খুঁজে পাওয়া তেমন কঠিন কিছু নয়। কাজ শিখে নিয়ে আউটসোর্সিং-এর কাজ করে খুব সহজেই বেকারত্ব ঘুচানো সম্ভব। তবে এই সুযোগে বিভিন্ন অনলাইনভিত্তিক MLM কোম্পানী গাটের পয়সা যোগাচ্ছে। কারন ঐ একটাই- আমাদের অজ্ঞতা এবং কাজ না জেনেই শর্টকাটে টাকা ইনকামের ধান্দা। তার মানে হলো আমাদের দেশে তথ্য-প্রযুক্তির মাধ্যমেও ধোকা দেয়া শুরু হয়ে গেছে। আর যারা এই ধোকার শিকার হবে তাদের কি তথ্য-প্রযুক্তির প্রতি অনাস্থা সৃষ্টি হবে না? অবশ্যই হবে। আর এভাবেই পিছিয়ে থাকবে আমাদের এই বাংলাদেশ।

আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে না বললেই নয়। আমাদের শিক্ষা ব্যবস্থা কি প্রযুক্তিবান্ধব? মোটেও না। বিজ্ঞান বিভাগে যেসব পড়ানো হয় তা অনেকটাই পুথিগত বিদ্যাই বলা যায়। বাস্তবে প্রয়োগ করা হয় কতটুকু? স্কুল কলেজে কম্পিউটার নামে যে বিষয় আছে সেটা যেন উপহাস করার জন্য! বাইনারী থেকে হেক্সাডেসিমেল বা অক্ট্যাল থেকে বাইনারী এসব দিয়েই ভরা থাকে বইগুলো। কম্পিউটারে কত মজার মজার কাজ করা যায় সেসব বিষয়ে কিছু আছে বইতে? আর এই জন্যই তো কম্পিউটার বিষয়কে নেয়া হয় শুধু মাত্র অপশনাল হিসেবে যেন A+ মিস না হয়ে যায়! ল্যাবগুলো যেন শুধু মাত্র মাইক্রোসফট অফিস শেখার জন্য। তাহলে আপনারাই বলুন প্রযুক্তিতে বাংলাদেশ পিছিয়ে থাকবে না তো জাপান পিছিয়ে থাকবে নাকি?

এমন হাজারো সমস্যার কথা বলা যায় কিন্তু কাজের কাজ তেমন কিছু হবে না। আর সমাধান? এসবের সমাধান বাচ্চারাও দিতে পারবে; তাই বলে আর সময় নষ্ট করছি না। তারপরেও লিখলাম যদি কোন মিডিয়া কর্মীর চোখে পড়ে! সরকারের কোন আমলা যদি একটু আমলে নেয়! তাহলেই আমার এই লেখা স্বার্থক। আপনাদের কাছে যদি মনে হয় সবার পড়া উচিৎ তাহলে অবশ্যই ফেসবুক শেয়ারে বাটনে ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

100% shohomot.

যুবায়ের খুবই ভাল টিউন করেছ। আমাদের দেশে মেধাবিরা নেই সেটা না কিন্তু এই মেধাবিদের দিয়ে সঠিক ও সুশীল কিছু করার প্রতিষ্ঠান ও নেই আর সুযোগ করে দেওয়ারও প্রবণতা নেই। মানসম্পন্নতা, মেধা, সৃজনশীল এগুলোর চেয়ে চাটুকারিতা আর সস্তা বিষযের প্রতি জোঁক বেশি। প্রযুক্তির আলো ছড়ানোর জন্যই টেকটিউনস প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং প্রযুক্তি শিক্ষাকে আরও উন্নত আর কার্যকর করার জন্যই টেকটিউনস থেকে প্রতিটি স্কুল, কলেজ আর ইউনিভার্সিটিতে এমনি বিভিন্ন পেশাজীবি সংস্থাতে tCamp প্রোগ্রাম চালু করা হচ্ছে যাতে ওই পুথিগত বিদ্যার বাইরেও মেধার সঠিক ও সুষ্ঠ বিকাশ ঘটাতে পারে। পরিবর্তন আসবেই আর সেই পরিবর্তন এদেশের মেধাবি ও সচেতন তরুণরাই করবে। ধন্যবাদ তোমাকে।

Level 0

Vi Apnar lekha porte amar sobsomoy onek valo lage, ar vi amader rajniti bid der mathay jodi ektu shuvo buddhi r udoy hoto tahole bangali hesebe jonme jibonta k sarthok mone hoto………

    @Sabuj Sen: শুধু রাজনীতিবিদদের দোষ দিয়ে পার পাওয়া যাবে না। মনে রাখতে হবে আমরাই ভোট দিয়ে তাদেরকে সুযোগ করে দেই।
    আমাদেরও অনেক কিছু করার আছে।
    ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 2

আমাদের দেশের মানুষ এখন যোদ্দাপ্ রাদ নিয়ে ব্যসত আছে ডিস ট্যাব করবেন না ।

প্রিয় টেকে আগে পড়েছিলাম 🙂

Level 0

খুবই যুক্তিযুক্ত লেখা। আপনার টিউনগুলো সুন্দর। 🙂
আর আমাদের শিক্ষা ব্যবস্থায় যে কম্পিউটার শিক্ষা আছে তার বেশিরভাগটা যারা পড়ান, তারাই বোঝেন না।
আর টিভিতে ঐসব সঙ্গীত শিল্পী দেখলে রাগে গা জ্বলে! :@

ধুনিয়ার লিংক পাইলাম না 🙁 আরেকদিন নিয়েন 😛

হুম!
বুঝলাম!

খুভ সুন্দর টিউন ,পড়ে খুভ মজা পাইলাম, টিটিতে টিউন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

আপনার ডাক নাম কি ভাই?আপনার নাম তো অনেক বড়।

কবে যে ২০MBPS এর লাইন ১০০০টাকায় ব্যবহার করতে পারবো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
https://www.techtunes.io/download/tune-id/115771#comment-281549

Level 2

এরা দুজন দেশের মানুষ কে বোকা বানিয়ে যাচছে ।

হাসান ভাই,যোবায়ের ভাই?ফাতাহ ভাই…।কোনটা ধরে ডাকবো।নাকি ডাক নাম আরো একটা আছে?

Level 2

if you don’t minde what your age ?

সত্যি কথা। ভাই আপনাদের সাথে একটি দুঃখ শেয়ার করতে চাই। আচ্ছা বলেনতো বর্তমানে আমরা প্রতি Mbps ব্যন্ডউইথ (ডেডিকেডেড) কত দিয়ে কিনি = ১০,০০০ + ১৫% ভ্যাট = ১১,৫০০। কিন্তু সরকার এই একই জিনিস বর্তমানে ক্রয় করছে ০.৪০~০.৬০ ডলারে টাকা ৩০০ ~ ৫০০ প্রায় (উৎস দৈনিক জনকণ্ঠ)। আমারদের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের উৎকৃষ্ট মস্তিস্ক (!?!) থেকে বিভিন্ন উপায় বের হচ্ছে কিভাবে জনগনকে কম মূল্যে এটা সরবরাহ না করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আহরণ করা যায়। বলেন এই দুঃখ কোথায় রাখি?

সবাই মিলে নেট User করা বন্ধ করে দিলে মনে হয় সবচেয়ে ভাল হয়। দেশে এসে নেট Use করতে ভয় লাগে তাই নেট Use করা বন্ধ করে দিয়েছি। মাসে ২-১ বার শুধু mail দেখার জনয নেট ওপেন করি।

Level 0

ভাই ভাল বলছেন…।

very good আমি ফেসবুক এ শেয়ার করেছি

ভাল লাগল। ব্যন্ডউইথ সংক্রান্ত মুনির হাসান স্যারের ভিডিও ব্লগ, চাইলে কেও দেখ্তে পারেন .।

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=BU9hzyblFaw

ভাইয়া ঠিক কথা বলেছেন।আমাদের সরকার এর বিভিন্ন পদে যারা আছেন তাদের মস্তিষ্কে আরেকটু বুদ্ধির দরকার ছিল।সুযোগ পেলে আমরা প্রযুক্তিতে বিস্ময়কর কিছু করতাম একথা বুকে হাত দিয়ে বলতে পারি

Level 0

আমরা পদার্থ, রসায়ন , কম্পিউটার, ইলেক্ট্রনিক্স শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন খাতায় লিখে লিখে মুখস্ত করেছি । ফলে আমাদের দেশে কোন ইন্ডাস্ট্রির উন্নয়ন বিদেশি প্রযুক্তি ছাড়া সম্ভব নয় ।

হেডিং পড়েই আপনার সাথে একমত!
ভিতরে পড়লে মাথা আউলাইয়া যাবে…।

Level New

জ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজটিল

@mdjasim505: তারা এমনিতেই কিছুদিন পর অবসর নিবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে।