আপনি কি জানেন ম্যাক এবং উইন্ডোজ পিসির প্রতিযোগিতায় সত্যিকারের সেরা কে?

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

সব বয়সের মানুষের কাছে শ্রেষ্ঠত্বের লড়াই খুবই পরিচিত একটি ব্যাপার। আমরা যখন ছোট ছিলাম তখন ছোটরা মিলে কতো বিষয় নিয়েই না ঝগড়া করতাম। তোর খেলনাটার চাইতে আমারটা ভালো, তোর চাইতে আমার গল্পের বই বেশি আছে, তোর চেয়ে আমার শক্তি বেশি ইত্যাদি ইত্যাদি। সময় বদলে গেছে বহু আগেই, এখন শ্রেষ্ঠত্বের লড়াই হয় প্রযুক্তি সাথে প্রযুক্তির, প্রযুক্তি পণ্যের সাথে প্রযুক্তি পণ্যের। একটা সময় ছিলো যখন কোন রকম বাসায় একটা কম্পিউটার থাকলেই বড়াই করা যেত কিন্তু আজকাল কম্পিউটার নিয়ে আর বড়াই করার সুযোগ নেই।

মোটামুটি যারা একটু আধটু পড়াশোনা করে তারাই দেখা যায় একটা ল্যাপটপ কিংবা ডেস্কটপের মালিক। এখন প্রশ্ন হলো, সবার যদি কম্পিউটার থাকে তাহলে শ্রেষ্ঠত্বের লড়াই কোথায়? এখানে শ্রেষ্ঠত্বের লড়াই হলো প্রযুক্তি পণ্যের। আপনার যদি একটা সাধারন ডেস্কটপ থাকে তাহলে নিশ্চয় ডেস্কটপের সাথে সেলফি তুলবেন না কিন্তু আপনার যদি একটি আপেল (অ্যাপল) মার্কা ল্যাপটপ থাকে তাহলে ঠিকই একখান পোজ দিয়ে ছবি আপলোড করবেন ফেসবুকে এবং যথারীতি ক্যাপশন থাকবে, “অবশেষে আমার স্বপ্নের নায়ক/ নায়িকার সাথে”।

অ্যাপল কম্পিউটারের দাম আকাশ ছোঁয়া বলেই হয়তো এতো ভাব কিন্তু একবারও কি ভেবেছেন আপনি যা চান তার সাথে অ্যাপলের কম্পিউটার কতোটুকু সামঞ্জস্যপূর্ন? আপনার জন্য অ্যাপলের কম্পিউটার সত্যিই প্রয়োজন নাকি অ্যাপল প্রডাক্ট ব্যবহার করা শুধু টাকার অপচয়! আমরা আজ উইন্ডোজ পিসির সাথে অ্যাপল ম্যাকের তুলনা করবো এবং দেখবো কোনটা বিজয়ী হয়। সব শেষে থাকবে আপনার পছন্দের কনফিগারেশন অনুযায়ী আপনার জন্য উপযুক্ত কম্পিউটার বেছে নেওয়ার সুযোগ।

তাহলে চলুন শুরু করি, তবে শেষ সমাধান পাওয়ার আগে আর কোন ঝগড়া নয়।

শেষ সমাধানে আসার আগে নিজেদের মাঝে এভাবে ঝগড়া নয়

টেকনিক্যাল সাপোর্ট

আপনি অনেক সাধনার পরে একটা ম্যাক পিসি কিনলেন তারপর দেখা গেলো সচরাচর যেভাবে আপনি অভ্যস্ত তার সাথে নতুন সিস্টেমে অনেক ফারাক দেখা দিয়েছে। ম্যাকের হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলো আপনার কাছে উইন্ডোজের জন্য পিসির মতো এতোটা সহজবোধ্য হয়তো আর লাগছেনা। তবে সেটা বড় কোন সমস্যা নয়।

আপনি হয়তো জানেন যে, ম্যাকের হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়ের নির্মাতা হলো একই কোম্পানি অর্থাৎ অ্যাপল। আপনি যখন কোন টেকনিক্যাল সমস্যায় পড়বেন তখন অ্যাপল কাস্টমার সেন্টারে গেলেই আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়ের সমস্যার সমাধান করতে পারবেন।

কিন্তু উইন্ডোজের নিজের কোন ফিক্সট হার্ডওয়্যার সাপোর্ট নেই। আপনি মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করলেও হয়তো কম্পিউটার ব্যবহার করছেন অন্য কোম্পানির। কোন একটা সমস্যায় আপনি হয়তো ভাবছেন যে এটা হার্ডওয়্যারের সমস্যা কিন্তু পরে দেখা গেলো আসলে অপারেটিং সিস্টেম আপনার হার্ডওয়্যার সাপোর্ট করছে না। আমার নিজের পিসিতেও আমি হার্ডওয়্যার সমস্যার কারনে উইন্ডোজ ৮ বা তারপরবর্তি কোন সংস্করণ ব্যবহার করতে পারিনা।

আপনার কি মনে হয় এ ক্ষেত্রে বিজয়ী কে হবে? অ্যাপলের প্রডাক্টের এই টেকনিক্যাল জাতীয় টেকনিক্যাল সমস্যা সমাধানে বেশি সুবিধা থাকায় এক্ষেত্রে বিজয়ী হিসাবে অ্যাপলকেই নির্বাচিত করতে হবে।

জনপ্রিয়তা

আপনি যদি একটি জরিপ করেন যে কতোজন মানুষ উইন্ডোজ পিসি এবং কতোজন মানুষ অ্যাপল ম্যাক ব্যবহার করে তাহলে আপনাকে মোটামুটি আশ্চর্য হতে হবে ব্যবহারকারীর অনুপাত দেখে। কারন বর্তমান বিশ্বে প্রায় ৯০শতাংশ মানুষ উইন্ডোজ পিসি ব্যবহার করে আর মাত্র ১০শতাংশ মানুষ অ্যাপল ম্যাক ব্যবহার করে।

যদি জনপ্রিয়তার দিক থেকে চিন্তা করেন তাহলে উইন্ডোজকে ম্যাকের দশগুন উপরে স্থান দিতে হবে। যদিও এতো জনপ্রিয়তার কারন কি তা পরবর্তি অংশেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে।

দাম

কথায় আছে দামে কিবা আসে যায় কাজে তারপরিচয়। আসলে কথাগুলো কথা বলার প্রসঙ্গেই শুধু বলা যায়, কারন বাস্তব জীবনে দামের সাথে সব সময় আমাদের কাজের সম্পর্ক খুঁজতে হয়। জিনিস যতো ভালোই হোক দাম যদি তার বেশি হয় তাহলে মানুষ সেটাকে কম ব্যবহার করবে সেটাই স্বাভাবিক। বর্তমান বাজারে একটা অ্যাপল ম্যাকের যা দাম তার প্রায় তিন ভাগের একভাগ দাম দিয়ে আপনি একটি উইন্ডোজ পিসির মালিক হতে পারবেন। এ কারনে ম্যাকের চাইতে উইন্ডোজ পিসির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।

ম্যাক এবং উইন্ডোজ দামের কারনেই মুলত তাদের প্রধান তফাৎ। সত্যি কথা বলতে কি যাদের অ্যাপলের ম্যাক কেনার সামর্থ্য আছে তারা খুব কম সংখ্যক মানুষ উইন্ডোজ পিসি ব্যবহার করে। যদিও সহজ ব্যবহার বান্ধব হওয়ার কারনেও উইন্ডোজের জনপ্রিয়তা সর্বাধিক।

নিরাপত্তা এবং ব্যবহার বান্ধব প্রযুক্তি

যেহেতু অ্যাপল ম্যাক একই কোম্পানির হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম দ্বারা চালিত সেহেতু এটা অনেক বেশি ব্যবহার বান্ধব। কারন সব ক্ষেত্রে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সঠিক সমন্বয়ের মাধ্যমেই সুন্দর একটি ব্যবস্থাপনা সৃষ্টি করা যায়। তাছাড়া অ্যাপল ম্যাকের নিরাপত্তা ব্যবস্থা উইন্ডোজের চাইতে অনেক বেশি শক্তিশালী। কিন্তু সব চেয়ে বড় কথা হলো অ্যাপল ম্যাকের চাইতে উইন্ডোজের ব্যবহারকারী অনেক বেশি থাকার কারনে হ্যাকারদের প্রথম পছন্দ হলো উইন্ডোজ পিসি।

এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ম্যাক কি শুধু তার সংখ্যালঘুতার কারনে হ্যাকারদের দ্বিতীয় পছন্দ? উত্তরের পক্ষে যুক্তি হলো ৬০ শতাংশের অনেক বেশি। কারন তিমি মাছ যদি আপনি সহজে শিকার করতে পারেন তাহলে নিশ্চয় পুটি মাছ শিকার করতে চাইবেন না। বাকি ৪০শতাংশ উত্তর হলো ম্যাকের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে।

আপনার জন্য কোনটা উপযুক্ত?

ছবিতে ক্লিক করুন এবং হাঁ / না টাইপ প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন আপনার ‍উপযুক্ত কম্পিউটার কোনটি

আমি এতোক্ষণ খুব সামান্য টপিক্সের আলোকে অ্যাপল ম্যাক এবং উইন্ডোজ পিসির তুলনা করার চেষ্টা করলাম। আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা উপরে উল্লেখিত ৪টি টপিক্সের মধ্যে ম্যাক এবং উইন্ডোজ ৫০-৫০ স্কোর করেছে। এখন নিশ্চয় আপনার দ্বিধান্বিত ভাব আরো বেড়ে গেছে। আপনি হয়তো আপনার নিজের জন্য কোনটা উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারছেন না! বেশি চিন্তার কিছু নেই, আপনার জন্য টিউনের শেষ প্রান্তে রয়েছে আপনার জন্য উপযুক্ত কম্পিউটার বেছে নেওয়ার সুযোগ। নিচের লিংকে ক্লিক করুন এবং হ্যাঁ / না টাইপের ১০টির মতো প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন আপনার উপযুক্ত কম্পিউটার কোনটি?

এতোক্ষণে নিশ্চয় জেনে গেছেন আপনার জন্য কোন কম্পিউটারটি উপযুক্ত। তাহলে এবার দেরী না করে নিচের টিউমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার জন্য উপযুক্ত কম্পিউটারের নাম। আপনার টিউমেন্ট এবং আমার টিউনের মাধ্যমে টেকটিউনস পরিবার জানতে পারবে উইন্ডোজের জাতি বলে পরিচিত বাঙ্গালী জাতি সত্যিকার অর্থেই উইন্ডোজের জন্য উপযুক্ত নাকি অন্য কিছু।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 157 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। অনেক গোছানো টিউন।এবার Windows Vs Linux সম্পর্কে জানতে চাই।

vai sundor vabe sajalen…bt mac onk fast r onk besi seirokom…apni jodi use koren then other kono os vlo lagbena

    @ahasan karim: আপনার ‍সুন্দর টিউমেন্টের জন্য ধন্যবাদ আহসান করিম ভাই।
    আমি ম্যাক ব্যবহার করেছি কিন্তু কেনার সামর্থ্য এখনো হয়নি। আসলে আমি শুধু দুটোকে আমাদের প্রয়োজন অনুযায়ী তুলনা করার চেষ্টা করেছি। দামের সাথে তুলনা করলে কিন্তু উইন্ডোজকেই সেরা বলতে হবে।

    @ahasan karim: ভাই ম্যাকে SSD লাগানো থাকে তাই ফাস্ট কাজ করে। আপনি আপনার Windows PC তে SSD লাগান দেখবেন সেম কাজ করবে।

ভাই, Windows ই বেষ্ট। আমার এক ভাইকে দেখতাম সে তার ম্যাকবুকে উইন্ডোজ চালাত।

    @এম,এইচ সজিব: কাজের জন্য উইন্ডোজ ভালো লাগলেও ফ্যাশনের জন্য ম্যাক বেস্ট। একটা ম্যাক থাকা মানে ভাবই আলাদা। আমি অবশ্য ম্যাকের সৌন্দর্যের ভক্ত।

    *আপনার তথ্যবহুল সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ এম, এইচ সজিব ভাই।

ধন্যবাদ ওনেক কিছু জানলাম!

সৌন্দর্যের ক্ষেত্রে আলাদা কথা! যাই বলেন আমি উইন্ডোজ কে এগিয়ে রাখবো! আর যারা স্পিডের কথা বলছেন তাদের কে বলবো উইন্ডোজ পিসি ২৫০০০ টাকায়ও পাওয়া যায়! কিন্তু ম্যাক না! ম্যাকের হার্ডওয়্যার কনফিগ এ উইন্ডোজ চালিয়ে দেইখেন, তাইলে বুজবেন উইন্ডোজের কি রকম স্পিড! ধন্যবাদ টিউন করার জন্য।

    @golamsaruar15: তবে মজার ব্যাপার হলো টিউনে আমি যে সার্ভের লিংক দিয়েছি সেটাতে আমার পছন্দের কনফিগারেশন অনুযায়ী কয়েকবার সার্চ করেও উইন্ডোজ ছাড়া অন্য কিছু পেলাম না। আমাদের জন্য সত্যিই উইন্ডোজ ভালো অন্তত দামের কথা ভাবলেও।

    **আপনার সুন্দর টিউমেন্টের জন্য ধন্যবাদ গোলাম সারোয়ার ভাই। আশা করি সব সময় এরকম সুন্দর টিউমেন্ট করবেন।

Level 2

খুব সুন্দর টিউন হয়েছে সানিম ভাই। তথ্যবহুল। ধন্যবাদ।

আমি বলি কি- কোনটা বেশি জনপ্রিয় তা দেখার আগে বিলগেটস কেন বিশ্বসেরা তা একবার চিন্তা করলেই হয়।

    চমৎকার কথা বলেছেন কামরুল ভাই 🙂
    মাইক্রোসফটের প্রডাক্টের আসলে বিকল্প খুব কম, যদিও ম্যাক কম মানুষ ব্যবহার করলেও কম্বিনেশনটা অসাধারন।
    **আপনার সুন্দর টিউমেন্টর জন্য অ-নে-ক ধন্যবাদ 😀

ম্যাক এর অর্ধেক দাম দিয়ে উইন্ডোজ পিসির কনফিগ বানিয়ে দেখুন একই সমান কাজ করবে।
আর আমদানি খরচ ম্যাক এ বেশী তাই তাদের কনফিগার এর দাম কিছু বেশী।

আর আমাদের আশে পাশে ৯০% ডেভেলপার রা উইন্ডোজ নিয়ে কাজ করে তাই আমরা অনেক অনেক উইন্ডোজ ট্রিক পাই।

তাই আপ্পনি ম্যাক কে উইন্ডোজ এর মত কাস্টোমাইজ করতে পারবেন না

    @পিনবয় মেহেদী: উইন্ডোজ যদি ভালো না হতো তাহলে বিশ্বের নব্বই ভাগ মানুষ উইন্ডোজ ব্যবহার করতে পারতো না। তবে প্রথম শ্রেণীর কিছু মানুষ ম্যাক ব্যবহার করে বলেই মাঝে মাঝে তুলনা করতে ইচ্ছে করে। তবে আমি আপনার সাথে শতভাগ একমত পোষন করছি।

    **আপনার তথ্যবহুল সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ পিনবয় মেহেদী ভাই 🙂

এইটা এমন এক ক্যাঁচাল যে রাজনীতির পলিটিক্সও ফেল মেরে যাবে এখানে 😉 কিছু বিতর্কে তর্কের কোন অবসান নাই- খালি অন্তরের অন্দরে কিছু একটা আকুপাকু করে- মনটা আনচান করে ওঠে…..শরীরের জন্য কিন্তু দুইটাই ভালা পাই- জানালার মৃদুমন্দ বাতাস যেমুন পুরা অস্তিত্বকে চাঙ্গা রাখে তেমুন রাঙ্গা আপেলের মতো অমৃত কিন্তু কমই আছে!! তবে আমি ভাই জানালার রঙটা কিন্তু নিজের পছন্দমত করতেই ভালোবাসি, জানালা সাজাব আমার মতো করে, যেন দৃষ্টি ফেললে এপার-ওপার দুটোই মন ভরিয়ে দেয়…….আর সেই সৌন্দর্য চোখ ভরে দেখার জীবন দিয়ে বোঝার জন্য অমৃতের সামান্য স্বাদের আকাঙ্খা করাটা কি খুব আকাশ-কুসুম কল্পনা হয়ে যায়? না হলে চোখ বন্ধ করলাম এবার 🙂

***টাইপো: সহজবোদ্ধ -> সহজবোধ্য; অভ্যস্থ -> অভ্যস্ত

    @নিওফাইট নিটোল: ম্যাক উইন্ডোজ এর বিতর্কে কোন অবসান দরকার নেই। সবার পছন্দ এক রকম হবেনা। আমার নিজের ম্যাক কেনার সামর্থ্য না থাকলেও চারকোনা জানালার ফাঁক দিয়ে ম্যাকের স্বপ্নগুলোই উঁকি মারে। যাহোক, বুঝতে পারছি রঙ্গিন জানালার ফাঁক দিয়ে সেই স্বপ্নও আপনাকে ছুঁয়ে যায়।

    ***ভুল দুইটা নয় মোট তিনটা ছিলো, দুইটা বানান ভুল আর একটা টাইপো। কিছু শোধরে দেন বলেই কিছু শোধরাবার সুযোগ পাই। বরাবরের মতো সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

ফাহাদ ভাইয়া একটু কথা ছিল ফেবুতে জয়েন দেয়া যাবে প্লিজ? fb.com/lazyfahim

    @backtrack5: আপনার যেকোন সমস্যায় আমাকে মেইল করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে সাহায্য করতে।
    আমার মেইল এড্রেসঃ [email protected]
    **টিউমেন্টের জন্য ধন্যবাদ 🙂

Level 0

ভাই, ম্যাক উইন্ডোজের গেম খেলতে গিয়ে আমি তো টাই করে ফেলালাম। কেমনে কি?

Level 0

টাকা থাকলে ম্যাক কেনা সব দিক দিয়ে ভাল…….
কিন্তু আমাদের মত লোকদের জন্য windows is the best….!!!

আমাদের মত উন্নয়নশীল দেশের মানুষ অন্য যোগার করতে যেখানে হিমশিম খায়….
কম্পিউটার যেখানে বিলাসিতা….
সেখানে লাখ টাকা দামের আপেল মার্কা ম্যাক বুক…..

    @mamun009: শুধু টাকার কথার জন্যই ম্যাক আজ সব মানুষের দুয়ারে পৌছাতে ব্যর্থ। তবে উন্নত দেশেও যেখানে উইন্ডোজ ভালো চলে সেখানে টাকার প্রশ্নটা গৌণ।

    **টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ মামুন ভাই 🙂

Level 0

টাকা থাকলে ম্যাক কেনা সব দিক দিয়ে ভাল…….
কিন্তু আমাদের মত লোকদের জন্য windows is the best….!!!

আমাদের মত উন্নয়নশীল দেশের মানুষ অন্য যোগার করতে যেখানে হিমশিম খায়….
কম্পিউটার যেখানে বিলাসিতা….
সেখানে লাখ টাকা দামের আপেল মার্কা ম্যাক বুক…..!!!

A great review. Thanks a lot Fahad Vai for a great gift.
Thanks a lot. 🙂

Level 0

mac er icon,style khub valo..
windows simple,friendly…
mac+windows= linux 😛

    @Ai.munna: ম্যাক এবং উইন্ডোজের দৌড়ের মাঝে লিনাক্সও এগিয়ে থাকার একটা সুযোগ পাবে। ওপেন সোর্স হওয়াতে মানুষের কাছে আস্তে আস্তে ভালোই জনপ্রিয়তা পাচ্ছে লিনাক্স।

    **আপনার সুন্দর এবং মজার টিউমেন্টের জন্য ধন্যবাদ মুন্না ভাই

“ম্যাক নিরাপত্তার দিক থেকে উইন্ডোজের থেকে ১০০ পিছিয়ে আছে” -সিমনটেক ল্যাব।

    @Junaid Ahmed: হ্যাকারদের টার্গেট কিন্তু উইন্ডোজ, ম্যাক নয়। টিউমেন্টের জন্য ধন্যবাদ জুনায়েদ আহমেদ ভাই।

“ম্যাক নিরাপত্তার দিক থেকে উইন্ডোজের থেকে ১০০ বছর পিছিয়ে আছে” -সিমনটেক ল্যাব।

তবে আমার মনে হয় professional কোনও কাজের জন্য উইন্ডোজ ই বেস্ট । মনে তো হয় না যে ম্যাক এ উইন্ডোজ এর মত এত সফট , গেম আছে ! আর নিরাপত্তায় তো লিনাক্স সবথেকে এগিয়ে ।
জানতাম উইন্ডোজ জিতবে । লিনাক্স VS উইন্ডোজ কোনও গেম আছে ?

Windows is best
krn ekdike mac er dam besi r ek dike software er ovab… mane windows er software gular crack or piracy copy pawa sohojlovvo kin2 macccc.!!!
Ekdike mac er dam besi tar upore abr software kinte gele amader moto developing deser manusher computer chalanor shad mite jabe.
So wndows is best.

Thnx Sanim vai totthobohul tuner jonno.

    @Ahasan Habib: আমি আপনার মন্তব্যের সাথে সহমত প্রকাশ করছি।
    সেই সাথে চমৎকার এবং তথ্যবহুল টিউমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আহসান হাবিব ভাই।

Result: Let’s call it a tie!
The scores are pretty close! Apparently either choice could work for you!

আমার ক্ষেত্রে শুধু এমন হয় ক্যা?

    হা হা হা, আপনার পছন্দগুলো ক্রিটিক্যাল নাফিউল ইসলাম ভাই। সমস্যা নেই, দুইটাই আপনার জন্য ফেবারেবল হবে।

পরের বার মোবাইল অপারেটিং সিস্টেম নিয়ে একটা টিউন করেন।

    জ্বি, ইনশাল্লাহ। তবে মোবাইল অপারেটিং সিস্টেম তো অনেক গুলো। আপনি সাজেশন দিতে পারেন কোনটার সাথে কোনটার তুলনা করা যেতে পারে।
    আমি নিজে করলে হয়তো অ্যান্ড্রোয়েড এবং iOS নিয়ে টিউন করবো।

    **টিউমেন্টের জন্য ধন্যবাদ নাফিউল ইসলাম ভাই।

ভাই,এত সুন্দর একটি টিউন উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।