টিউনার ভাইদের নিকট একটি আবেদন

সবাইকে সালাম শুভেচ্ছা ও রমজানুল মুবারাক।

টেকটিউন্স একটি টেকনলজি সম্পর্কিত ব্লগ প্লাটফরমের নাম। এটা সবারই জানা। তাই একে সবাই পছন্দ করে। টেকনলজি বলতে শুধু মাত্র কম্পিউটারের ব্যবহার, সফটওয়ার চুরি (ডাউনলোড), লাইচেন্স কী হাইজেক, সফটওয়ার দিয়ে একে অপরকে ধোকা দেওয়া ইতাদি নয়।

টেকনলজির ক্ষেত্র অনেক বিশাল। কম্পিউটার ও টেকনলজির মধ্যে পড়ে, তবে তা মাত্র টেকনলজর একটা অংশ পুরো টেকনলজি নয়। আমরা এ   টেকটিউন্স এর মাধ্যমে কম্পিউটার এর ব্যবহার সহ সকল ধরনের প্রযুক্তি সম্পর্কিত তথ্য জানতে চাই। যেমনঃ

মহাকাশ সম্পর্কিত (গ্রহ, উপগ্রহ, নিহারিকা, উল্কা),

পদার্থ(আনবিক পারমানবিক যেকোন বিষয়),

গণিত(সকল টেকনলজির জনক),

স্পেশসীপ,

রোবট,

স্যটেলাইট,

নতুন আবিষ্কার ইত্যাদি আরো অনেক বিষয়।

যদিও উল্লেখিত বিষয় টিউন হয় মাঝে মাঝে তবে তা খুবি সামান্য। তাই আমি সকল  উতসাহি (টেকনলজি সম্পর্কে জানতে আগ্রহী) পাঠকের পক্ষ থেকে  টিউনারাদের কাছে আবেদন করছি যে আপনারা কম্পিউটার সম্পর্কিত তথ্য ছাড়া অন্যান্য টেকনলজি সম্পর্কিত তথ্য দিয়ে টেকটিউন্সকে সমৃদ্ধ করার জন্য সর্বোচ্ছ চেষ্টা করবেন।

আমরা তো এসব তথ্য সামু, প্রথম আলো, আড্ডা ইত্যাদি ব্লগ থেকে আসা করতে পারি না। এ সব কিছু আমরা টেকটিউন্স থেকেই আসা করি। তাই আমরা টিউনার ভাইদের দিকেই তাকিয়ে আছি।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো কথা বলেছেন। আমি আরও ভয় পেতাম এগুলা দিলে কেউ পড়বেও না। খামাখা দিবও নাকি ভাবতেছিলাম

    জলদি করে যা পারেন যা জানেন তাই দিয়ে দিবেন। আমরা সবাই জানার জন্য অপেক্ষা করছি। প্লিজ। ………
    “আমরা তো এসব তথ্য সামু, প্রথম আলো, আড্ডা ইত্যাদি ব্লগ থেকে আসা করতে পারি না। এ সব কিছু আমরা টেকটিউন্স থেকেই আসা করি।”

এইখানে মজাদার পোষ্ট দিলে সেটা হয় আমু সামুর পোষ্ট, টবে এ্যাড দিলে হয় টেকি পোষ্ট , হাসতে হাসতে পরান টা জলিয়া যায়

    Level 0

    আমাদের বড় সমস্যা আমরা নিজের সমালোচনা সজ্য করতে পারিনা; তা আপনার কথা থেকেই বুঝ যাচ্ছে তাই নয় কি?

    দয়া করে প্রযুক্তি সংবাদ মাজা করে লিখেন দেখবেন সবাই গ্রহন করবে।

Level 0

আপনার সাথে সহমত । আমার মতে , জানার সব কিছু টি টি শেয়ার করা উচিত ।

    ধন্যবাদ আপনাকে সহমত প্রকাশ করার জন্য।

১০০% সহমত। Free Software, Plug-Ins ডাউনলোড আর ফটোর কিছু বাহারি টেকনিক নিয়ে মোট ৯৫% টিউনস! অনেক সময় খুবই একগেঁয়েমি লাগে। আমরা বাঙালিরা বিশ্বের অন্যতম নন-টেকনিক্যাল জাতি। উন্নত বিশ্বের দেশগুলোতে সাধারণ কলেজ থেকে টেকনিক্যাল কলেজের সংখ্যা কয়েক গুণ বেশি থাকে। সেখানে বেশিরভাগ লোকই প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত। আমার ধারণা, টেকটিউন্সের বেশিরভাগ টিউনার বয়সে তরুণ এবং সাধারণ স্কুল-কলেজের ছাত্রছাত্রী। শিক্ষা জীবনের পাশাপাশি কমপিউটার এবং ইন্টারনেট ব্যবহারের কারণে Free Software, Plug-Ins ডাউনলোডের অনেক কিছু জানলেও মুলতঃ বেসিক প্রযুক্তি বিষয়ে তেমন একটা জ্ঞান নেই (এমনকি জানার খুব একটা ইচ্ছা নেই!)। টেকটিউন্স টেকনলজি সম্পর্কিত একমাত্র বাংলা ব্লগ। আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষার মাধ্যমে বিশাল টেকনলজির প্রতিটি ক্ষেত্রে শিক্ষিত করার জন্য টেকটিউন্স একটি বিরাট ভূমিকা রাখতে পারে। এজন্য সব টেকটিউনার এবং টেকটিউন্স-এর কতৃপক্ষকে আরো আন্তরিক হতে হবে।

    আপনার সাথে একমত। কিন্তু আমার কিছু দুঃখের কথা শুনেন।

    আপনি জানেন কি?টেকটিউনসের ভিজিটরদের ভোট সব চেয়ে কম টেকনোলজি সংবাদে। এত কম যে দুই সংখ্যার ঘরেও যেতে পারেনি। আর এর মধ্যে আমারি ভোট দুইটা। 😛
    আর সব চেয়ে বড় দুঃখের কথা হলো টেকনোলজি সংবাদ নিয়ে টিউন করলে ভিজিটররা সব চেয়ে কম হিট করে। 🙁
    এটা শুধু আমার টিউনের কথা বলছি না। সিনিয়র টিউনার যেমন টিনটিন ভাই,ফাহিম ভাই ইত্যাদি যে কোন ভাল টিউনের হিট বাড়বে না যদি না তা নির্বাচিত করা হয় বা স্টিকি করা হয়।
    তাহলে আপনারাই বলেন টেকনোলজি সংবাদ নিয়ে টিউন করতে আগ্রহ পাবো কি করে?

    ঠিক বলছো হাসান।

    @জোবাইর। আপনাকে অনেক ধন্যবাদ। “টেকটিউন্স টেকনলজি সম্পর্কিত একমাত্র বাংলা ব্লগ। আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষার মাধ্যমে বিশাল টেকনলজির প্রতিটি ক্ষেত্রে শিক্ষিত করার জন্য টেকটিউন্স একটি বিরাট ভূমিকা রাখতে পারে। এজন্য সব টেকটিউনার এবং টেকটিউন্স-এর কতৃপক্ষকে আরো আন্তরিক হতে হবে।”

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্) , আপনার কথা শুনে হাশি কান্না দুটোই আসছে। টেকনোলজি সংবাদে ১ জন পাঠক হলেও আমরা তার জন্য টিউন করবো। টেকটিউন্স তো হারিয়ে যায় না, বা তার টিউন গুলো ও হারিয়ে যায় না। ভবিষতে টেকনোলজি প্রেমী অনেক পাঠক আসবে তারা টিউন গুলো পড়বে। বাংলাদেশ এখনো প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে আছে। ইনশাআল্লাহ একদিন এর পরিবর্তন হবে।

    আর আমি আমাদের টিনটিন ভাই, শাকিল আরেফিন ভাই, সহ সকল টপ টিউনারের মন্তব্য আসা করছি।

ভালো ভালো এবং ভালো 😀

Level 0

জাকির ভাই, ১০০% সমৱথ্‍‌‍‍ন।

    সমর্থনের জন্য ধন্যবাদ

কথাটা ঠিক কম্পিউটার বিষয়ে টিউন না করলে ক্লিক কম পড়ে। কিন্তু আমি ঠিক করেছি ভিজিটর আসুক না আসুক টেকনোলজি নিয়েই টিউন করব।

    অবশ্যই আপনি টিউন করবে। অন্তত একজন পাঠকের জন্য হলে ও

১০০% সহমত।

    সহ মতের জন্য ১০০% ধন্যবাদ

সফটওয়্যার কিংবা অন্যান্য সাধারণ বিষয় গুলো নিয়ে টিউন করতে কম জানতে হয়। কিন্তু টেকনোলজি সম্পর্কে টিউন করতে হলে অনেক জানতে হয়, আর টিউনে যদি কিছু মাত্র ফাঁক থাকে তবে কিছু জ্ঞানী লোক (!!!) পেটের ভাত চাউল করে দেয়।
কিন্তু সাধারণ মানের টিউন করে দেখুন কোন সমস্যা হবে না। আর একটু ভালো মানে টিউন করার চেষ্টা করলে খাইবেন ধরা।

    কোনখানেই নিন্দুকের অভাব নেই। তারা যদি এতই পারে তবে টিউন করে না কেন?

    ঐ’টা এখন কে বলবে।

সহমত।

Level 0

কথাগুলোর সাথে একমত, ধন্যবাদ।