আসুন দেখে নেই সব স্মার্ট ডোর লক।

August  স্মার্ট ডোর লক
এটার প্রধান বৈশিষ্ট্য হল এর মাধ্যমে আপানি আপানার পরিবারের সদস্যদের নির্দিষ্ট পরিমান প্রবেশ সেট করে দিতে পারবেন। ফলে আপানর অনুমতি ছাড়া কেউ বাহিরে বা ভিতরে ঢুকতে পারবেনা। 
তবে দামটাও কিন্তু কমনা। আমাদের টাকায় ২৪০০০ টাকা মাত্র।
Goji স্মার্ট ডোর লক
 
এই লকের প্রধান বৈশিষ্ট্য হলো এর মধ্যে ফেস ডিটেকটিভ ক্যামেরা আছে। প্রতিবার রুম এ প্রবেসের পূর্বে এটি তার মালিকের স্মার্ট ফোনে আগত ব্যক্তির ছবি পাঠিয়ে একটি অনুমতি চাইবে। অনুমতি দিলে আগত ব্যক্তি ঘরে প্রবেশ করতে পারবে।
দাম প্রায় ২৩০০০ টাকা। 
 
 Kwikset Kevo  স্মার্ট ডোর লক
 
এটার প্রধান বৈশিষ্ট্য হলে eKeys সিস্টেম। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে এটি কাজ করবে। তবে এটিতে দুই ধরণের চাবি ব্যবহার করা যাবে। ট্র্যাডিশনাল চাবিও আছে এতে। বিদ্যুৎ না থাকলে এটি কাজ করবে। 
দাম মাত্র ২৩০০০ টাকা।
 
 
Samsung স্মার্ট ডোর লক
 
বেশী কিছু নেই এতে।  তবে এটি স্মার্ট ডোর লকের সাথে সাথে Fire Alarm এর কাজ করবে। 
দাম ১৫০০০ টাকা মাত্র। 
 
Schlage LiNK Wireless Keypad Add-on Deadbolt স্মার্ট ডোর লক
 
এটার বৈশিষ্ট্য হলো এটা ব্যবহার ক্বারিকে ১৯ টি এক্সেস কোড দিবে। যা পরিবারের সবার জন্য ব্যবহার করা হয়। এটির দাম মাত্র ১৬০০০ টাকা। 
 
Lockitron স্মার্ট ডোর লক
এটার প্রধান বৈশিষ্ট্য হলো এটা GPS সিস্টেম সাপোর্ট করে। এটি আপানার ফোন থেকে একটা SMS পাঠানোর মাধ্যমে খুলে যাবে। অথবা একটা ওয়েব ব্যাজ আপ্পলিকেসন এর মাধ্যমেও এটি খোলা যাবে।
দাম মাত্র ১৩০০০ টাকা। 
 
Yale Touchscreen Deadbolt স্মার্ট ডোর লক
এটির  প্রধান বৈশিষ্ট্য হলো এটিতে Z-Wave technology ব্যবহার করা হয়েছে। ফলে এটিকে আপানি স্মার্ট ফোন, ট্যাবলেট এমনকি ডেস্কটপেও ব্যবহার করা যাবে। এটি লাইফ টাইম গ্যারান্টি দেয়া আছে। 
দাম মাত্র ১৭০০০ টাকা। 
 
Anviz L100 Fingerprint স্মার্ট ডোর লক
 
এটি আপানর আঙ্গুলের ছাপ বা স্মার্ট কার্ডের মাধ্যমে এটিকে খোলা যাবে।  
সাথে থাকবেন নতুন প্রযুক্তি নিয়ে আগাম তথ্য জানার জন্য। আমি আছি এখানে। 
 
 

Level 2

আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যে মূল্য দিয়েছেন সেটা আন্তজাতিক বাজার মূল্য বা ওয়েব পেইজের মূল্যা। এই মূল্যে বাংলাদেশে এই পন্য পাওয়া যায় না।
ওয়েব পেইজ মূল্য দেয়া হলে সেটা উল্লেখ করা উচিৎ, না হলে পাঠক বিভ্রান্ত হবে।

ami bangladesher mullo janina. ei post ta ekta Russian website theke neowya. apni janle janaben. ami post edit kore dibo.

onek kiso shikhlam o janlam
thank you

SMS dia khole eita posondo hoice .but dam smartphone er thekeo besi. I am hotas

অসাধারণ 😀

আমাগো দেশে পাওয়া গেলে আমি একটা নিতাম।

আমাদের দেশে নাইতো এইটা ! থাকলে ভালো হইতো ! চাবি নেবার জামেলা থাকতো না 🙂