প্রযুক্তির অসাধারণ কিছু ছবি (ভাল লাগার মত)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আর কোন টিপস নিয়ে নয় আজ আমি আপনাদের সামনে প্রযুক্তির কিছু অসাধারণ বাছাই করা ইমেজ নিয়ে হাজির হয়েছি, আশা করি সবার ভালো লাগবে।

আমার কাছে ভালো লেগেছে তাই সকলের মাঝে শেয়ার করলাম।
১। আমি ইঞ্জিনিয়র।

২। কম্পিউটার lunch বক্স।

৩। ফটোশপ শটকার্ট ইমেজ ।

৪। দারুন এক পদ্ধতি কম্পিউটার ছাড়া ডাটা Transfer করার নিয়মঃ

৫। এটা আবার কি?

৬। 3G এক সাথে সবাই ।

৭। Google সার্চ ইঞ্জিনের ভাললাগা একটি লগো।

৮। Angry বার্ডস গেমসের মত একটি ছবি ।

৯। ফটোশপে কাজ করা জটিল একটি কাজ।

১০। আইফোনে সিডি রম।

১১। ভাইরাস থেকে দূরে থাকুন, সবসময় টেকটিউনস এর পাশে থাকুন।

১২। অদ্ভুত নিয়মে ব্রাউজিং ।

১৩। হরেক রকম USB

১৪। সুন্দর একটি কথা ।

১৫। এসো সবাই হাতে হাতে হাত রেখে টেকটিউনস কে সামনের দিকে নিয়ে যাই।

১৬। চিন্তায় আছি কিভাবে টেকটিউনস ওয়েব সাইটকে আরো উন্নতি করা যায়।

১৭। মনে হয় ভিতরে ঢুকে যাবে!

১৮। সূর্য থেকে মোবাইল চার্জ।

১৯। কি আর দেখার বাকি রয়েছে ।

২০। দেশীয় প্রযুক্তিতে 3D টেলিভিশন ...!!

২১। আজ সকালের নাস্তা একটু শক্ত মনে হচ্ছে ।

২২। ল্যাপটপ স্লো কাজ করছে বিদেশ থেকে একটা মিশিন এনে ফাস্ট করার চেষ্টায় আছি!

২৩। দারুন এক গ্রাফিক্স ডিজাইন ।


২৪। অবশেষে প্রযুক্তির খুঁজে আমি।

প্রযুক্তি নাচে


প্রযুক্তির সাথে মিশে আছি
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

পূর্বে প্রকাশিত এখানে

আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটু হেল্প করবেন ??
এখানে কমেন্ট করা যাচ্ছে নাঃ https://www.techtunes.io/how-to/tune-id/231318
আপনি কি কমেন্ট করতে পারছেন ?? না পারলে কিভাবে কি করব একটু বলবেন ?

একটু হেল্প করুন…

মজা পেলাম।

Level 2

VAIIII bidesh theke ana mesin ta amar dorkar laptop er jonnoo plzzz
send me

ভালো লাগলো এটা নিয়ে কয়েকটা পর্ব করুন।

নাইস pictures… :p

খুবই মজাদার ছিলো হোছাইন ভাই। কিন্তু তিন নং চিত্রে যে দেখানো হয়েছে পিসি ছাড়াই এক পেনড্রাইভ থেকে অন্য পেনড্রাইভে ডাটা ট্রান্সফার করা যায় তা কিভাবে সম্ভব? নাকি এটি শুধুই ফান?

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ধন্যবাদ খালেদ ভাই মন্তব্যর জন্য @ আর পেনড্রাইভ থেকে অন্য পেনড্রাইভে ডাটা ট্রান্সফার যায়! তবে জিনিসটা আমিও ব্যবহার করেনি কিন্তু বাজারে আসতে আর বেশি দিন নেই খালেদ ভাই 🙂

ধন্যবাদ। এখানে ব্লগিং করার জন্য আমন্ত্রন রইলোঃ- http://www.techtunes.io/internet/tune-id/232916