আমার ডিজিটাল বাসা যেমন হবে:) !আপনাদের অগ্রিম দাওয়াত!

কেমন আছেন সবাই? সব ঠিকতো? আপনাদের দোয়ায় আমি ভাল আছি।

কিছু বিশেষ কথাঃ গত মাসে টেকটিউনসের ভিজিটরদের ভোটে সফটওয়্যার নিয়ে টিউন বিজয় লাভ করেছে। অথচ কর্তৃপক্ষের কাছে টেকনোলজির সংবাদ বেশি গ্রহনযোগ্য। অর্থাৎ নির্বাচিত বা স্টিকি হচ্ছে ঐসব জনপ্রিয় সংবাদ গুলোই। আমিও এর পক্ষে।
কিন্তু জাতির কাছে প্রশ্নঃ আমার তাহলে কি নিয়ে টিউন করা উচিত?
সফটওয়্যার নাকি টেকনোলজির সংবাদ?
তবে আমি গদ বাধা সফটওয়্যার নিয়ে টিউনের চরম বিপক্ষে। কারন দেখা যাচ্ছে একই সফটওয়্যার কিন্তু ভিন্ন ভিন্ন কোম্পানির তাই একজন টিউনারই একাধিক টিউন করছেন একই সফটওয়্যার নিয়ে! এটা কি আমাদের সবার কাম্য? যাই হোক এবার আজকের টিউনের কথায় আসি।

আমার ডিজিটাল বাসায় যা যা থাকবেঃ

From Bed With Love

জেমস বন্ডের বিছানা খ্যাত এই খাটটি ডিজাইন করেছেন Nicolas Mélan। এই বিলাসবহুল ফার্নিচারে থাকছে লাইটিং সিস্টেম, প্লাজমা স্কিন,5.1 surround THX সিস্টেম যা আপনাকে ঘুমানোর সময় গান শোনাবে। এছাড়াও থাকছে এলার্ম সিস্টেম যা আপনাকে সঠিক টাইমে ঘুম থেকে উঠাবে।

Keymat YALOS Diamond LCD

৪০ ইঞ্চির এই LCD TV টি আপনাকে দিবে সত্যিকারের দেখার আনন্দ। ১৬০টি হীরার এবং সোনার পরিচ্ছন্ন আবারনে তৈরি এটির দাম প্রায় 130,000 ডলার!

Hydro Physio Lifestyle

শরীরকে সুস্থ রাখতে দেখুন কি অভিনব ব্যবস্থা! শরীরের অতিরিক্ত চর্বি থেকে মুক্তি পেতে এই পানির ব্যায়াম। সুগঠিত শরীরের জন্য এর তুলনা হয় না। (শাকিল ভাই চেষ্টা করে দেখতে পারেন) 😉

Speakers La Sphere

চোখের আকৃতিতে তৈরি এই স্পিকারটি ডিজাইন করেছেন Cabasse। যার দাম হাকা হয়েছে ১৫০০০০ ডলার। অত্যাধুনিক এই স্পিকারটি আপনাকে দিবে সত্যিকারের অনুভতি।

Holiday Golf’s System 4 Indoor

ছুটির দিনে কষ্ট করে বাহিরে না গিয়ে ঘরেই এখন খেলা যাবে গলফ। বিরাট বড় TV স্কিন দিয়ে খেলা যাবে এই খেলা। পাহাড় পর্বত, বরফের রাজ্য বা সমুদ্রের প্রান্তের স্কিনে খেলা যাবে। মজার বিষয় হলো আপনার ছোড়া বলটি গাছে বারি খাবে বা পানিতে ডুবে যাবে!

তা কবে আসছেন আমার এই কল্পনার রাজ্যের বাড়িতে?

সামনে পরীক্ষা তাই বেশ কিছুদিন টিউন করতে পারবো না। তবে আপনাদের পাশেই থাকবো।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo

ধন্যবাদ।

আমি আসতেছি…… 😀

আপনার আয়ের সঠিক তথ্য দুদুকে জমা দিন।নইলে…..

আপনার পরীক্ষা শেষ হলেই কল্পনার রাজ্যে ভ্রমণ করব। দাওয়াত ইজ একসেপটেড!!! 🙂

সুন্দর টিউন। টেকনোলজির সংবাদ আমারও অনেক ভাল লাগে।
ধন্যবাদ তথ্যগুলো উপস্থাপন করার জন্য।

হা হা কিনেই ফেলেন।

ধন্যবাদ আপনাকে।

খুবই তথ্যবহুল এবং দারুণ একটি টিউন। নতুন বেশ কিছু তথ্য পেলাম, যা আগে জানতাম না। অজানাকে জানানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাসান ভাই। সরাসরি প্রিয়তে 🙂

    হা হা
    ফাহিম ভাই আপনি আমার মডেল। টেকনোলজির সংবাদ নিয়ে আপনার টিউন সব চেয়ে বেশি জনপ্রিয়।
    তাই আপনাকে অনুসরন করার চেষ্টা করছি।
    অসীম ধন্যবাদ মন্তব্যের জন্য।

একটা জিনিস বাদ পড়েছে…..সেটা হল কোন খাবারের আয়োজন নেই why??? ডিজিটাল খাবার চাই…..

Level 0

ধন্যবাদ হাসান ভাই , জেনে ভাল লাগছে ।

দূর মিয়া এইটা কোন বাসা হইলো……..!!!!!!!!! আমার বাসা তো আরো ডিজিটাল………রাতে ঘুমালে ভাঙা ছাদ দিয়ে তারা ভরা আকাশ দেখা যায়(মনে করুন এটা আমার এলসিডি টেলিভিশন…পৃথিবীর সবচেয়ে বড়), বৃষ্টির দিনে হালকা যে বৃষ্টি পড়ে( মনে করুন সেটা আমার এয়ারকন্ডিশন সিস্টেম……….একেবারে ন্যাচারাল), রাতে ইঁদুর কুটকুট শব্দে যে কাটাকুটি করে( মনে করুন সেটা ডলবাই ডিজিটাল সাউন্ড সিস্টেম..এটাও একেবারে ন্যাচারাল), আর ব্যায়ামের কথা ভাবছেন……….তা তো কোনো ব্যাপারই না……..চোর-ডাকাত এমনিতেই মাঝে মাঝে রাতে ব্যায়ামের সুব্যবস্থা করে( যেই সেই ব্যায়াম নয় ১০০ ভাগ পিউর প্র্যাকটিক্যাল শারিরিক ব্যায়াম……..একবার করলে জিন্দেগী বর মনে থাকবে!!!)
এবার বলুন আপনার টা বেশি ডিজিটাল না আমার টা বেশি ডিজিটাল………..?
ও হ্যাঁ আমার বাসায় কিন্তু আপনার সেপ্শাল দাওয়াত রইলো……………আসবেন কিন্তু!!!!!!

    হা হা হা হা
    আপনিতো আমার টিউনের চেয় বেশি বিস্তারিত বলে ফেলেছেন। তা যাই বলেন আপনার মতো এমন বাসাই বা কয় জনের আছে?
    বান্দরবনে কখনো গেলে যাওয়ার ইচ্ছা আছে।
    ধন্যবাদ।

Level 0

WOW !!!!!!!!!