“ডিআরএম” বা “ডিজিটাল রেস্ট্রিকশনস ম্যানেজমেন্ট” প্রতিরোধ দিবস – ২০১৪

প্রযুক্তির দুনিয়ায় প্রযুক্তি ব্যবহারকারীদের অধিকার খর্ব করে এমন সব প্রযুক্তিকে প্রতিহত করতে এই বছরে এই দিবস আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।

প্রযুক্তিভিত্তিক সেবা এবং পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো কর্তৃক সাধারণ ব্যবহারকারীদের নিকট তথ্য প্রদান না করা এবং তথ্য/প্রযুক্তি প্রাপ্তি/ব্যবহারের ক্ষেত্রে সরাসরি/বিকল্প পন্থায় বাঁধা সৃষ্টিকারী প্রযুক্তি/ব্যবস্থাগুলোকে আমজনতার সামনে উপস্থাপন করতেই এই দিনটি পালন করা হয়।

২০১৩ইং বছরে আমরা এইচটিএমএল ৫ বা ওয়েব দুনিয়ার দখলদারীর উদ্দেশ্যে ইএমই বা এনক্রিপটেড মিডিয়া এক্সটেনশনস এবং ডিআরএম বা "ডিজিটাল রেস্ট্রিকশনস ম্যানেজমেন্ট" এর পরিকল্পনা ও বাস্তবায়ন রুখে দিতে এই দিনটি পালন করি। আগের বছরগুলোতে SOPA এবং PIPA প্রতিরোধে আমাদের সামগ্রিক আন্দোলনের কার্যকারিতা সবাই ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন এবং সেই প্রতিরোধের সুফলও ভোগ করছেন প্রযুক্তি ব্যবহারকারীরা, সকলেই।

আমরা এফওএসএস বাংলাদেশ পুরো বিশ্বের উন্মুক্ত মনা মানুষ ও প্রযুক্তি ব্যবহারকারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দিনে, উল্লেখিত স্থানে, উল্লেখিত সময়ে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা এবং তার পরপরই মিনিট কুড়ি ব্যাপী একটি মানববন্ধন কর্মসূচী পালনের পরিকল্পনা করেছি। আশা রাখি আপনাদেরকে সহ দেশের সকল মুক্তমনা মানুষ এবং প্রযুক্তি ব্যবহারকারীদের কে এই দিনে আমাদের সাথেই পাবো।

আয়োজনের বিস্তারিত তথ্য:
কর্মসূচি: আলোচনা সভা এবং মানব বন্ধন।
আয়োজনের তারিখ: ০৬ মে, ২০১৪
আয়োজনের সময়: সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত।
আয়োজনের স্থান: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১০২ শুক্রাবাদ, ঢাকা।

আমাদের সাথে সরাসরি এই মানববন্ধনে অংশ নিন এবং এই দুষ্ট ডিআরএম প্রতিরোধে আন্তর্জাতিকভাবে অংশ নিন। ডিআরএম বিষয়ে আরো বিস্তারিত জানতে দেখুন -- http://www.defectivebydesign.org/what_is_drm

Level New

আমি sagir42। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমরা ম্যাঙ্গো পিপল। এই সভা করা ছাড়া আর কিছু করার নাই। পারলে লাঠি নিয়া তাড়া দেন।

    Level New

    @Al Shahriat Karim:
    আসসালমাু আলাইকুম।
    মন্তব্য করার জন্য ধন্যবাদ।
    এটি একটি আন্তর্জাতিক দিবস। এই দিবসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করতে বলা হয়েছে। আমরা যদি সম্মিলিত আন্দোলনের মাধ্যমে SOPA এবং PIPA কে রুখে দিতে পারি, আমরা যদি আন্দোলন করে HTML- 5 এ DRM ঢুকানোর ষড়যন্ত্র বন্ধ করতে পারি তবে এটাও আমাদের পক্ষে করা সম্ভব।
    আপনি নিজ অবস্থান থেকে প্রতিবাদ করুন। না পারলে আমাদের সাথে যোগ দিতে পারেন।

Level 2

বাহবা! বাংলাদেশে মিউজিক ইন্ডাস্ট্রী আছে কিনা তা কেহই বলে না। ওরা জানেনা DRM কি জিনিস। আর DRM আসলে ভোক্তা ও উদ্যোক্তা উভয়মহলের উপকার হবে।

    Level New

    @omi97:
    আসসালামু আলাইকুম।
    মন্তব্যের জন্য ধন্যবাদ।
    গানের পাইরেসি রোধ করার জন্য DRM এর কোন দরকার নেই। অন্য ভাবেই এই কাজ করা সম্ভব। আপনি একটু কষ্ট করে আমাদের লিংকটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কেন DRM এর বিরুদ্ধে বলছি। আর যদি বুঝতে না পারেন তাহলে অনুরোধ করবো আমাদের আলোচনা অনুষ্ঠানে চলে আসুন। আশা করি সব বিষয় পরিস্কার হয়ে যাবে।