এবারই সর্বপ্রথম, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগে Post লিখে আয় করুন। অবিশ্বাস্য না?!!

আমরা ঘণ্টার পর ঘণ্টা এখন ফেসবুকে থাকি। কিন্তু থেকে কি লাভ, যোগাযোগ করা ছাড়া।

কিন্তু যদি এই ফেসবুক আপনাকে টাকা দিত post করার জন্য, তাহলে কেমন হতো?

ঠিক সেইরকমই হচ্ছে এবার!!

(ইকনমিকস টাইমস থেকে পাওয়া তথ্য)

কীভাবে-

  • ফেসবুকে যেভাবে আপনি post লিখতেন, ঠিক সেভাবে এখানেও post লিখবেন।
  • তাতে তারা আপনাকে Post ভিউ এবং লাইক অনুসারে টাকা/ ডলার দিবে।

সাইট ২ টি ঠিকানা হল-

বাবলস এবং বঞ্জো-মি

  • এখানে আপনাকে একাউন্ট করতে হবে, আপনার সকল তথ্য দিয়ে।
  • তারপর লেখা শুরু করুন আপনার জীবনের সকল ঘটনা।
  • তবে আপনাকে ইংলিশে এই লেখাগুলো লিখতে হবে।
  • ৪০০ ওয়ার্ডের নিচে কোন স্ট্যাটাস লেখা যাবে না।

সাইট দুটির ফেসবুক ঠিকানা বাবলস এবং বঞ্জো-মি

এই পেজ টাতেও লাইক দিয়ে রাখুন, এরকম নিউজ পেতে।

ধন্যবাদ সবাইকে।

(ইকোনমিকস এই লেখা থেকে সংগৃহীত)

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরেকটু বিস্তারিত লিখলে ভালো হতো। ধন্যবাদ আপনার টিউনের জন্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ধন্যবাদ আপনার টিউনের জন্য।

Level 0

dada 400 word ektu beshi hoye gelo na…

    @Zahid: বেশি তবে, আয় করতে হলে তো একটু কষ্ট করতেই হবে।

      @আই,টি সরদার: চলুন ভাই একটা ফেবু গ্রুপ করে কমেন্ট, ভিউ ও লাইক এক্সচেঞ্জ করি কিছু আয় করি। কি বলেন?